Alhamdulillah Everything

Alhamdulillah Everything There Is No God Accept Allah. Mohammad (s) Is His Prophet.

একবিংশ শতাব্দী
13/09/2025

একবিংশ শতাব্দী

31/08/2025

তাকওয়া তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে কতোটা ভয় করেন সেটা মেপে দেখতে চান? তাহলে দেখুন—একাকীত্ব আর নির্জনের সময়গুলো আপনি কীভাবে কাটান।

#আর #চান #তথা

Good Job Brother
29/08/2025

Good Job Brother

কখনো রক্ত গঙ্গা দেখেছেন_? দেখেনিন এই হলো রক্ত গঙ্গা যা বহমান ফিলিস্তিনের গাজাহইতে কাশ্মীর,হয়ে আর আকান পর্যন্ত বিস্তৃত। এ...
25/08/2025

কখনো রক্ত গঙ্গা দেখেছেন_? দেখেনিন এই হলো রক্ত গঙ্গা যা বহমান ফিলিস্তিনের গাজাহইতে কাশ্মীর,হয়ে আর আকান পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা কাশ্মীর থেকে বেরিয়ে চিনের জিনজিয়াং শহরের দিকে ধেয়ে গেছে,রাশিয়ার বাস্কস্থানেও এটি বহমান ছিলো যদিও এখন শুকিয়ে গেছে।
আর আকান থেকে আরেকটি শাখা আসামের দিকে বিস্তৃত হয়েছে,না জনি আর কোন কোন দিকে তা ধরে গেছে।ফিলিস্তিন থেকে এর আরেকটি শাখা ইরাক পর্যন্ত বিস্তৃত। এর আরেকটি শাখা সরিয়া, ইয়ামিন হয়ে আফ্রিকা পর্যন্ত ছরিয়ে পরেছে।

কি ভাবছেন বাংলাদেশ এর কোনো শাখা প্রশাখা নেই তো ভুল ভাবছেন এদেশেও মাঝে মাঝে জোয়ারে কিছু প্রশাখা তৈরী হয় আবার শুকিয়ে যায়।সতর্ক না হলে এই রক্ত গঙ্গার প্রশাখা মহাশাখায় পরিনত হতে সময় নেবে না।

#মোহাম্মাদ_সম্রাট_খাঁন

🩸 ব্লাড গ্রুপ টেস্ট কিভাবে করা হয়?👉 আঙুল বা সিরিঞ্জ দিয়ে সামান্য রক্ত নেওয়া হয়।👉 সেই রক্তকে তিন ধরণের সিরাম এর সাথে মেশ...
25/08/2025

🩸 ব্লাড গ্রুপ টেস্ট কিভাবে করা হয়?

👉 আঙুল বা সিরিঞ্জ দিয়ে সামান্য রক্ত নেওয়া হয়।
👉 সেই রক্তকে তিন ধরণের সিরাম এর সাথে মেশানো হয় –
🔹 Anti-A (নীল)
🔹 Anti-B (হলুদ)
🔹 Anti-D (স্বচ্ছ)
👉 কোন সিরামে রক্ত জমাট বাঁধে তা দেখে ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়।

📌 ফলাফল বোঝার নিয়ম

Anti-A তে জমাট = A গ্রুপ

Anti-B তে জমাট = B গ্রুপ

Anti-A ও Anti-B দুটোতেই জমাট = AB গ্রুপ

কোথাও জমাট না হলে = O গ্রুপ

Anti-D তে জমাট = Positive (+)

Anti-D তে না বাঁধলে = Negative (–)

🧾 যেমনঃ যদি Anti-B ও Anti-D তে জমাট বাঁধে 👉 রক্তের গ্রুপ হবে B+

✨ আপনার ব্লাড গ্রুপ জানা জীবন বাঁচাতে পারে।
❤️ তাই নিজের ও পরিবারের ব্লাড গ্রুপ অবশ্যই জেনে রাখবেন।

*থালাপতি বিজয় বনাম আমাদের তারকারা – পার্থক্যটা কোথায়?* 🧐👉 হ্যাঁ, *হিন্দুত্ববাদ* মুসলমানদের কখনো মঙ্গল চায়নি — এটা ইতিহাস...
25/08/2025

*থালাপতি বিজয় বনাম আমাদের তারকারা – পার্থক্যটা কোথায়?* 🧐

👉 হ্যাঁ, *হিন্দুত্ববাদ* মুসলমানদের কখনো মঙ্গল চায়নি — এটা ইতিহাসও বলে, বাস্তবতাও।

🎬 কিন্তু এখান থেকে একটা বড় শিক্ষা নেওয়ার আছে।

🔥 থালাপতি বিজয় — চাইলে ভারতের দুই বড় রাজনৈতিক দলে (যেখানে প্রভাব, পুঁজি, জনপ্রিয়তা সবই রয়েছে) সহজেই যোগ দিতে পারতেন। ওরা তাকে *নোমিনেশন দিতে মুখিয়ে ছিলো।*
কিন্তু তিনি তা করেননি।

✅ বরং নিজেই তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল — *করাপ্টেড সিস্টেমের অংশ না হয়ে,* নতুন কিছু করার সাহস দেখিয়েছেন।

এটাই হচ্ছে *ভিশন + হ্যাডম।*
যেটা আমাদের সাকিব-মাশরাফিদের মাঝে *অতীতে* দেখা যায়নি।

🎭 রিল লাইফে থালাপতি বিজয়কে আমরা নেতার ভূমিকায় দেখি।
📢 আজ প্রমাণ হলো — তিনি রিয়েল লাইফেও সত্যিকারের *"থালাপতি"*।

---

✊ নিজে কিছু শুরু করার সাহস যাদের নেই, তারা শুধু পুরনো রাস্তায় হাঁটে।

#সচেতনতা #বাংলাপোস্ট

🌍 *অবিশ্বাস্য প্রযুক্তির ছোঁয়ায় সৌদি আরব!* 🚀আপনি কি জানেন❓  *সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ* আয়োজনের জন্য তৈরি করছে বিশ্বের...
25/08/2025

🌍 *অবিশ্বাস্য প্রযুক্তির ছোঁয়ায় সৌদি আরব!* 🚀

আপনি কি জানেন❓
*সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ* আয়োজনের জন্য তৈরি করছে বিশ্বের প্রথম *ভাসমান স্টেডিয়াম*! 😲

🏟️ *নাম:* Sky Stadium
📍 *অবস্থান:* মেগা-সিটি *NEOM*
📏 *উচ্চতা:* মাটি থেকে প্রায় *১১৫০ ফুট*
🛠️ *নির্মাণ শুরু:* ২০২৭
🎉 *উদ্বোধন:* ২০৩২

এই স্টেডিয়ামটি থাকবে আকাশে ঝুলন্ত অবস্থায়! থাকবে আধুনিক স্থাপত্যশৈলী, সাই-ফাই ডিজাইন, আর পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার। 🔋🌱

এটা শুধু একটি স্টেডিয়াম নয় – এটি ভবিষ্যতের এক প্রতীক! 🏙️
সৌদি আরব এবার সত্যিই বিশ্বকে চমকে দিতে চলেছে! 😎🔥

#বাংলায়জানি

তারেক রহমান জানেন নাকি? ৫ আগস্টের নায়ক আপনি!!হাহা হা রাজাকার। #রহমান  #রাজাকার  #হা
25/08/2025

তারেক রহমান জানেন নাকি?
৫ আগস্টের নায়ক আপনি!!

হাহা হা রাজাকার।

#রহমান #রাজাকার #হা

আসলেই 🙂
24/08/2025

আসলেই 🙂

আলহামদুলিল্লাহ
24/08/2025

আলহামদুলিল্লাহ

23/08/2025

Address

Ramgor Road
Chittagong
4355

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah Everything posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah Everything:

Share