Ghorar Dim

Ghorar Dim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghorar Dim, Digital creator, Chittagong.

29/07/2023

........ কিগো চিনছো আমারে.....?!🙄
😊

/ /
খারাও আমি পরিচয় দিতাছি🙁

আমি তোমার পাশের বাড়ির🤔
ছোট চাচির বড় ভাবির ননদের ভাসুরের মেঝো😒
চাচাতো ভাইয়ের ক্লাসমেন্টের মামাতো বোনের
দুঃসসম্পর্কের🥴 ফুফাতো ভাইয়ের ভাবির
ছোট বোনের মিউচুয়াল ফ্রেন্ড😇🤣

.....এবার চিনছো আমারে....🤠😎

29/07/2023

কাল রাতে বই নিয়ে পড়ার
জন্য যাই
🫳📙বইয়ের উপর হাত দিলাম..

বই 📚চিৎকার করে উঠে
বললোঃ- 😳
😤ছিঃ ছিঃ অপরিচিত কারো
শরীরে হাত দিতে আপনার লজ্জা
করলো না.??😠
অতপর,,,
🖋️বের করলাম
লেখার জন্য...👀

খাতা📖 চিল্লাই
বললো:-
শয়তান😈👹👺
তুই জোর করে
আমার শরীর পাবি!!😠
কিন্তু ,এ মন
পাবি না॥...😏😡
তারপর হঠাৎ করে
মোবাইলের 📱
দিকে চো👁️👁️ পরলো...

মোবাইল📱আমাকে কষ্ট ভরা
মনে বললো:
জান🥺
তুমি আমাকে
রেখে অন্য কারো সাথে
টাংকি মারছো!!😪😭
.... I'm তো অবাক 😳🙆‍♀️🫡😂😂

29/07/2023

রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবি
দের আড্ডা হচ্ছে,,😬

:
আমি সেখানে সবার জন্য চা বানিয়ে
নিয়ে গেলাম। আমার বানানো চা
খেয়ে,,☕
:
প্রথমে কবিগুরু বললেন.... আমারো
পরাণো যাহা চায় তার কিছু নাই,
কিছুই
নাহি এই চায়ে গো,😅
:

এটা শুনে বিদ্রোহী কবি নজরুল লাফ
দিয়ে উঠে বললেন,,
আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন
হব শান্ত, যদি ভালো করে কেউ চা
বানিয়ে আনতো,,
:

নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ
দাস বললেন,,
আর আসিবনা ফিরে রবি ঠাকুরের নীড়ে,
গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে
পুড়ে,,
:

খানিক পরেই কবি সুকান্ত বললেন,,
কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা
চা না যেনো ঝলসানো ছাই,🥲
:

হেলাল হাফিজ তখন গুমরে বললেন,, নষ্ট
পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা,
কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে
কিতা,,
:

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নরম কন্ঠে
বললেন,,
ভাল আছি, ভাল থেকো,
চায়েতে চিনি বেশি মেখো,,😇
:

তা শুনে কবি নির্মলেন্দু গুন বললেন,,
আমি হয়তো মানুষ না
মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম
না,,😁

পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে
বৃটির পানে তাকিয়ে বললেন,, ওরে ওরে
অধম,
ওরে কাঁচা,
ভালো করে চা বানিয়ে আমাকে তুই
বাঁচা,,।😅🤣

ফলো করে দিন দয়া মায়া করে আল্লাহর ওয়াস্তে। নইলে বিয়া অইবোনা। বিয়া অইলেও বাইচ্চা অইবোনা। বাইচ্চা অইলেও ভালা অইবোনা। 🫣🤣😅😂🤪😜

28/07/2023

বল্টু ও বল্টুর শিক্ষক ঘুরতে গেছে
সাগর পাড়ে ঘুরতে গিয়ে দেখলো একটা সাইনবোর্ডে লেখা আছে,"কেউ পানিতে পড়ে কাউকে উদ্ধার করলে পুরস্কার পাবে ৫০০ টাকা।"
শিক্ষক তখন তার ছাত্র বল্টুকে বললো:

শিক্ষক: শোন, আমি পানিতে ঝাঁপ দিবো,
তুই আমাকে উদ্ধার করবি। টাকা ৮০% আমার আর ২০% তোর।

বল্টু: স্যার টাকা ৫০/৫০ দিতে হবে।

শিক্ষক: না, আমি যেটা বলছি সেটাই।

এই কথা বলে শিক্ষক পানিতে ঝাঁপ দিলেন।

বল্টু চেয়ে চেয়ে দেখছে কিন্তুু উদ্ধার করছে না।

শিক্ষক: আমাকে উদ্ধার কর আমি সাঁতার জানি না।

বল্টু: স্যার, আপনি সাইন বোর্ডের নিচের লেখাটা পড়েন নাই।
ওই খানে লেখা আছে
লা"শ উদ্ধার করলে পুরস্কার ৫ হাজার টাকা।

Ew'r Scientist

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghorar Dim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share