11/07/2025
এসএসসি ২০২৫: কে দায়ী – ছাত্র না শিক্ষক?
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা দেখে আমরা অনেকেই হতাশ হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, এর জন্য শুধু শিক্ষকদের দায়ী করা কি ন্যায্য?
👉 একজন শিক্ষক হলেন পথপ্রদর্শক – তিনি পথ দেখান, দিক নির্দেশনা দেন, প্রেরণা দেন। কিন্তু সেই পথ ধরে হাঁটার দায়িত্ব থাকে শিক্ষার্থীর উপর।
🧭 আপনি যদি গন্তব্যে পৌঁছাতে না চান, পথ দেখানো ব্যক্তি কীভাবে দায়ী হন?
✍️ একজন শিক্ষক কষ্ট করে পড়ান, বোঝান, বারবার বলেন – “সময়মতো পড়াশোনা করো, নিয়ম মেনে চলো, মোবাইল আসক্তি কমাও।” কিন্তু যদি শিক্ষার্থী নিজেই সে কথা না মানে, তাহলে ফলাফলও তো সেই অনুযায়ী হবে।
👨🏫 হ্যাঁ, সব শিক্ষক যে দায়িত্ববান, তা নয় – তবে সব ব্যর্থতার দায় শিক্ষকের উপর চাপিয়ে দিলেই কি সমস্যার সমাধান হয়?
✅ বরং প্রয়োজন আত্মসমালোচনা:
আমরা কি সময়মতো পড়াশোনা করেছি?
অভিভাবকরা কি সন্তানের উপর নজর রেখেছেন?
শিক্ষার্থীরা কি নিজের দায়িত্ব বুঝেছে?
🌱 শিক্ষক যেমন গাছের চারা রোপণ করেন, তেমনি শিক্ষার্থীরও দায়িত্ব সেই চারায় নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার রাখা।
🔁 দোষারোপ নয়, প্রয়োজন সহযোগিতা, আত্মজ্ঞান আর সচেতনতা।
➡️ এসএসসি ২০২৫ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই – শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী একসাথে।
#এসএসসি২০২৫ #শিক্ষা #দায়িত্ব #পথপ্রদর্শক #শিক্ষক #শিক্ষার্থী #সচেতনতা #সমালোচনা_নয়_উন্নয়ন