22/07/2025
শেখ হাসিনা কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নয়, বরং খুবই সাধারণ একজন বাঙালি নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষার্থী। মাইক্রোফিন্যান্স বা তিন শূন্যের পৃথিবী নিয়ে তার কোনো ধারণা নেই, কিন্তু নিজের দেশ ও দেশের মানুষকে নিয়ে তার গভীর ভাবনা ছিলো ও আছে।
যে কারণে প্রয়োজনের আগেই গরিব দেশে তৈরি করেছিলো ৫০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক বার্ণ ইন্সটিটিউট। শহরের বুক চিঁড়ে তৈরি করেছিলো মেট্রোরেল, যা এই শহরের মানুষ কল্পনাও করতে পারতো না। শহরের এক প্রান্তের সাথে আরেক প্রান্তকে যুক্ত করেছিলো ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ের মাধ্যমে, সমালোচকরা যেগুলোকে বলতো বিলাসী প্রকল্প।
এই বিলাসী প্রকল্পগুলো শেখ হাসিনা কেনো বাস্তবায়ন করেছিলো তা আজ ঢাকাবাসী দেখতে পাচ্ছে। মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পর মানুষের শেষ ভরসা আজ সেই বার্ণ ইন্সটিটিউট, হাসপাতালে নেওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম আজ সেই মেট্রোরেল, যার প্রয়োজনীয়তা শেখ হাসিনা উপলব্ধি করেছিলো আরো এক যুগ আগে।
এখানেই আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে একজন বাঙালি নারী নেত্রীর পার্থক্য। আন্তর্জাতিক খেলোয়াড় যখন গল্পে ষোলোআনা, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা, শেখ হাসিনা তখন বারবার প্রাসঙ্গিক হয় তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে।