নিউজ অফ চন্দনাইশ

নিউজ অফ চন্দনাইশ চন্দনাইশ উপজেলার গুরত্বপূর্ণ নিউজ প্রকাশ করে থাকি
(2)

চন্দনাইশের ধুমারপাড়া সংঘরত্ন বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতবৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব চট্টগ...
25/10/2025

চন্দনাইশের ধুমারপাড়া সংঘরত্ন বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ধুমারপাড়া সংঘরত্ন বিহারের দানোত্তম কঠিন চীবর দান ২৪ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ভোর ৫ টায় বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ, ভোর ৫.৩০টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বুদ্ধপূজা ও সমবেত প্রার্থনা, সকাল ৯ টায় কঠিন চীবর দান সভাও অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান।

সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত শিক্ষাবিদ বসুমিত্র মহাথেরো। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ভদন্ত সত্যানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রুবেল বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাবেক মহাসচিব ভদন্ত এস ধর্মতিলক স্থবির। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটি গঠন।কমিটির ঘটনা কি সত্য?
25/10/2025

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটি গঠন।

কমিটির ঘটনা কি সত্য?

"জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন" কে সফল করার জন্য হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তারের ভূমিকা...
25/10/2025

"জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন" কে সফল করার জন্য হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তারের ভূমিকায়

চন্দনাইশের গুণী শিক্ষাবিদঅধ্যক্ষ মাওলানা ইসহাক (রহ.)----------------চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর মুকবুলিয়া সিনি...
24/10/2025

চন্দনাইশের গুণী শিক্ষাবিদ
অধ্যক্ষ মাওলানা ইসহাক (রহ.)
----------------
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর মুকবুলিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আলেমে দ্বীন, হযরত মাওলানা ইসহাক (রহ.) ছিলেন এক আলোকিত শিক্ষাবিদ, নিবেদিতপ্রাণ দ্বীন ইসলামের প্রচারক এবং আদর্শ শিক্ষক। তিনি আজীবন ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রচার-প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য আলেমে দ্বীন, সমাজসেবক ও নৈতিক মানুষ, যারা দেশে-বিদেশে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।

অধ্যক্ষ ইসহাক সাহেব শুধু একজন শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন এক প্রেরণার উৎস, যিনি ছাত্রদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন আত্মবিশ্বাস, অধ্যবসায় ও আল্লাহভীতি। তাঁর মাদ্রাসা ছিল জ্ঞান, শৃঙ্খলা ও সেবার এক প্রাণকেন্দ্র।

তাঁর সরল জীবনযাপন, ন্যায়নিষ্ঠা, এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে করেছে ইতিহাসে স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্বে পরিণত। সমগ্র চন্দনাইশের মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন এই মহৎ শিক্ষাগুরুকে।

মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা শনিবার সকাল ৮:৩০ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শ...
24/10/2025

মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা শনিবার সকাল ৮:৩০

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) ৮৫ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁহার নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ০৮.৩০ এর পর মির্জাখীল দরবার শরীফে, তাঁহার জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হবে।

চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরমা ইউনিয়ন এ  'বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতব...
24/10/2025

চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরমা ইউনিয়ন এ 'বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমা ইউনিয়নের উদ্যোগে ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন সেন্টার থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আতহার হোছাইন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলার সেক্রেটারি মুঃ আবদুল খালেক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক।
প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব তারেকুল ইসলাম, মাস্টার মফিজুর রহমান, মাস্টার আবু সোহেল, আবুল বশর, মুঃ ইদ্রিস ও এনামুল হক।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করার আহ্বান জানান।
তাঁরা বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে কর্মতৎপরতা ও ত্যাগ-তিতিক্ষার চেতনা জাগ্রত করে আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্মেলনের মাধ্যমে বরমা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও অনুপ্রেরণা সঞ্চারিত হয়।

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্...
24/10/2025

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ

চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে গাছবাড়ীয়া কলেজ গেইট স্কুল মার্কেটের সামনে প্রবীণ ব্যবসায়ী অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক রাকিব হোসেন।

নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক এমএ মতিন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরোয়ার আহসান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, কাজী মো. কুতুব উদ্দিন, সমিতির নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সহ সভাপতি সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আবু তালেব, সহ প্রচার ও দপ্তর সম্পাদক রাজিব দে প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির বিদায়ী আহবায়ক কমিটির সদস্য আবদুল আলীম বেলাল, জসীম উদ্দিন, আবদুল ছালাম, ফজলে আজম চৌধুরী, আবদুর নুর, আমিনুল ইসলাম, কাজি মিনহাজ উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো সহ সাধারণ ব্যবসায়ীরা। পরে সমিতির কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রাজিব হোসেন সহ অতিথিবৃন্দ।

24/10/2025

চন্দনাইশে হযরত মোয়াজ্জিন শাহ্ মাজারে আজিমুশশান মিলাদ মাহফিল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে হযরত মোয়াজ্জিন শাহ্ (রা.) মাজার শরিফ সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে ১৭তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে হযরত মোয়াজ্জিন শাহ্ (রা.) মাজার শরিফ সংলগ্ন মাঠে মাজারবাড়ি এলাকাবাসীর উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

মিলাদ মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মাওলানা মঈনুদ্দীন খান মামুন আল–কাদেরী (মা.জি.আ.)।

এ ছাড়া বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা ইমরান হোসাইন আল–কাদেরী (মা.জি.আ.), মাওলানা মুহাম্মদ নুর হোসাইন আল–কাদেরী (মা.জি.আ.) এবং হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক আল–কাদেরী (মা.জি.আ.)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড আব্দুল নবী।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য বদিউল আলম, বিএনপি নেতা মিজানুর রহমান মিন্টু, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সম্রাট, লোকমান হাকিম ও মোহাম্মদ ফারুক প্রমুখ।

মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

মানহানির অভিযোগে কালের কণ্ঠ ও যুগান্তরের সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কর্নেল অলির মামলারাজধানীর মুখ্য মহানগর হাকিম...
23/10/2025

মানহানির অভিযোগে কালের কণ্ঠ ও যুগান্তরের সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কর্নেল অলির মামলা

রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির অভিযোগে কালের কণ্ঠ ও যুগান্তরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) ৩২ নং আদালতে মামলাটি দায়ের করলে আদালত পিবিআই’কে তদন্ত করার আদেশ দেন।

মামলাটি দায়ের করেন তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও এলডিপির সাংগঠনিক সম্পাদক এইচ এম নুরে আলম। মামলায় আসামি করা হয়েছে কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রকাশক সালমা ইসলাম এবং চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকিরকে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করে বাদীর সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ‘কালের কণ্ঠ’ ও ‘যুগান্তর’ অনলাইন সংবাদ প্রকাশ করে।

ওই সংবাদের শিরোনাম ছিল—“জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: কর্নেল অলি।”

কিন্তু কর্নেল অলি দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। বরং তাঁর বক্তব্যের বিকৃতি ঘটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, সংবাদটি প্রকাশের পর তিনি সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে মিথ্যা প্রতিবেদন প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তা প্রত্যাহার না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদী অভিযোগ করেছেন, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর ও দলের নেতাকর্মীদের সামাজিক, মানসিক ও রাজনৈতিক ক্ষতি হয়েছে, যা অর্থমূল্যে নির্ধারণ করা সম্ভব নয়।

মামলাটি দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা হয়েছে, যা মানহানি সম্পর্কিত ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আদালত বিষয়টি আমলে নিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

চন্দনাইশের ডিজিএম কে লোহাগড়ায় বদলী
23/10/2025

চন্দনাইশের ডিজিএম কে লোহাগড়ায় বদলী

23/10/2025

চন্দনাইশে ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় চন্দনাইশ থানা বাজার সদরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Address

Chandanaish
Chittagong
4380

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ অফ চন্দনাইশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category