Bag Bazar

Bag Bazar Welcome to "Bag Bazar". We Offer Quality Products at Affordable Prices & Create Some Entertaining Videos. Thanks for Staying with Us.

30/03/2025

ঈদ মোবারক
ঈদ বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

রইলো ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

একটা পূর্ণ বয়স্ক নিম গাছ ৮০টন এসির সম পরিমান বাতাস ঠান্ডা করতে পারে। তো আপনার বাড়ীর  চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে প...
30/03/2025

একটা পূর্ণ বয়স্ক নিম গাছ ৮০টন এসির সম পরিমান বাতাস ঠান্ডা করতে পারে। তো আপনার বাড়ীর চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে, যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে।

মাইক্রোক্লাইমেট কী?
এই ধরুন আমাদের দেশের একটা ক্লাইমেট আছে, এখন সেটা গরম। তবে আপনি যদি চান এইখানেই আপনি কিছুটা যায়গা নিয়ে আলাদা এক রকম ক্লাইমেট তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছে অনুয়ায়ী।
ধরুন আপনি চাইলেন একটা নির্দিষ্ট যায়গার তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কম রাখবেন, সব সময়ে যেনো শীতল লাগে, সেটা সম্ভব, এবং সেটা মাইক্রোক্লাইমেট তৈরির মাধ্যমেই সম্ভব। মাইক্রোক্লাইমেট সৃষ্টির জন্যে অনেক গুলো বিষয় নজর রাখতে হয়, এই যেমন সুনির্দিষ্ট গাছ, জলাধার, সঠিক স্থানে স্পেস তৈরি ইত্যাদি।
সেই সুনির্দিষ্ট গাছের একটা নিম। এমন আরো কিছু গাছ আছে। এই যেমন, দেবদারু, জারুল, মেহগনি।

© ছবি সংগ্রহীত।

মোঃ আব্দুল জাব্বার মন্ডল।এই রমযানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হারাম করা কারিগর। অনেকর পছন্দের একজন মানুষ।এই মানুষটা আর...
27/03/2025

মোঃ আব্দুল জাব্বার মন্ডল।
এই রমযানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হারাম করা কারিগর। অনেকর পছন্দের একজন মানুষ।
এই মানুষটা আর কে কে পছন্দ করেন দেখতে চাই।।

সোভিয়েত ইউনিয়ন টিকে থাকাকালীন সেখানকার দেশগুলোকে বলা হতো আয়রন কার্টেইন কান্ট্রিজ অর্থাৎ লোহার পর্দা দ্বারা আবৃত। কারণ সে...
24/03/2025

সোভিয়েত ইউনিয়ন টিকে থাকাকালীন সেখানকার দেশগুলোকে বলা হতো আয়রন কার্টেইন কান্ট্রিজ অর্থাৎ লোহার পর্দা দ্বারা আবৃত। কারণ সেখানকার ভেতরের খবর বাইরে পৌঁছতে পারতো না। একেবারে প্রথম দিকে বাইরে লিক হওয়া খবরগুলোর মধ্যে একটি হল এই Kalyazin RT-64 রেডিও টেলিস্কোপের খবর। দেখতে পরিত্যক্ত মনে হলেও এটি একটি সক্রিয় রাশিয়ান অবজারভেটরি অথবা মানমন্দির। এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল এবং ১৯৯২ সাল থেকে এটি চালু রয়েছে। যদিও প্রাথমিকভাবে এর অন্যরকম ব্যবহার ছিল বলে অনেকে মনে করেন।
২০১৬ সালে, এটি ESA, Roscosmos এবং ExoMars-এর সহযোগিতায় অ্যাস্ট্রোবায়োলজি প্রোগ্রামে অংশ নিয়েছিল। ১৭ জন বিজ্ঞানীর একটি দল পালসার, হোয়াইট দোর্ফস এবং দূরবর্তী ছায়াপথ অধ্যয়নের জন্য এটি ব্যবহার করে। এই শক্তিশালী টেলিস্কোপটি ক্ষীণ দর্শন তারা থেকে শুরু করে মহাকাশের নানান বস্তুর মহাজাগতিক রহস্য উন্মোচন করতে সাহায্য করে চলেছে...

শুভ কামনা সর্বদা।
22/03/2025

শুভ কামনা সর্বদা।

অতিরিক্ত আপেলের বিচি খেলেও হতে পারে মৃত্যু।  প্রতি কেজি আপেলের বিচিতে ৭০০ মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড রয়েছে। একটি বিচি...
15/01/2025

অতিরিক্ত আপেলের বিচি খেলেও হতে পারে মৃত্যু।
প্রতি কেজি আপেলের বিচিতে ৭০০ মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড রয়েছে। একটি বিচির গড় ওজন আধা গ্রাম। অর্থাৎ, ২০০টি বিচি পেটে পড়লেই ১৫০ পাউন্ড ওজনের মানুষ মারা যাবেন।
একইভাবে নাশপাতির বিচিতেও রয়েছে হাইড্রোজেন সায়ানাইড।

©: Altimate Be 5.0

থাইল্যান্ডের সুরিন প্রদেশে তৈরি করা হয় 'ব্ল্যাক আইভরি' নামের হাতির মলের এই কফি। প্রথমে হাতিকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি একধর...
12/01/2025

থাইল্যান্ডের সুরিন প্রদেশে তৈরি করা হয় 'ব্ল্যাক আইভরি' নামের হাতির মলের এই কফি।
প্রথমে হাতিকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি একধরনের খাবার খাওয়ানো হয়।খাবার খাওয়ার ১৫-১৭ ঘণ্টা পরে মলত্যাগ করে হাতি। এরপর সেই মল সংগ্রহ করে তা থেকে বেছে বেছে আলাদা করা হয় কফির বিন। সেগুলো ঠিকমতো পরিষ্কার করে রোদে শুকানো হয়। শুকানোর পর মলের ওপরের অংশ ফেলে দিয়ে যন্ত্রের মাধ্যমে কফি বিন আলাদা করা হয়। পরে যন্ত্রে নিয়ে বিনগুলো ভেজে তা থেকে তৈরি হয় কফি।এই কফির মাত্র ১ কেজির মূল্য প্রায় ১২০০ মার্কিন ডলার।
আপনিও কি খেতে চান?

©: Altimate Be 5.0

SB best Quality collection Top Notch Quality ✅Size 39-44 available ✅For order & more information please inbox or WhatsAp...
06/12/2024

SB best Quality collection
Top Notch Quality ✅
Size 39-44 available ✅

For order & more information please inbox or WhatsApp us 01740-993930



Best quality winter collection All over Bangladesh cash on delivery ✅Size available : 39,40,41,42,43,44 ✅Vietnam Quality...
06/12/2024

Best quality winter collection

All over Bangladesh cash on delivery ✅
Size available : 39,40,41,42,43,44 ✅
Vietnam Quality ✅
Return & Exchange Available ✅

অর্ডার করতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

টাটকা সবজি।
22/10/2024

টাটকা সবজি।

09/08/2024
09/08/2024

I want to see RELIGIOUS PLURALISM.

দেয়ালে গ্রাফিতি থাকবে,ক্যালিগ্রাফি থাকবে, বেদ বানী থাকবে, বাইবেল ভার্স থাকবে, শ্লোক থাকবে। কোরআন পাঠ থাকবে, গীতা পাঠ ও থাকবে। শীতে কাওয়ালি সন্ধ্যার আসর বসবে, আবার গ্রাম বাংলায় বাউল সঙ্গীতের ও আসর বসবে। নববর্ষের ছুটি থাকবে, বৈসাবির ও ছুটি থাকবে। পোশাকের স্বাধীনতা থাকবে, নিকাব পড়ার জন্যে যেমন কোনো মেয়েকে হেনস্তার শিকার হতে দেখতে চাইনা ওয়েস্টার্ন আউটফিট এর জন্যে ও কোনো মেয়ে কে স্লাটশেমিং এর শিকার হতে দেখতে চাইনা।
From Islam to Buddhism every religion teaches its followers to be tolerant and courteous to other religions. Co-existence is beautiful. Religious Pluralism do make the world beautiful. 🙌

You just need to put your extremist mind aside.

Copied from Shajneen Ferdaus

Address

Chittagong
3440

Alerts

Be the first to know and let us send you an email when Bag Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bag Bazar:

Share

Category