Grambarta । গ্রামবার্তা

Grambarta । গ্রামবার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grambarta । গ্রামবার্তা, Media/News Company, sadaha, satkania, Chittagong.

ছদাহার জনপ্রিয় পল্লী চিকিৎসক ডা. দিদারুল আলম ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যবসায়ীদের...
22/09/2024

ছদাহার জনপ্রিয় পল্লী চিকিৎসক ডা. দিদারুল আলম ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যবসায়ীদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগেও তিনি বাজার কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আগের কাজের মধ্যে উল্লেখযোগ্য পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। নবনির্বাচিত সভাপতি ডা. দিদার ছদাহার সর্বজন শ্রদ্ধেয় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত শিক্ষক মরহুম ডা. ওসমান গণির সুযোগ্য সন্তান।

শোক সংবাদ --------------------ছদাহা'র সাবেক জনন্দিত চেয়ারম্যান মরহুম এস এম নুরুন্নবী সাহেবের ছোট ভাই এসএম নুরুল আলম ইন্ত...
18/09/2024

শোক সংবাদ
--------------------
ছদাহা'র সাবেক জনন্দিত চেয়ারম্যান মরহুম এস এম নুরুন্নবী সাহেবের ছোট ভাই এসএম নুরুল আলম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহহি...)

আল্লাহ তার সকল নেক আমল কবুল করুন, আর ভূল ত্রুটি মাফ করে জান্নাত বাসি করুন, আমীন।

জানাজার নামাজ
-----------
আজ বাদে আসর ছদাহা মুহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

29/06/2024

পূর্ব কাজির পাড়া জামে মসজিদে দীর্ঘ ৩৪ বছর ধরে খেদমত করে যাচ্ছেন ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু মুছা সিদ্দীকী। অত্র এলাকার যুব সমাজ হাদিয়া হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে একটি মোটর সাইকেল উপহার দিলেন। যাতে করে হুজুর আরও নির্বিঘ্নেই তাঁদের ও দ্বীনের সেবা করে যেতে পারেন। এই মহতী কাজের উদ্যোক্তা গোলাম রসুল মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজের অহংকার তৌহিদ হাসান।

আমেরিকায় ডাক্তার হলেন ছদাহার সাবেক চেয়ারম্যান কেফায়েত উল্লাহ চেয়ারম্যানের মেয়ে ডা. তানজিলা আফরোজ। অদম্য এই মেধাবী ডাক্ত...
04/06/2024

আমেরিকায় ডাক্তার হলেন ছদাহার সাবেক চেয়ারম্যান কেফায়েত উল্লাহ চেয়ারম্যানের মেয়ে ডা. তানজিলা আফরোজ। অদম্য এই মেধাবী ডাক্তারী পাস করার আগে ব্যাচেলর অব সায়েন্স আর ফরেনসিক কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

অভিনন্দন, বর্ষণ
14/05/2024

অভিনন্দন, বর্ষণ

অভিনন্দন, তাসরিপা
13/05/2024

অভিনন্দন, তাসরিপা

অভিনন্দন
12/05/2024

অভিনন্দন

অভিনন্দন, সারফি
12/05/2024

অভিনন্দন, সারফি

উষ্ণ অভিনন্দন, হুরায়রা
12/05/2024

উষ্ণ অভিনন্দন, হুরায়রা

সাতকানিয়ার ছদাহায় চালু হচ্ছে মাসিক ফ্রাইডে ক্লিনিক। গ্রামের সুবিধাবঞ্চিত ও গরিব রোগীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে...
08/05/2024

সাতকানিয়ার ছদাহায় চালু হচ্ছে মাসিক ফ্রাইডে ক্লিনিক। গ্রামের সুবিধাবঞ্চিত ও গরিব রোগীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে নামেমাত্র ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন রোগীরা।

ছদাহায় গুণীজন সংবর্ধনা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কম্পিউটা...
08/03/2024

ছদাহায় গুণীজন সংবর্ধনা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. শাহাদাত হোসেন।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত হওয়ায় ছদাহাবাসীর ...
02/03/2024

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত হওয়ায় ছদাহাবাসীর উদ্যোগে এক বিশাল গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের আলোয় আলোকিত হয়ে হাজার হাজার শিক্ষার্থী আজ দেশের নানা প্রান্তে ও প্রবাসে কর্মে ও গুণে দ্যুতি ছড়াচ্ছেন। তাঁদের অংশগ্রহণে সেই সকল কৃতীমুখের মিলনমেলা বসবে উক্ত আয়োজনে। এছাড়া বরেণ্য ব্যক্তিবর্গ গুণিজনদের সংবর্ধনায় অংশগ্রহণ করবেন।

Address

Sadaha, Satkania
Chittagong
4397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grambarta । গ্রামবার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grambarta । গ্রামবার্তা:

Share