MRM News24

MRM News24 সত্য,সুন্দর,ইতিবাচক কার্যক্রম প্রচার-প্রসারে নিবেদিতপ্রাণ MRM News24

28/08/2025
23/08/2025
19/08/2025
17/08/2025
30/07/2025
29/07/2025

ইয়ামাহা শো-রুম ‘মোটরসাইকেল গ্যালারী'তে পরিদর্শনে আসলেন এসিআই মটর্সের ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ-এসিআই মটর্সের প্রথম পর্যায়ের জনপ্রিয় একটি ডিলারপয়েন্ট।ইয়ামাহা লাভার্সদের কাছে এটি বেশ আস্হা-নির্ভরর্শীল এবং মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা’র বাইক বিক্রয়ের নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠান মোটরসাইকেল গ্যালারী'তে অদ্য ২৯ জুলাই'২০২৫ মঙ্গলবার প্রথমবারের মত ইয়ামাহা শো-রুমে পরিদর্শনে আসেন এসিআই মটর্সের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ড: এফ,এইচ আনসারী স্যার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি: সুব্রত রঞ্জন দাশ স্যার।

ব্যস্ত সময়ের মাঝেও তাঁরা পুরো শো-রুম ও #শো-রুমের দ্বিতল ভবনে ক্লাব ঘুরে-ফিরে দেখেন।সবকিছু দেখে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করেন।বিশ্বখ্যাত ইয়ামাহার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকে ইয়ামাহা বাইকের বিক্রয় গতিশীলতাকে ধরে রাখার জন্য এবং আধুনিক,সুসজ্জিত,মানসম্মত শো-রুম হিসেবে গড়ে তোলাই কাজী মোহাম্মদ জসীম উদ্দিনকে অভিনন্দন জানান।সেলস কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক পরামর্শ প্রদান করেন।

28/07/2025

দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি এসিআই মটর্সের জনপ্রিয় ডিলারপয়েন্ট মোটরসাইকেল গ্যালারী,চট্টগ্রামের সম্মানিত ওনার কাজী মোহাম্মদ জসীম উদ্দিন সম্প্রতি জাপান সফরে যান,সেখানে কয়েকদিন অবস্হানের পর পুনরায় বাংলাদেশে ফিরে এসে উপস্হিত হয় তাঁরই নিজ প্রতিষ্ঠানে।এই উপলক্ষে মোটরসাইকেল গ্যালারী'র শো-রুম ও সার্ভিস সেন্টারের কর্মরত মেম্বার্সরা প্রতিষ্ঠান ওনারকে ফুলেল সম্বর্ধনা প্রদান করেন।এতে করে অনুষ্ঠানটিকে ঘিরে সবার হৃদয়ে সঞ্চার হয় আনন্দ,উৎসাহ-উদ্দীপনা।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRM News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share