Voice of Yesrib

Voice of Yesrib A Storyteller

05/08/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🤍

নাজমুল হোসেন শান্ত, নিন্দুকদের দেওয়া নাম লর্ড শান্ত। আজ গলে দ্বিতীয় ইনিংসে করা সেঞ্চুরিতে ভাগ বসিয়েছেন অনেকগুলো রেকর্ডে।...
21/06/2025

নাজমুল হোসেন শান্ত, নিন্দুকদের দেওয়া নাম লর্ড শান্ত। আজ গলে দ্বিতীয় ইনিংসে করা সেঞ্চুরিতে ভাগ বসিয়েছেন অনেকগুলো রেকর্ডে। প্রথম ইনিংসেও শতক হাঁকান বাংলাদেশ কাপ্তান। বাংলাদেশীদের মধ্যে উভয় ইনিংসে সর্বোচ্চ ২ বার সেঞ্চুরি করা ক্রিকেটার শান্ত। অধিনায়ক হিসেবেও একমাত্র। আর গোটা বিশ্বে এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে উভয় ইনিংসে ২বার সেঞ্চুরি করা ক্রিকেটারের নামও শান্ত। সর্বোচ্চ ৩ টি করে সেঞ্চুরি আছে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওর্য়ানারের। অর্থাৎ আর একটি টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করতে পারলে শান্ত পৌঁছে যাবেন তাদের কাতারে।

'লঙ্কা' মুশফিকের প্রিয় খাদ্য!ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি, সর্বোচ্চ ৪ টি শ্রীলঙ্কার বিপক্ষে। নিজের প্রথম ডাবল সেঞ্চুর...
17/06/2025

'লঙ্কা' মুশফিকের প্রিয় খাদ্য!

ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি, সর্বোচ্চ ৪ টি শ্রীলঙ্কার বিপক্ষে। নিজের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেনও লঙ্কানদের বিপক্ষে। মুশফিকুর রহিমের প্রিয় খাবার লঙ্কা বলার জন্য এতটুকু যথেষ্ট নয় কি?

সমালোচনার জবাবে আরও একবার শান্তর ব্যাটে সেঞ্চুরি।
17/06/2025

সমালোচনার জবাবে আরও একবার শান্তর ব্যাটে সেঞ্চুরি।

ঠান্ডা মাথা, দৃঢ় কৌশল ও যাদুকরী কোচিংয়ে ইউরোপের শ্রেষ্ঠ সব ক্লাবের ট্রফিকে বানিয়েছেন নিজের ছাঁয়া। এবার সেই অভিজ্ঞতা, সেই...
12/05/2025

ঠান্ডা মাথা, দৃঢ় কৌশল ও যাদুকরী কোচিংয়ে ইউরোপের শ্রেষ্ঠ সব ক্লাবের ট্রফিকে বানিয়েছেন নিজের ছাঁয়া। এবার সেই অভিজ্ঞতা, সেই যাদু ছুঁয়ে যাবে সেলেসাওয়ের সবুজ-হলুদ হৃদয়ে। ব্রাজিল—যেখানে ফুটবল কেবল খেলা নয়, আত্মার ধর্ম। সেই ধর্মের প্রধান পুরোহিত হতে আসছেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আরও এক কিংবদন্তির স্পর্শে এগিয়ে যাবে স্বপ্নের দিকে। ডন কার্লো আপনাকে স্বাগতম।

“Remontada তো হলো, কিন্তু Wrong Direction এ!”বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে ফিরে যেন আগুন হয়ে ওঠে বা...
06/05/2025

“Remontada তো হলো, কিন্তু Wrong Direction এ!”
বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে ফিরে যেন আগুন হয়ে ওঠে বার্সেলোনা। পরপর তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় কাতালানরা, ৩-২! বার্সা ফ্যানরা ভেবে নিয়েছিল ফাইনালের টিকিট বুঝি তাদের হাতেই।কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজা পর্যন্তই অনিশ্চিত! যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরে ইন্টার মিলান স্কোরলাইন ৩-৩! অতিরিক্ত ৩০ মিনিটের উত্তেজনায় ঠিক তখনই আবার এগিয়ে যায় ইন্টার, ৪-৩! শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইন্টার মিলান।এক কথায় ফুটবল মানেই অনিশ্চয়তা, আর আজকের রাত তার জীবন্ত প্রমাণ।

সিলেটের চা বাগানে, চা শ্রমিকদের পোষাকে বাংলাদেশ ও আয়ারল্যান্ড কাপ্তানের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।
04/12/2024

সিলেটের চা বাগানে, চা শ্রমিকদের পোষাকে বাংলাদেশ ও আয়ারল্যান্ড কাপ্তানের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

২০০৬ সালে ক্যারিয়ারের প্রথম রঞ্জি খেলছিলেন বিরাট কোহলি। কর্নাটকের বিরুদ্ধে সেই ম্যাচের প্রথম দিনে ৪০ রান নিয়ে অপরাজিত ছি...
04/11/2024

২০০৬ সালে ক্যারিয়ারের প্রথম রঞ্জি খেলছিলেন বিরাট কোহলি। কর্নাটকের বিরুদ্ধে সেই ম্যাচের প্রথম দিনে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন। প্রথম দিন খেলা শেষে কোহলি বাড়ি ফেরার পর ভোর রাতে মারা যান তাঁর বাবা প্রেম কোহলি। বাবাকে হারানো কোহলি শোকের মধ্যেই পরের দিন সকালে ফের ব্যাট হাতে নামেন বাইশ গজে। চাপে থাকা দলকে ৯০ রানের ইনিংস খেলে উদ্ধারও করেন। বাবা প্রেম কোহলি নিজে ক্রিকেটার হতে না পারলেও ছেলে বিরাট কোহলি হয়েছেন দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজন। তিন ফরমেটে চতুর্থ সর্বোচ্চ ২৭,১৩৪ রান ও দ্বিতীয় সর্বোচ্চ ৮০টি সেঞ্চুরি, এবং ১৪১ টি হাফ সেঞ্চুরি আছে বিরাট কোহলির নামের পাশে। ছিলেন ভারতের যুব বিশ্বকাপ দলের অধিনায়ক, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন একবার করে, ভারতের জার্সি গায়ে এশিয়া কাপ জিতেছেন তিন বার। কখনও আইপিএল জিততে না পারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং সেঞ্চুরির রেকর্ড ঠিকই রেখেছেন নিজের দখলে।

শুভ জন্মদিন চিকু, ভারতের তিন ফরম্যাটের সাবেক কাপ্তান কিং কোহলি। যাকে অপছন্দ করা যায়, চাইলে ঘৃণাও করা যায় তবে অস্বীকার করা যায় না।

আরও একবার কি সাফের শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে সাবিনা-সানজিদা-রিতুপর্ণাদের মাথায়? নাকি হিমালয়ের দেশ নেপাল, বাঘিনীদের হতাশ কর...
30/10/2024

আরও একবার কি সাফের শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে সাবিনা-সানজিদা-রিতুপর্ণাদের মাথায়? নাকি হিমালয়ের দেশ নেপাল, বাঘিনীদের হতাশ করে নিবে এত আসরের প্রতিশোধ? শেষ হাসি হাসবে কারা? বাংলাদেশ নাকি নেপালের মেয়েরা?
সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখতে হবে টি-স্পোর্টসে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে।

চলো বাংলাদেশ, জানি পারবে তুমিও।🇧🇩❤️

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।
23/10/2024

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

বিপিএলে সুপারস্টার শাকিব খানের নতুন দল ঢাকা ক্যাপিটাল।
02/10/2024

বিপিএলে সুপারস্টার শাকিব খানের নতুন দল ঢাকা ক্যাপিটাল।

Address

Chittagong

Telephone

+8801301046551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Yesrib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share