06/08/2025
দর্শক, টলিউডের অন্যতম আলোচিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি।
একসময় এই দুই তারকার প্রেম নিয়ে সরগরম ছিল গোটা ইন্ডাস্ট্রি।
তাদের রোমান্স, সিনেমা আর অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ছিলো ভক্তদের উন্মাদনা।
কিন্তু এরপরই গল্পে আসে মোড়।
শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে।
আর দেব ব্যস্ত হয়ে পড়েন নিজের রাজনীতি আর সিনেমা নিয়ে।
তবে এবার সবকিছু ওলটপালট করে দিয়ে এক হয়েছে দেব-শুভশ্রী।
দীর্ঘদিন পর আবার দেব ও শুভশ্রীকে একসাথে দেখা যাবে বড় পর্দায়!
তারা চুক্তিবদ্ধ হয়েছেন একটি রোমান্টিক-থ্রিলার ঘরানার নতুন সিনেমায়। নাম ধূমকেতু।
আর সেই সিনেমার ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এক সাথে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে তাদের দুজনকে। সবার সামনে তারা আবারো বন্ধুত্বের ঘোষণা দিয়েছে। সেই অনুষ্ঠানের নানা ভিড়িও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিড়িয়ায়।
এদিকে শুভশ্রীর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছেো
শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী নাকি এই ব্যাপারে একদমই খুশি নন!
এমনকি শোনা যাচ্ছে,তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে,
রাজ নাকি শুভশ্রীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন!
নেটিজেনদের একাংশ বলছেন—
“দেব আর শুভশ্রীকে একসাথে দেখলে এখনো কেমন জানি পুরনো প্রেম মনে পড়ে যায়।”
আবার কেউ কেউ বলছেন—
“শুধু সিনেমা হচ্ছে মানেই তো ব্যক্তিগত সম্পর্ক বদলায় না!”
তবে এই গুঞ্জনের মাঝেও রাজ চক্রবর্তীর পক্ষ থেকে একটি মন্তব্য আসতেই
চুপসে গেছে অনেক মুখ।
রাজ বলেন—
“আমি একজন পেশাদার পরিচালক, আর শুভশ্রী একজন অভিনেত্রী।
ওর কাজের সিদ্ধান্তে আমার কোনো হস্তক্ষেপ নেই।
সবাই চাইছে দেব-শুভশ্রী আবার পর্দায় আসুক, সেটা তো ওদের সাফল্যের প্রমাণ।”
অন্যদিকে শুভশ্রী নিজেও জানিয়েছেন—
“দেবের সঙ্গে আমার অনেক সিনেমা হিট হয়েছে।
এটা একদম পেশাগত সিদ্ধান্ত।
ব্যক্তিগত জীবন একদম আলাদা।”
দর্শক, তারকারা যখন বিখ্যাত হন,
তাদের একেকটা সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় নানা রকম ভুল বোঝাবুঝি, গুজব আর কানাঘুষা।
দেব আর শুভশ্রী যদি আবার পর্দায় জ্বলে ওঠেন,
তাহলে সেটা তো বাংলা সিনেমার জন্যই ভালো, তাই না?
তবে আপনার কী মতামত?
দেব-শুভশ্রীকে আবারও একসাথে বড় পর্দায় দেখতে চান?
তাহলে নিচে কমেন্টে লিখুন—"Yes to Dev-Shubho!"
আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে!