Happy CluB

Happy CluB Self respect is most important

24/06/2025

সুদিন আইসা দেখবে আমার
আর সুদিনের দরকার নাই.!
আমি নেই 🗿

23/06/2025
21/06/2025

ভালো করলে নজর দেয়, খারাপ করলে বদ দোয়া দেয়, এজন্য কিচ্ছুই করি না, শুয়ে থাকি;

জীবন সুখটাই সব নয় অশান্তির ও দরকার আছে।
20/06/2025

জীবন সুখটাই সব নয় অশান্তির ও দরকার আছে।

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল মাত্র ৩৩ বছরে পা দিল 😳❤️
19/06/2025

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল মাত্র ৩৩ বছরে পা দিল 😳❤️

19/06/2025

আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়েনা,যারা গায়ে পড়ে মুসলিমদের হত্যা আর অন্যায় ভাবে প্রাণহানি নামক সর্বনাশা খেলায় মেতে উঠেছে তাঁদের ধ্বংস হোক।।

ইনশাআল্লাহ বিজয় ইসলামের এটাই সত্য 🇧🇩✊

16/06/2025

ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয়, অনেক কিছুই এডজাস্ট করে, কিন্তু একদমই অপছন্দের কিছু? না, সেটা সত্যিই কঠিন। কিছু জিনিস থাকে, যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না-তা সম্পর্ক হোক, পরিবেশ হোক, কিংবা কোনো পরিস্থিতি। অপছন্দের কিছুতে জোর করে মানিয়ে নিতে গেলে একসময় ভেতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয়। তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয়, দূরে সরে যায়, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয়, বরং মনের শান্তিটাও বজায় রাখা। সবাই চায় সুখে থাকতে, কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই, যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি। তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে, বরং যা আমাদের মানসিক শান্তি দেয়, সেটার দিকেই এগিয়ে যাওয়া উচিত। কারণ দিনশেষে, নিজের ভালো থাকার
দায়িত্ব নিজেরই!!

16/06/2025

সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।
মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মূহুর্ত সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।
এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেন্স।
তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন😢😅

16/06/2025

এই চোখজুড়োনো সকাল, অদ্ভুত নিথর দিগন্ত মনে হয় অজানা সৌভাগ্যের মতন, তবুও সুন্দরের এত সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার মন খারাপ হয়ে যায়, মনে হয়, এ জীবন অন্যরকম হবার কথা ছিল!💔

16/06/2025

আমার এই ক্ষুদ্র জীবনে বহু মানুষের সৎ মানুষের উখুান আর অহংকারী অসৎ মানুষের পতন দেখেছি!
যে যে তার কর্মফল, আজ হোক বা কাল,
কোনো না কোনো ভাবে পাবেই!
আপনি কারো শারীরিক - মানসিক কিংবা আর্থিক ক্ষতি করে, যদি ভেবে বসে থাকেন আপনার কিছুই হবেনা! এটা সাময়িক অহমিকা মাএ!
দেখবেন, কয়েক দিন, কয়েক মাস বা কয়েক বছর পর এমন একটা দুর্যোগ জীবনে নেমে আসবে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না।
বিঃদ্রঃ কর্মফল একদিন সবাইকে ভোগ করতে হবে!

আপার ছেলের পোস্ট 😆 পাবলিকের কমেন্ট 😆
15/06/2025

আপার ছেলের পোস্ট 😆
পাবলিকের কমেন্ট 😆

Address

Chittagong
4343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy CluB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share