Ludia's Life

Ludia's Life Welcome everyone to my digital diary! I will be sharing highlights and meaningful moments from my life :)
(22)

শুভ সকাল ❤️সবাই ভালো থাকবেন 🙏
17/10/2025

শুভ সকাল ❤️সবাই ভালো থাকবেন 🙏

শুভ রাত্রি 😍Good night 😴
16/10/2025

শুভ রাত্রি 😍Good night 😴

জীবনের বাস্তবতা  #কেউ শেখায় না, সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে—সেই নীরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে ন...
16/10/2025

জীবনের বাস্তবতা #
কেউ শেখায় না, সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে—
সেই নীরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না।

এটা ঘর খালি হওয়ার নীরবতা নয়,
বরং বুকের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা।

যখন তারা আর জিজ্ঞেস করে না— “এটা করব তো?”
যখন আর মায়ের পরামর্শ খোঁজে না।
যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে।

হ্যাঁ, মা তখনও হাসেন।😍
কারণ তিনি চান সন্তান উড়ুক, নিজের পায়ে দাঁড়াক।
কিন্তু সত্যি বলতে—ভেতরে ভেতরে কিছুটা ভেঙে যায়।

প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা—

👉ভুল দেখেও চুপ থাকা।

ফোন না ধরলেও অভিমান না করা।

ভালোবাসা সীমার মধ্যে থেকে প্রকাশ করা।

যত্ন নেওয়া কিন্তু আঁকড়ে না ধরা।

পথ দেখানো, কিন্তু আড়াল থেকে।
সন্তানরা কখনো মাকে কাছে টেনে নেয়,
আবার হঠাৎ দূরে সরে যায়।
মা ভান করেন এতে কষ্ট পাচ্ছেন না,🤔
কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা করে।👈

তবুও মায়ের ভালোবাসা থেমে থাকে না।❤️
সন্তান এলে পছন্দের খাবার রান্না করেন।
ঘরে সাজিয়ে রাখেন সেই ছবি,
যেগুলো একসময় তারা খুব ভালোবাসত।

আর রাতের নীরবতায়—
মা চোখের জল লুকিয়ে শুধু প্রার্থনা করেন।🙏👀
যেন ঈশ্বর তাদের সব ঝড় থেকে রক্ষা করেন।🙏

শেষ কথা:
👉সন্তান বড় হলে মা মেনে নেন,
তিনি আর তাদের জীবনের কেন্দ্র নন।

তবু ভালোবাসা একটুও কমে না।
কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না—
শুধু শিখে নেয় অপেক্ষা করতে… নীরবতায়। 👈

(সংগৃহীত)

ফুল নেবে গো ফুল ? Good evening friends 🌺🌺🌸🌸
16/10/2025

ফুল নেবে গো ফুল ? Good evening friends 🌺🌺🌸🌸

শুভ বিকেল 🌺🌺🌸
16/10/2025

শুভ বিকেল 🌺🌺🌸

শুভ দুপুর বেলা 🥰🥰🌺🌺🥰🥰
16/10/2025

শুভ দুপুর বেলা 🥰🥰🌺🌺🥰🥰

👉সংসার করাটা কঠিন ডিভোর্সও কঠিন।আপনি কোন্ কঠিনটা বাছবেন?শারীরিক স্হূলতাও কঠিন শারীরিকভাবে ফিট থাকাও কঠিনআপনি কোন্ কঠিনটা...
16/10/2025

👉সংসার করাটা কঠিন
ডিভোর্সও কঠিন।
আপনি কোন্ কঠিনটা বাছবেন?

শারীরিক স্হূলতাও কঠিন
শারীরিকভাবে ফিট থাকাও কঠিন
আপনি কোন্ কঠিনটা বাছবেন?

ঋণগ্রস্থ থাকা কঠিন
মিত‍ব‍্যয়ী থাকা ও কঠিন
আপনি কোন্ কঠিনটা বাছবেন?

ব‍্যবসা করা কঠিন
৯টা-৫টা চাকরি করাও কঠিন
আপনি কোন্ কঠিনটা বাছবেন?সিদ্ধান্ত আপনার 👈🤔

Life will never be easy, but you can choose your hard!
Choose Wisely!




16/10/2025

good morning ❤️🙏🌺💚

Good morning everyone ❤️🌺❤️
16/10/2025

Good morning everyone ❤️🌺❤️

15/10/2025

💖 it ❤️

Good evening 🌺❤️🌺
15/10/2025

Good evening 🌺❤️🌺

15/10/2025

👉🌺🌸আমি বনো ফুল গো 🌸🌺🌸🌺

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ludia's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ludia's Life:

Share