রাউজান ম্যারিজ সেন্টার- Raozan marriage Center

রাউজান ম্যারিজ সেন্টার- Raozan marriage Center জীবন কখনো কারো জন্য থেমে থাকে না।

22/06/2025

বর্ষাকালে বিয়ে খেতে কেমন লাগে???

16/06/2025

#বিয়ে_২৫
ইসলামে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিবাহ করাতে কোনো নিষেধ নাই। আপনার সামর্থ্য হলে আপনি বিবাহ করবেন, কোনো বাঁধা নাই।

16/06/2025

#হিন্দু স্কুল শিক্ষক এর জন্য একজন হিন্দু (Hsc pass) পাত্রী চাই...
রাউজান এর ভিতর

09/06/2025

"জীবনে সো কলড পা/রফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক প্র"শান্তির কারণ হয় এমন মানুষ থাকা সৌভাগ্যের .....!!"

~Jannat

08/06/2025

যাকে মনে করে আপনি মন খা"রাপ করছেন, অপেক্ষায় আছেন আর ভাবছেন হয়তো সময় পেয়ে খোঁজ নিবে। একবার গিয়ে খোজ নিয়ে দেখুন, সে তারমত ঠিকই সুন্দর সময় পার করছে। আর বোকার মত আপনি তার কথা ভেবে অপেক্ষা করছেন।

~মন খা"রাপের দিনে

08/06/2025

নারী সব বোঝে কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে। তারা সব টা বোঝে চুপ থাকে সবকিছু বলতে যায়না। একজন নারী পুরুষের কাছে ততটাই অভিযোগ করে যতটা সে বোঝেও না বোঝার ভান করে তার বেশি একটুও না। পুরুষ জানে নারী কিসে আটকায় আর কিসে দূরে চলে যায়।পুরুষ তোমাকে তাই দিবে যখন নিজের যা প্রয়োজন হয়। পুরুষ যখন কোন নারীকে গভীর ভাবে ভালোবাসে তখন তাকে ছাড়া তার এক মূহুর্তও চলে না, সেই নারীকে মাথায় তুলে রাখে তার সকল আবদার তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে খেয়াল রাখে, এমনকি তার মন খারাপও বোঝে যায়। তাকে ভালোবাসা দিয়ে একদম নিজের করে নেয়, আর বোকা নারী শুধু ভালোবাসার পাগল হয়। পুরুষ এমন ভাবে কেয়ার করে নারী তখন নিজেকে ভাগ্যবতী মনে করে। নারীর সব ভুল দোষ অন্যায় যাই করুক পুরুষ তখন তাকে মাফ করে দেয়। পুরুষ এর অপছন্দের নারী নিয়ে কিছু কথা পুরুষের অপছন্দের নারী নেই আবার আছে সেটা হয়ে যায় সম্পর্কের অনেক টা সময় পার হওয়ার পর। একটা পুরুষ যেমন যত্ন নিয়ে একটা নারীকে ভালোবাসে তার চেয়ে হাজার গুন তীব্র ভাবে নারীকে কষ্ট দেয় এতো টা আঘাত করে নারীর ভিতর টা একদম আগুনে পুড়িয়ে জ্বালিয়ে চারখার করে দেয়। যখন একটা পুরুষ নারী কে অপছন্দ করে তখন তার সাথে সবার আগেই কথা বলা বন্ধ করে দেয়। মাথায় তোলা নারীকে পায়ের কাছে নিয়ে ফেলে। যেনো তার মূল্য হঠাৎ করে রানী থেকে চাকরানীর পরিণত হয়। হ্যাঁ পুরুষের ভালোবাসা ভয়ানক এতো টা ভয়ংকর যে সে তোমাকে রাখবে ও না ছাড়বেনা তিলে তিলে মারবে একটু একটু করে। পুরুষ মানুষ কখনো একটা নারীকে বলবেনা তুমি খারাপ তোমার এই বিষয়ে আমার খারাপ লাগলো সেই এমন ভাবে তোমাকে দূরে সরাবে তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে মরে যাবে। পুরুষ নারীকে দূরে সরানোর জন্য কথা বলা বন্ধ করে দেবে সেটা কিন্তু আবার একেবারে নয় একটু কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে তুমি আরো বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। যখন তুমি তাকে জিজ্ঞেস করতে যাবে কেন এমন করো আমার সাথে তখন তুমি তার উত্তর পেয়ে বিরক্ত হয়ে যাবে।

সেই জন্য নারী হয় মায়াবতী আর পুরুষ হয় ছলনাময়ী🙂

নারী পুরুষের কাছে টাকা পয়সা ধন-সম্পদ ক্যারিয়ার এইসব কিছুই চাইনা শুধু চাই একজন চরিত্রবান পুরুষ তাকে তার বাবার মতো আগলে রাখুক।🤍

খাঁটি পুরুষ নারীর কাছে বেশি কিছু চাইনা শুধু চাই একজন যত্নবান নারী যে তাকে তার মায়ের মতো যত্ন নিয়ে ভালোবাসবে এবং তার সকল বিপদে।।

08/06/2025

#বিয়ে_২৫ কুরবানির পর কার কার বিয়ে করার ইচ্ছে???

08/06/2025

ঈদ মোবারক

13/05/2025

বিয়ে করছেন না কেন?

13/05/2025

শুভ সকাল...

11/05/2025

রাউজান এর অনেক যোগ্য পাত্রী ২১+ ও পাত্রের ৩০+ বিয়ে হচ্ছে না বা করছে না....

Address

Chittagong

Telephone

01861714890

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাউজান ম্যারিজ সেন্টার- Raozan marriage Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share