
05/09/2023
~কাজল কাটা দিঘী, উত্তর ঢেমশা, সাতকানিয়া🏞️
নামকরণ: বন্ধুত্বের শেষ পরিণতি থেকে এই দিঘীর নামের উৎপত্তি। উত্তর ঢেমশা বড়ুয়া পাড়ায় দুই জন বন্ধু ছিল। একজনের নাম বজল এবং অপর জনের নাম কাজল।তারা দুজন একজন অপরজনকে ছাড়া চলতে পারত না।তারা দুইজনের বন্ধুত্ব এতই গভীর ছিল যে,তারা এক পাতে বসে ভাত খেত। সম্পর্কে দুইজনে চাচাত ভাই ছিল।কোন একদিন তাদের মধ্যে ঝগড়া হয়। কিন্তু তারা দুজন পরবর্তী সময়ে ভালো হয়ে গেলেও,বজলের বুকের ভেতর প্রতিশোধের আগুন যেন নিবে না।তাই সে পরিকল্পনা করল কাজলকে হ*ত্যা করে বিদেশে চলে যাবে,তাই সে বিদেশ যাওয়ার ব্যবস্থা আগে থেকে করে ফেলে। বিদেশ যাওয়ার আগের দিন রাতে বজল কাজলকে ডাকতে গেলে কাজলের মা জিজ্ঞেস করলেন,'কাজলকে কেন ডাকতেছিস বাবা ' । তখন বজল বলেন,'চাচী আমরা দুজন একজন বন্ধুর বাড়িতে বেড়াতে যাব,তাই ওকে নিতে এসেছি,কাল সকালে চলে আসব '। তখন বজল কাজলকে নিয়ে যায় একটা পুরাতন দিঘীর পাড়ে। এবং দিঘীর দক্ষিণ পাড়ে নিয়ে গিয়ে বজল কাজলকে কু*পি*য়ে কু*পি*য়ে হ*ত্যা করে। এবং বজল কাজলকে হ*ত্যা করে রাতারাতি বিদেশ চলে যায়.........
এরপর থেকে এই দিঘী 'কাজল কাটা দিঘী' নামে পরিচিতি লাভ করে,যা স্থায়ীনদের কাছে 'হাজইল্লা হারা ড়ী ' নামে পরিচিত।
লেখা: Nayon Uddin , Mohammad Emon , Fysal Ahmad and মাহিম শাহারিয়ার হামিম
আলোকচিত্র: Mohammad Emon