Heven of Earthツ

Heven of Earthツ Depend on Allah,Allah is Merciful!

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ...
09/12/2024

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ্চে উঠসিলাম।গভীর রাইতে হঠাৎ কইরা লঞ্চটা উলটায়া যায়। চোখের পলক পরার আগেই পানি ডুইকা যায়, পানির ধাক্কায় আমি বাইরে চইলা আসি।
সকালে উইঠা দেখি আমি চাঁদপুরের এক হাসপাতালে।আমি তহনি বাহির হইয়া গিয়া আমার বউ-বাচ্চারে খুঁজতে থাকি।মানুষ একের পর এক লাশ আইনা রাখতাসে।
বিকালের দিকে একটা বাচ্চা মেয়ের লাশ আইনা রাখে আমি মুখের কাপড় সরায়া দেখি আমার মেয়ে।ভাই নিজের ৪ বছরের মেয়ের লাশ দেখা যে কি কষ্টের, আমার বুকটা ফাইটা যাইতে ছিল।যেই মেয়ে কালকে আমারে বলল আব্বা আব্বা আমারে এই জামাটা কিনা দেও ঈদের লেইগা, কিনাও দিলাম।কিন্তু ও জামাডা পইরা যাইতে পারলো না।
কি দোষ করসিলো আমার মায়াডা।আমার বউয়ের লাশডা আমি।খুইজা পাই নাই।
তারপর থেইকা আমি ঢাকার এই ship yard এ কাম করি,সব জাহাজ নিজের মন দিয়া বানাই,কোন খুদ রাখি না।দোয়া করি আমার সাথে যা হইসে তা জানি আর কারো লগে না হয়।

photo by Wasif Kabir

Story collected

28/11/2024

বাংলাদেশে ভারতের সকল নিউজ টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো✊
আলহামদুলিল্লাহ

এই সেই শহীদ  অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের খুনি,একে ধরিয়ে দিন
28/11/2024

এই সেই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের খুনি,একে ধরিয়ে দিন

আইনজীবী সাইফুলের মা কাঁদতে কাঁদতে বলছিলেন - আমার ছেলেটা কি দোষ করেছিল? ও তো ছোটবেলা থেকেই সবার ভালো করতে চাইতো। কিভাবে ...
27/11/2024

আইনজীবী সাইফুলের মা কাঁদতে কাঁদতে বলছিলেন - আমার ছেলেটা কি দোষ করেছিল?
ও তো ছোটবেলা থেকেই সবার ভালো করতে চাইতো। কিভাবে পারলো ওরা আমার নিরীহ ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে? ওরা তো আমার ছেলের গায়ে আঘাত করেনি ওরা আমার কলিজাতে আঘাত করেছে।

সাইফুলের ভাই বলেন- আমার ভাই চট্টগ্রামে বহু নিরীহ মানুষকে ফ্রিতে আইনি সহায়তা দিতো। কখনো কারো প্রতি অন্যায় করতো না। স্বপ্ন ছিল ভালো একজন আইনজীবী হওয়ার। সহজ সরল ছিলো আমার ভাইটা

সাইফুলের বাবা কাঁদতে কাঁদতে কিছুই বলতেই পারছিলেন না। বারবার মূর্ছা যাচ্ছিলেন।

সাইফুলের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। তার স্ত্রী বারংবার কেঁদে কেঁদে বলছিলেন - আমার পেটের সন্তানটার কি হবে! ও তো জন্মের আগেই বাবা হারা হলো। কি জবাব দিবো সন্তানকে

সাইফুলের তিন বছরের একটা মেয়েও আছে। কথা ছিল আদালতের কাজ শেষ করে মেয়ের সাথে একসাথে খাবার খাবেন, খেলাধুলা করবেন।

মেয়েটা হাসি হাসি মুখ নিয়ে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলছিল - বাবা, চকলেট, চকলেট আনবে। কথা ছিল মেয়ের জন্যে চকলেট নিয়ে ঘরে ফেরার। মেয়েটাও সারাটা দিন সেই অপেক্ষাতেই ছিল।

এই অবুঝ মেয়েটাকে এখন কে বুঝাবে তার আদরের বাবা আর চকলেট নিয়ে ফিরবে না, কোনদিনও না

~ Ibrahim Khalil Shawon

মৃত শহীদ এডভোকেট সাইফুলের ৩ বছরের শিশুকে কি জবাব দিবেন?
27/11/2024

মৃত শহীদ এডভোকেট সাইফুলের ৩ বছরের শিশুকে কি জবাব দিবেন?

27/11/2024

শুধুমাত্র দলের জন্য যারা নিজের ঈমান বিসর্জন দিয়ে ইসকনের পাশে দাঁড়িয়েছে, তাদের হাশর যেন ফেরাউন আর নমরুদের সাথে হয়।

26/11/2024

হঠাও ইসকন,বাঁচাও দেশ✊🇧🇩

নিউ মার্কেট,চট্টগ্রাম!

ইস্কনকে রাস্তার সিগন্যালে ফাঁ/সি দিয়ে ঝুঁলিয়ে রাখা হোক,ইস্কন একজন খু/নী📌ইস্কন,এই উগ্র/বাদী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জ...
26/11/2024

ইস্কনকে রাস্তার সিগন্যালে ফাঁ/সি দিয়ে ঝুঁলিয়ে রাখা হোক,ইস্কন একজন খু/নী📌
ইস্কন,এই উগ্র/বাদী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জ/বাই করে হ/ত্যা করেছে😡
যারা এই ইস্কনকে সমর্থন করবে তাদেরকেও বাংলার জমিনে মিশিয়ে দিতে হবে মাটির সাথে!!

26/11/2024

কুমিল্লা বুড়িচং কালিকাপুটে ট্রেন দূর্ঘটনায় নিহত ৭ জন,আহত ১জন,নিখোঁজ ১ জন🥺
ইন্না-লিল্লাহ

26/11/2024

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো।একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই আপনার।
উনি বলতে চাচ্ছিলো নাহ, অনেক জোর করলাম উনি বললো,, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট,, তারপর আমি বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বললো

আমি আমার মরা মা কে বাড়িতে রেখে এসেছি! আমার বের হওয়া ৪০ মিনিট আগে আমার মা মারা গেছে স্টোক করে। আর আমার বাবার এতো আহামরি টাকা নেই যে আজকের টিকিট টা কেনসেল করে দিয়ে আরেক দিন যাবো! তারপর আমি আসতে চায়নি আমাকে জোড় করে পাঠিয়ে দিয়েছে সবাই....!



Follow Heven of Earthツ

এই বাচ্চাটিকে মারার জন্য ই/জ/রা/ঈ/ল ৩৫৫ টি বুলেট খরচ করেছে💔
25/11/2024

এই বাচ্চাটিকে মারার জন্য ই/জ/রা/ঈ/ল ৩৫৫ টি বুলেট খরচ করেছে💔

বাবা❤️
19/11/2024

বাবা❤️

মা হারা সন্তান দের অনেক কষ্টে লালন পালন করে বড়ো করেছেন বাবা বৃদ্ধ হওয়ার পর বাবার খোঁজ নেয়না কেউ নিজে রোজকার করে নিজে রান...
17/11/2024

মা হারা সন্তান দের অনেক কষ্টে লালন পালন করে বড়ো করেছেন বাবা বৃদ্ধ হওয়ার পর বাবার খোঁজ নেয়না কেউ নিজে রোজকার করে নিজে রান্না করে খায়। ভবিষ্যৎ অসুস্থ হলে কে রান্না করে খাওয়াবে কে দেখাশোনা করবে? এই চিন্তা করে হাত পা থাকতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন এই বৃদ্ধ 😅

আহ সন্তান বাবার মূল্য বুঝলো না!

_____সংগৃহীত

যার বাবা নাই,তার কোন আবদারের জায়গাও নাই💔🥺
16/11/2024

যার বাবা নাই,তার কোন আবদারের জায়গাও নাই💔🥺

সবার ভাঙ্গা মনে এভাবে ফেটে উঠুক নতুন আশার আলো🌸
15/11/2024

সবার ভাঙ্গা মনে এভাবে ফেটে উঠুক নতুন আশার আলো🌸

11/11/2024

আপনার বাচ্চার প্রতি আরো সচেতন হোন,আপনার বাচ্চা আপনার কাছে রাখুন,
বর্তমান যুগ অনেক খারাপ,৬ বছরের মুনতাহাকেও এরা ছাড় দেয়নি,কাউকে বিশ্বাস করবেন না!

৬ দিন নিখোঁজ থাকার পর মৃত দেহ মিললো মুনতাহার🥺বাড়ির কাছেই পুঁ'তে রাখা ছিল নি'থ'র মুনতাহা,গভীর রাতে ম'র'দেহ উ'ত্তোল'ন করে ...
10/11/2024

৬ দিন নিখোঁজ থাকার পর মৃত দেহ মিললো মুনতাহার🥺

বাড়ির কাছেই পুঁ'তে রাখা ছিল নি'থ'র মুনতাহা,গভীর রাতে ম'র'দেহ উ'ত্তোল'ন করে 'গু'ম' করতে গিয়ে ধ'রা' পড়'লো পাশের ঘরের বৃদ্ধা ভিখারিনী,তার আগে পু'লি'শ ভিখারিনীর মেয়েকে আ'ট'ক করে,ধারণা করা হচ্ছে মুনতাহাকে তারাই মে'রে ফে'লেছে। ভিখারিনীকেও থা'না'তে নিয়েছে পু'লি'শ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

09/11/2024

হিংসা,অহংকার মানুষকে ধ্বংস করে!
Heven of Earthツ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heven of Earthツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heven of Earthツ:

Videos

Share