08/06/2025
নারী সব বোঝে কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে। তারা সব টা বোঝে চুপ থাকে সবকিছু বলতে যায়না। একজন নারী পুরুষের কাছে ততটাই অভিযোগ করে যতটা সে বোঝেও না বোঝার ভান করে তার বেশি একটুও না। পুরুষ জানে নারী কিসে আটকায় আর কিসে দূরে চলে যায়।পুরুষ তোমাকে তাই দিবে যখন নিজের যা প্রয়োজন হয়। পুরুষ যখন কোন নারীকে গভীর ভাবে ভালোবাসে তখন তাকে ছাড়া তার এক মূহুর্তও চলে না, সেই নারীকে মাথায় তুলে রাখে তার সকল আবদার তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে খেয়াল রাখে, এমনকি তার মন খারাপও বোঝে যায়। তাকে ভালোবাসা দিয়ে একদম নিজের করে নেয়, আর বোকা নারী শুধু ভালোবাসার পাগল হয়। পুরুষ এমন ভাবে কেয়ার করে নারী তখন নিজেকে ভাগ্যবতী মনে করে। নারীর সব ভুল দোষ অন্যায় যাই করুক পুরুষ তখন তাকে মাফ করে দেয়। পুরুষ এর অপছন্দের নারী নিয়ে কিছু কথা পুরুষের অপছন্দের নারী নেই আবার আছে সেটা হয়ে যায় সম্পর্কের অনেক টা সময় পার হওয়ার পর। একটা পুরুষ যেমন যত্ন নিয়ে একটা নারীকে ভালোবাসে তার চেয়ে হাজার গুন তীব্র ভাবে নারীকে কষ্ট দেয় এতো টা আঘাত করে নারীর ভিতর টা একদম আগুনে পুড়িয়ে জ্বালিয়ে চারখার করে দেয়। যখন একটা পুরুষ নারী কে অপছন্দ করে তখন তার সাথে সবার আগেই কথা বলা বন্ধ করে দেয়। মাথায় তোলা নারীকে পায়ের কাছে নিয়ে ফেলে। যেনো তার মূল্য হঠাৎ করে রানী থেকে চাকরানীর পরিণত হয়। হ্যাঁ পুরুষের ভালোবাসা ভয়ানক এতো টা ভয়ংকর যে সে তোমাকে রাখবে ও না ছাড়বেনা তিলে তিলে মারবে একটু একটু করে। পুরুষ মানুষ কখনো একটা নারীকে বলবেনা তুমি খারাপ তোমার এই বিষয়ে আমার খারাপ লাগলো সেই এমন ভাবে তোমাকে দূরে সরাবে তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে মরে যাবে। পুরুষ নারীকে দূরে সরানোর জন্য কথা বলা বন্ধ করে দেবে সেটা কিন্তু আবার একেবারে নয় একটু কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে তুমি আরো বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। যখন তুমি তাকে জিজ্ঞেস করতে যাবে কেন এমন করো আমার সাথে তখন তুমি তার উত্তর পেয়ে বিরক্ত হয়ে যাবে।
সেই জন্য নারী হয় মায়াবতী আর পুরুষ হয় ছলনাময়ী🙂
নারী পুরুষের কাছে টাকা পয়সা ধন-সম্পদ ক্যারিয়ার এইসব কিছুই চাইনা শুধু চাই একজন চরিত্রবান পুরুষ তাকে তার বাবার মতো আগলে রাখুক।🤍
খাঁটি পুরুষ নারীর কাছে বেশি কিছু চাইনা শুধু চাই একজন যত্নবান নারী যে তাকে তার মায়ের মতো যত্ন নিয়ে ভালোবাসবে এবং তার সকল বিপদে।।