
22/09/2024
ছদাহার জনপ্রিয় পল্লী চিকিৎসক ডা. দিদারুল আলম ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যবসায়ীদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগেও তিনি বাজার কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আগের কাজের মধ্যে উল্লেখযোগ্য পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। নবনির্বাচিত সভাপতি ডা. দিদার ছদাহার সর্বজন শ্রদ্ধেয় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত শিক্ষক মরহুম ডা. ওসমান গণির সুযোগ্য সন্তান।