TareQ Bin Hossain

TareQ Bin Hossain - নিজের মতো থাকুন, নিজের মতো চলুন।🙂

- দিনশেষে ভালো থাকবেন!🥀🖤

Permanently closed.
11/06/2025

আপাতত ভালো আছি, আর একটু গরম পড়লে "খুব ভালো মানুষ ছিলো" হয়ে যাবো!

24/09/2024
18/09/2024

পোষ্টটা সামনে পড়লে একটা রিয়েক্ট দিয়ে আপনার নাম টা লিখে যাবেন, পরের বছর পোষ্টটা সামনে আসলে দেখবো কে কে থাকে, স্মৃতিচারন হয়ে যাক! 🖤

14/09/2024

Railway Hospital Colony City Corporation High School (Students Group) এর সম্মানিত শিক্ষিকা আমাদের প্রাণপ্রিয় Rahela Begum ম্যামকে পদত্যাগ করানোর জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ওনি কিরকম একজন শিক্ষিকা সেটা ওনার ছাত্র নাহলে বুঝা যাবে না। ওনি আমাদেরকে বাবা ছাড়া কথাই বলতেন না। কাজেই যারা এই ঘৃণিত কাজের সাথে জড়িত তাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা ভুলে যাইয়েন না, আমরা অত্র স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা থাকতে এই কাজ আপনারা করতে পারবেন।

বিস্তারিত কমেন্টে...

এসএসসি ব্যাচ ২০২২

একটা স্পষ্ট কথা বলি, চব্বিশে আমরা যারা যুদ্ধে করেছি স্বৈরাচারের বিরুদ্ধে তাদের মধ্যে ৮০% [হয়তো বেশী হবে] মানুষ কোনো রাজন...
13/09/2024

একটা স্পষ্ট কথা বলি, চব্বিশে আমরা যারা যুদ্ধে করেছি স্বৈরাচারের বিরুদ্ধে তাদের মধ্যে ৮০% [হয়তো বেশী হবে] মানুষ কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিল না, আমরা নিরপক্ষ, আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই।

আমরা দেশটিতে বাকস্বাধীনতা, শান্তি, আইনের শাসন, সাধারণ মানুষের উন্নতি ফিরিয়ে আনার জন্যই যুদ্ধ করেছি, স্বৈরাচার মুক্ত দেশ করেছি। আমাদের আর কোন লক্ষ ও উদ্দেশ্য নেই।
আমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র আমাদের কোনো পদ পদবি, ক্ষমতা, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা চাই আমাদের পড়াশোনার পরিবেশটা সুন্দর থাকুক।

যারা ভাবেন, একজন মানুষ কোন দলের বিপক্ষে লিখলেই হয়তো সে অন্য দল করে, সেটি সম্পুর্ণ ভুল ধারণা। আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করি, এবং করবো ইনশাআল্লাহ্।
আমাদের কোনো দল নেই, আমরা দেশের আমরা দশের।🇧🇩❤️

13/09/2024

আপা দেশে ঢুকার চার দিন আগে জানাইয়েন প্লিজ,পোস্ট ডিলেট করতে কমপক্ষে চার দিন লাগবে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when TareQ Bin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TareQ Bin Hossain:

Share