
01/08/2025
যারা কিছু হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটি তাদের জন্য!
একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ্ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়ে ছিলাম।
তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে ,কেনো করলে?
তখন আল্লাহ উত্তরে বললেন,
তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল,তোমাকে খাওয়ার জন্য ! তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম।
সব সময় আমরা বুঝতে পারি না, আল্লাহ্ আমাদের জীবন থেকে কিছু মানুষ বা জিনিস কেনো নিয়ে যান।
কিন্তু তিনি নেন কেবল তখনই,যখন তা আমাদের ক্ষতির কারণ হতে পারত।
বিশ্বাস রাখো,আল্লাহ্ কখনও ভুল করেন না।🌸
🚫সংগৃহীত