26/02/2025
কম বাজেটের ফটোগ্রাফার খুজবেন.. এমনই অবস্থা হবে😊
এটা একটা ক্লায়েন্টের আওয়াজ #কালেকশন
❌❌❌ সবাই আমার কাছে বিয়ের দিনের ছবি চাচ্ছেন। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে।খুলনার খুব বাজে একটা ফটোগ্রাফি পেইজ বুক করেছিলাম।আমার পুরো বিয়ের দিনটা একদম মাটি হয়ে গেছে।এত দামের ড্রেস-জুয়েলারি-সাজ- টাকা সব বৃথা গেছে।সব কথা হওয়া সত্ত্বেও তারা বিয়েরদিন ইন্সট্যান্ট ভাড়া করা ফ্রিল্যান্সার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার পাঠিয়েছে ,সেই ফটোগ্রাফার আদৌ কাজ পারে কি পারে না সেটা না জেনেই। ইনফ্যাক্ট এখনও ছবি ভিডিও নিয়ে ঘুরাচ্ছে আজকে প্রোগ্রাম এর ১০ দিন হয়ে যাওয়া সত্ত্বেও। অথচ বুকিং এর সময় সব ধরনের কথা হয়েছে তারা কথা দিয়েছে বেস্ট টা দিবে তাদের, এরকম ভুলিয়ে ভালিয়ে পট্টি পড়িয়ে আমাকে কনভেন্স করেছে। এই দিনটা আমার জীবনে আর ২য় বার ফেরত আসবে না। খোজ খবর না নিয়ে আনএথিক্যাল- আনপ্রোফেশনাল ফটোগ্রাফার বুক করলে আপনার ও প্রিয় দিনটা মাটি হয়ে যাবে আমার মত।
টানা দুইমাসের প্রিপারেশন একদিনে শেষ।❌❌❌