Bookian

Bookian Get Books with Bookian

পানির দামে থ্রিলার... নাহ কিনলে পরে আপসোস করবেন 🥱অর্ডার কনফার্ম করতে দ্রুত ইনবক্স🎉 💜
11/08/2025

পানির দামে থ্রিলার...
নাহ কিনলে পরে আপসোস করবেন 🥱
অর্ডার কনফার্ম করতে দ্রুত ইনবক্স🎉

💜

ক্যাপশন নাই 🙄
11/08/2025

ক্যাপশন নাই 🙄

'অপেক্ষা' উপন্যাসের বই থেকে হুমায়ূন আহমেদ স্যার এর কিছু অসাধারণ উক্তি -১. মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপার...
08/07/2025

'অপেক্ষা' উপন্যাসের বই থেকে হুমায়ূন আহমেদ স্যার এর কিছু অসাধারণ উক্তি -

১. মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!

২. হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তারচেয়ে দশগুণ বেশি সুন্দর লাগে!

৩. ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ংকর!

৪. মানুষ অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন!

৫. মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!

৬. বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত!

৭. বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না!

৮. কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা!

৯. জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা!

১০. এ শহরে আছে বিচিত্র ধরনের মানুষ। আর আছে তাদের বিচিত্র ধরনের অপেক্ষা!

১১. জগতের কোন দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান!

১২. প্রতিটা মানুষ কোন না কোন অপেক্ষায় থাকে। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়!!❤️‍🔥

বই টি অর্ডার করতে ইনবক্স করুন🍉

১."মেঘ বলেছে যাব যাব,দিন শেষে রোদ্দুরের সাথে আমার নেই কোনো শত্রুতা।"২."ভালোবাসা বোঝাতে শব্দের দরকার হয় না,একটা চুপচাপ চো...
01/07/2025

১.
"মেঘ বলেছে যাব যাব,
দিন শেষে রোদ্দুরের সাথে আমার নেই কোনো শত্রুতা।"

২.
"ভালোবাসা বোঝাতে শব্দের দরকার হয় না,
একটা চুপচাপ চোখের দৃষ্টিও যথেষ্ট।"

৩.
"যারা নিঃশব্দে কাঁদে, তারা সত্যিকারের ভালোবাসে।"

৪.
"সময় সব ভুলিয়ে দেয়—এই কথা যারা বলে তারা কখনো সত্যিকারে ভালোবাসেনি।"

৫.
"কিছু সম্পর্ক বুঝে উঠার আগেই হারিয়ে যায়,
আর কিছু মানুষ চলে যায় ঠিক তখনই, যখন তাদের সবচেয়ে বেশি দরকার।"

বই: মেঘ বলেছে যাব যাব
স্পেশাল ছাড়ে অর্ডার করুন ইনবক্সে 🥀

কাঠ গোলাপ আমার প্রেমিকা ✅Available at Bookian 💜
01/07/2025

কাঠ গোলাপ আমার প্রেমিকা ✅

Available at Bookian 💜

অনেকদিন প্রিন্ট আউট থাকার পর অ্যাভেইলেবল হয়েছে থ্রি এম সিরিজের সর্বশেষ প্রকাশিত বই "থ্রি ফিফটি থ্রি" তাই, স্টক আউট হওয়ার...
27/05/2025

অনেকদিন প্রিন্ট আউট থাকার পর অ্যাভেইলেবল হয়েছে থ্রি এম সিরিজের সর্বশেষ প্রকাশিত বই "থ্রি ফিফটি থ্রি"

তাই, স্টক আউট হওয়ার আগেই সংগ্রহ করে ফেলুন আপনার কপিটি।🌸🌸

💜

Haunting Adeline ☠️Premium hard cover ✅Available at Bookian 💜
25/05/2025

Haunting Adeline ☠️

Premium hard cover ✅

Available at Bookian 💜

চিত্ত চিরে চৈত্রমাস - মম সাহা ✅Available at Bookian 💜
24/05/2025

চিত্ত চিরে চৈত্রমাস - মম সাহা ✅

Available at Bookian 💜

- সানজিদা বিনতে সফি এর    ইটপাটকেল ✅    ইটপাটকেল ২✅   Available at Bookian 💜
24/05/2025

- সানজিদা বিনতে সফি এর
ইটপাটকেল ✅
ইটপাটকেল ২✅

Available at Bookian 💜

পারসোনাল ফিন্যান্স বিষয় লেখক ও লেকচারার রবার্ট টি কিয়োসাকি দুটো ভিন্ন ধরনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পেয়েছেন দুজন ভিন্ন ব্য...
09/05/2025

পারসোনাল ফিন্যান্স বিষয় লেখক ও লেকচারার রবার্ট টি কিয়োসাকি দুটো ভিন্ন ধরনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পেয়েছেন দুজন ভিন্ন ব্যক্তির কাছে। তার দুজন বাবা। একজন বাবা (রবার্টের আসল বাবা) ছিলেন উচ্চ শিক্ষিত কিন্তু দরিদ্র। অন্যজন রবার্টের বেস্টফ্রেন্ডের বাবা। তিনি ছিলেন কলেজ ড্রপ-আউট; সম্পূর্ণ নিজের চেষ্টায় মিলিয়নেয়ার হয়েছেন।

বেস্টসেলার বই 'রিচ ড্যাড পুওর ড্যাড'-এর ধারাবাহিকতায় এই বইয়ে তিনি দেখিয়েছেন বিনিয়োগের কিছু সহজ রহস্যের মাধ্যমে কীভাবে ধনীরা আরও ধনী হতে পারে। ব্যাখ্যা করেছেন কোথায় কীভাবে বিনিয়োগ করলে অতিরিক্ত নগদ টাকা থাকার সুবিধা ভোগ করা যায়

Available at Bookian 💜

Available at Bookian. Order now✔️
06/05/2025

Available at Bookian. Order now✔️

Address


Telephone

+8801818006497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share