Bookian

Bookian Get Books with Bookian

কামোগাওয়া ফুড ডিটেকটিভ সিরিজ,কেন আমাদের পড়া উচিত?আমরা একদম প্রাকটিক্যাল চিন্তা করি। ধরুণ, সূদুর জাপানে গিয়ে আপনি আপনার, ...
04/11/2025

কামোগাওয়া ফুড ডিটেকটিভ সিরিজ,কেন আমাদের পড়া উচিত?

আমরা একদম প্রাকটিক্যাল চিন্তা করি। ধরুণ, সূদুর জাপানে গিয়ে আপনি আপনার, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চন্দ্রপুলি কিংবা নকশি পিঠার স্বাদ নিতে চাচ্ছেন। কিংবা আপনার নানুর হাতের সর্ষে ইলিশ খেতে চাচ্ছেন। কিন্তু নানু পরলোকগমন করেছেন,বহু আগেই।

অথবা প্রবাসে আপনি মিস করছেন, আপনার মায়ের হাতের মাগুর মাছের ঝোল আর পাট শাকের তরকারি। চিংড়ি মাছের মালাইকারি কিংবা শুঁটকি ভর্তা।

সেই খাবারগুলোই, আপনাকে হুবহু একই স্বাদের বানিয়ে দেবেন, আমাদের কোয়িশি কামোগাওয়া এবং নাগারে কামোগাওয়া।

তাঁরা শুধু আপনাকে খাবার বানিয়ে খাওয়াবেন না। আপনাকে সেই স্বাদ,গন্ধ,সেই স্মৃতি রোমন্থন করাবে। আপনি সুদূর জাপানের কামোগাওয়া রেস্তোরাঁয় বসে, স্বাদ নিচ্ছেন পদ্মার ইলিশের কিংবা রুইমাছের মুড়িঘণ্টের।

নাগারে কামোগাওয়া আপনার কাছে জানতে চাইবে, সেই খাবারের স্বাদ কেমন ছিলো। কোন নদীর মাছ ছিলো? কোন তেলে ভাজা হতো? আপনার দেশের আবহাওয়া কেমন ছিলো?

এখানে ভিক্টিম আপনি নিজে। আপনার কেস হচ্ছে, হারানো খাবার। আপনার দেওয়া তথ্য অনুযায়ী সমাধান করবেন,প্রাক্তন রিটায়ার্ড গোয়েন্দা নাগারে কামোগাওয়া। তারপরই,শুরু হবে আপনার হারানো খাবার খুঁজে বের করার অনুসন্ধান।

রান্না ঘরটাই যেনো একটা ল্যাবরেটরি।যাঁর সমাধান আসে, আপনার খাবারের স্বাদ ফিরিয়ে আনার মাধ্যমেই।

এতো চমৎকার, ইউনিক গল্পের বই দুটো আপনার সংগ্রহ আছে কী?

আজ প্রকাশিত হলো লাল মিয়া ফকির সিরিজের ৩য় বই সিয়াহ্। সিয়াহ্ অর্থ অন্ধকার। লেখকের বইটি অটোগ্রাফ করার সময় আক্ষরিকভাবেই বাংল...
19/10/2025

আজ প্রকাশিত হলো লাল মিয়া ফকির সিরিজের ৩য় বই সিয়াহ্। সিয়াহ্ অর্থ অন্ধকার। লেখকের বইটি অটোগ্রাফ করার সময় আক্ষরিকভাবেই বাংলাবাজার অন্ধকার হয়ে গেলো৷ দীর্ঘ সময় লোডশেডিং চললো যা গত একবছরে দেখিনি। আরো অনেক কিছু ঘটলো যা আনপ্রেসিডেন্টেড, এমন কখনো হয়নি৷ এ নিয়ে বিস্তারিত বলব পরবর্তীতে।

পাবলিসিটির জন্য এমন কিছু বলছিনা। লেখার গুণেই লাল মিয়া ফকির সিরিজ জনপ্রিয়তার শীর্ষে যাবে সেই আশা রাখি।

লাল মিয়া ফকির সিরিজের ৩টি বই পাবেন বিশেষ ছাড়ে।

R.I.P 😔
15/10/2025

R.I.P 😔

Address

Road No/17, Opposite Of Agrabad Balika Bidyalay, CDA Residential Area, Agrabad, Bandar
Chittagong
4100

Telephone

+8801818006497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share