Channel Sampan

Channel Sampan Channel Sampan is an online and social media-based channel. Our purpose is to search for truth and beauty. We want to hear from you and talk to you.
(9)

সোভিয়েত ইউনিয়ন টিকে থাকাকালীন সেখানকার দেশগুলোকে বলা হতো আয়রন কার্টেইন কান্ট্রিজ অর্থাৎ লোহার পর্দা দ্বারা আবৃত। কারণ সে...
07/09/2025

সোভিয়েত ইউনিয়ন টিকে থাকাকালীন সেখানকার দেশগুলোকে বলা হতো আয়রন কার্টেইন কান্ট্রিজ অর্থাৎ লোহার পর্দা দ্বারা আবৃত। কারণ সেখানকার ভেতরের খবর বাইরে পৌঁছতে পারতো না। একেবারে প্রথম দিকে বাইরে লিক হওয়া খবরগুলোর মধ্যে একটি হল এই Kalyazin RT-64 রেডিও টেলিস্কোপের খবর। দেখতে পরিত্যক্ত মনে হলেও এটি একটি সক্রিয় রাশিয়ান অবজারভেটরি অথবা মানমন্দির। এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল এবং ১৯৯২ সাল থেকে এটি চালু রয়েছে। যদিও প্রাথমিকভাবে এর অন্যরকম ব্যবহার ছিল বলে অনেকে মনে করেন।
২০১৬ সালে, এটি ESA, Roscosmos এবং ExoMars-এর সহযোগিতায় অ্যাস্ট্রোবায়োলজি প্রোগ্রামে অংশ নিয়েছিল। ১৭ জন বিজ্ঞানীর একটি দল পালসার, হোয়াইট দোর্ফস এবং দূরবর্তী ছায়াপথ অধ্যয়নের জন্য এটি ব্যবহার করে। এই শক্তিশালী টেলিস্কোপটি ক্ষীণ দর্শন তারা থেকে শুরু করে মহাকাশের নানান বস্তুর মহাজাগতিক রহস্য উন্মোচন করতে সাহায্য করে চলেছে...

©

ছবিতে যে ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখছেন তিনি আমাদের মতই সাধারণ মানুষ কিন্তু আমাদের মত সাধারন মানসিকতার নন- তিনি পটুয...
07/09/2025

ছবিতে যে ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখছেন তিনি আমাদের মতই সাধারণ মানুষ কিন্তু আমাদের মত সাধারন মানসিকতার নন-
তিনি পটুয়াখালীতে সিরাজুল ইসলাম হাওলাদার নামে পরিচিত। তিনি প্রায় ৭০ বছরে ৫০,০০০ এরও বেশি গাছ লাগিয়েছেন।তার লক্ষ্য একটাই - যতদিন বেঁচে থাকবেন, ততদিন গাছ লাগিয়ে যাবেন।

তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব আটখালী গ্রামের ৮২ বছর বয়সী সিরাজুল ইসলাম। তার এই ব্যতিক্রমী চিন্তা ভাবনাময় বৃক্ষরোপণের জন্য সবাই চেনেন।

তিনি ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেছেন এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি তার আগ্রহ ছিল। তিনি বিশ্বাস করেন, গাছ অক্সিজেন, ছায়া এবং ফল দেয়, যা ক্লান্ত পথিককে শান্তি ও বিশ্রাম এনে দেয়।

তিনি আরো বলেন আমরা যদি জানতাম গাছ আমাদের প্রাণিজগতের জন্য কতটা উপকারী তাহলে ভুল করেও কেউ কখনো একটা গাছও কর্তন করতামনা না - আমাদের একটা গাছ কর্তনের বিপরীতে দশটা লাগানো উচিত

তার এ ধারণাই তাকে অসাধারণ মানসিকতার অধিকারী হিসেবে তাকে প্রকৃতির সুপার হিরো বানিয়েছে।

অবশ্যই তার থেকে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত ❤️

সংগ্রহীত

আফ্রিকান হাতিদের ঘ্রাণশক্তি এতটাই উন্নত যে তারা শুধু ঘ্রাণ দিয়ে পানি খুঁজে বের করতে পারে। প্রাণীজগতের মধ্যে হাতিদের ঘ্রা...
07/09/2025

আফ্রিকান হাতিদের ঘ্রাণশক্তি এতটাই উন্নত যে তারা শুধু ঘ্রাণ দিয়ে পানি খুঁজে বের করতে পারে। প্রাণীজগতের মধ্যে হাতিদের ঘ্রাণশক্তি অন্যতম সেরা বলে ধরা হয়।

একটি গবেষণায় দেখা গেছে, হাতিরা প্রাকৃতিক কিংবা কৃত্রিম উৎসের পানি এবং ডিস্টিলড (বিশুদ্ধ) পানির মধ্যে স্পষ্ট পার্থক্য করতে সক্ষম। গবেষণার সময় অর্ধ-পোষ মানা হাতিদের দিয়ে পরীক্ষা চালানো হয়। দেখা যায়, তারা নিয়মিতভাবে প্রাকৃতিক বা কৃত্রিম উৎসের পানি বেছে নেয়, কিন্তু ডিস্টিলড পানি নেয় না। অর্থাৎ, হাতিরা শুধু পানির উপস্থিতিই নয়, পানির ধরণও ঘ্রাণ দিয়ে বুঝতে পারে।
আরও আশ্চর্যের বিষয় হলো, গবেষকরা যখন পানির নমুনায় পরিচিত কয়েকটি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (VOCs)—যেমন জিওসমিন, ২-মিথাইলআইসোবর্নিওল, ও ডাইমিথাইল সালফাইড—যোগ করেননি, তবুও হাতিরা পানি চিনতে পেরেছে। এতে ধারণা করা হচ্ছে, তারা হয়তো আরও জটিল বা পরিচিত VOCs শনাক্ত করতে সক্ষম।

এই ক্ষমতা মূলত একটি বিবর্তনজনিত অভিযোজন, যা হাতিদের মরুভূমি বা শুষ্ক অঞ্চলে লুকানো পানির উৎস খুঁজে বেঁচে থাকতে সাহায্য করে। গবেষকরা মনে করছেন, হাতিদের এই অসাধারণ ঘ্রাণশক্তি নিয়ে আরও গবেষণা করা হলে সংরক্ষণ কার্যক্রম ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় নতুন দিক উন্মোচিত হতে পারে।

collected

ডাচ প্রকৌশলীরা সমুদ্র থেকে প্লাস্টিক তুলতে দ্য ওশান ক্লিনআপ নামে ভাসমান যন্ত্র বানিয়েছেন। এটি ৬০০ মিটার লম্বা এবং U আকৃ...
07/09/2025

ডাচ প্রকৌশলীরা সমুদ্র থেকে প্লাস্টিক তুলতে দ্য ওশান ক্লিনআপ নামে ভাসমান যন্ত্র বানিয়েছেন। এটি ৬০০ মিটার লম্বা এবং U আকৃতির, যেখানে ভেসে থাকা প্লাস্টিক আটকা পড়ে। পরে সেই প্লাস্টিক তীরে এনে রিসাইকেল করা হয়।

এই যন্ত্র ইতিমধ্যেই হাজার হাজার কেজি প্লাস্টিক ও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পরিষ্কার করেছে। এর প্রধান লক্ষ্য হলো বিশাল গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, যা টেক্সাসের দ্বিগুণ বড়।

লক্ষ্য—২০৪০ সালের মধ্যে সমুদ্রের ৯০% প্লাস্টিক দূষণ দূর করা।

👉 কৃতিত্ব মূল উদ্ভাবকদের।

লেখা আব্দুল্লাহ বিন মাহবুব
join Sudhu Biggan Khuji
follow ABM Discovery Creation

একজন বাবা প্রত্যেকটি সন্তানের জন্য বটগাছ তার প্রমাণ এই ছবিটা !!
07/09/2025

একজন বাবা প্রত্যেকটি সন্তানের জন্য বটগাছ তার প্রমাণ এই ছবিটা !!

নান্দু সরকার—বয়স ষাট ছুঁই ছুঁই। মধ্যরাত পেরিয়ে যখন শহর ঘুমিয়ে পড়ে, তখনও তিনি রিকশার প্যাডেলে পা চালিয়ে যান। এক বুক স্বপ্...
07/09/2025

নান্দু সরকার—বয়স ষাট ছুঁই ছুঁই। মধ্যরাত পেরিয়ে যখন শহর ঘুমিয়ে পড়ে, তখনও তিনি রিকশার প্যাডেলে পা চালিয়ে যান। এক বুক স্বপ্ন তাকে জাগিয়ে রাখে, সাহস যোগায়। সেই স্বপ্ন একটাই—ছেলেকে বড় মানুষ করা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামে তার শেকড়। তবে সংসারের তাগিদে শহরে একা থাকেন, মগবাজারের একটি মেসে। প্রতিদিন ভোর থেকে রাত অব্দি রিকশা চালিয়ে যা আয় হয়—সেখান থেকেই চলে ছেলের পড়াশোনার খরচ। রিকশার মালিককে ভাড়া দেওয়া, নিজের খাওয়া-থাকার খরচ বাদ দিয়ে হাতে থাকে তিন থেকে চারশ টাকা। কিন্তু ছেলের পড়াশোনার খরচের জন্য কখনও কার্পণ্য করেননি।

নিজে কখনো স্কুলের গন্ডি পেরোননি। কিন্তু মনে গভীর বিশ্বাস ছিল—যা তিনি পারেননি, ছেলে তা পারবে। এজন্য নিজের সব কষ্ট, অভাব-অনটন ভুলে ছেলের স্বপ্ন পূরণের জন্য লড়ে গেছেন প্রতিদিন।

অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। নান্দু সরকারের ছেলে, মনিরুজ্জামান রাজু, উত্তীর্ণ হয়েছেন ৩৫তম বিসিএসে। বাবার চোখের জলে আজ আনন্দের ঢেউ। রিকশার হ্যান্ডেল ধরা হাত আজও কাঁপে, কিন্তু কষ্ট নয়—সুখের কাঁপন।

রিকশা চালাতে চালাতেই হাসিমুখে তিনি বলেন—
“বাবা, হামারে আর বেশিদিন রিকশা চালাইতে হইবো না। আমার ছেলে তো বিরাট অফিসার হইছে।”

বাবার অমানুষিক পরিশ্রম আর অদম্য স্বপ্নপূরণের এই গল্প আজ সকলের জন্য অনুপ্রেরণা।

ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন দেখা যায় তাকে। এক হাতে রিকশার হ্যান্ডেল আঁকড়ে ধরে এগিয়ে চলেন রুবেল। বয়স তার ৬০, কিন্ত...
07/09/2025

ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন দেখা যায় তাকে। এক হাতে রিকশার হ্যান্ডেল আঁকড়ে ধরে এগিয়ে চলেন রুবেল। বয়স তার ৬০, কিন্তু সংগ্রামের বয়স পেরিয়েছে ৫০ বছর।

অষ্টম শ্রেণির ছাত্র থাকতেই এক দুর্ঘটনায় হারিয়েছিলেন বাঁ হাত। বাবা হারালেন, পরিবার হলো অনাথ। জীবনের সব স্বপ্ন ভেঙে পড়লেও হাল ছাড়েননি তিনি। সেই থেকে ঢাকার রাস্তায় রিকশাই তার জীবন, তার ভরসা।

আজও ভোরে টঙ্গী থেকে দুই ঘণ্টা পথ পেরিয়ে ইস্কাটনে আসেন রুবেল। ঘণ্টার পর ঘণ্টা রিকশা চালিয়ে ঘরে ফেরেন কয়েকশো টাকা হাতে। এই টাকাতেই চলে সংসার, চলে অসুস্থ স্ত্রীর ও ছেলের খরচ।

কখনো দুর্ঘটনা, কখনো ঋণের বোঝা—তবুও মুখে একটাই বিশ্বাস:
“আমার এক হাত নেই, কিন্তু আমার ইচ্ছাশক্তি দু’হাতের চেয়েও বেশি।”

রুবেলের গল্প শুধু একজন মানুষের নয়—এ শহরের হাজারো রিকশাচালকের অদম্য বেঁচে থাকার প্রতিচ্ছবি।

07/09/2025

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো💯

আমরা আক্ষেপ করে সবাই বলি চাকরি ছেড়ে দিবো। কিন্তু বাস্তবে ৫৯ এর আগে কেউ চাকরি ছাড়তে পারেনা। গুটি কয়েক যারা পারে, আমি তাদে...
04/09/2025

আমরা আক্ষেপ করে সবাই বলি চাকরি ছেড়ে দিবো। কিন্তু বাস্তবে ৫৯ এর আগে কেউ চাকরি ছাড়তে পারেনা। গুটি কয়েক যারা পারে, আমি তাদের জাতীয় বীর বলি।
কারণ আমার জীবনের একমাত্র স্বপ্ন চাকরি ছেড়ে দেয়া 🥱

জনাব মুন্সি বেল্লাল, সহকারী আইন কর্মকর্তা (গ্রেড-৯) চাকরির শেষ কর্মদিবস পার করলেন আজ। এর পূর্বে উনি নৌ পরিবহন অধিদপ্তরের প্রসিকিউশন অফিসার (গ্রেড-৯) ছিলেন, কোন জাহাজ দুর্ঘটনা হলেই তার সাক্ষাৎকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক মেধাবী
শিক্ষার্থী আমার প্রিয় অনুজ একজন সাদা মনের মানুষ।

সারাদিন সবার সাথে হাহাহিহি করতেছে, শুক্র-শনি মানেই ট্যুর করছি, বাড়িতে গিয়ে আন্টিকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছে, সহধর্মিণীকে নিয়ে ছুটির দিনে মোটরসাইকেলে স্টারে নাস্তা করতে যাচ্ছে (স্টারে নাস্তা করতে একদিন আমার সাথে দেখা), সন্তানদের সাথে সাথে দুষ্টুমি আর মারামারি করতেছে- পুরাই চিল ম্যান 😎

এতোগুলো কথা লিখলাম সেই তরুণদের জন্য, যারা চাকরি না পেলে হা হুতাশ করেন, রাত ১২ টায় মেসেজ করেন স্যার আ"ত্ম"হ"ত্যা করতে ইচ্ছে করতেছে। গুণ থাকলে আপনি যেটিই করবেন, সেখানেই সোনা ফলবে; আর বেগুন হলে, চাকরিটাও শেষ হবে সহকর্মী আর সেবাগ্রহীতাদের গালি খেয়ে খেয়ে। স্কিল তৈরি করুন, হ্যাপি হতে শিখুন।

ফ্রিল্যান্স কর্মজীবনে স্বাগত চিলম্যান মুন্সি বেল্লাল ব্রো 🎉

© রবিউল আলম লুইপা, একজন চাকর

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তার পাশে বিক্রি হওয়া খাবারে বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও জীবাণু পাওয়া গেছে। পথখাবারগুলো হলো...
03/09/2025

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তার পাশে বিক্রি হওয়া খাবারে বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও জীবাণু পাওয়া গেছে। পথখাবারগুলো হলো: ছোলামুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদ। এই ছয়টি খাবারে মিলেছে ই-কোলাই, ভিবরিও এসপিপি ও সালমেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া। ডায়রিয়া ও বিভিন্ন ধরনের পাকস্থলী-জনিত রোগের জন্য এরা দায়ী।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চালিত 'পথ খাবারে মাইক্রোবিয়াল বিপদ এবং রেস্টুরেন্টে রেডি টু ইট সালাদ আইটেম ও এসবের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ' (Prevalence of microbial hazards in street food and ready-to-eat salad items in restaurant and their probable risk analysis)- শীর্ষক গবেষণায় এ ফলাফল উঠে এসেছে। গবেষণা দলের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড নিউট্রেশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরির প্রধান ড. মো. লতিফুল বারি। গবেষণায় ঢাকার ৩৭টি জোন থেকে এসব পথখাবারের ৪৫০টি নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে গড়ে প্রতি প্লেট চটপটিতে সাত কোটি ২০ লাখ ই-কোলাই, ৭৫০ সালমোনেলা ও ৭৫০ ভিব্রিও ব্যাকটেরিয়া পাওয়া গেছে। চটপটির পর সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া-সংক্রমিত খাবার হলো ছোলা-মুড়ি। এতে ই-কোলাই পাওয়া গেছে সাত লাখ ৪০ হাজার, সালমোনেলা দুই হাজার ও ভিব্রিও ব্যাকটেরিয়া ৩০ লাখ। অন্যান্য খাবারেও কম-বেশি এসব জীবাণুই ছিল। গবেষণায় আরও দেখা গেছে, এসব পথখাবার খেয়ে প্রতি ১০ হাজার মানুষে ই-কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে দুজন, সালমেনোলা ব্যাকটেরিয়ায় চারজন ও ভিব্রিও ব্যাকটেরিয়ায় একজন অসুস্থ হচ্ছেন।

গবেষণাপত্রে জানানো হয়েছে, দূষিত পানি, নোংরা গামছা, অপরিস্কার হাত ও ধুলোর আধিক্যে এসব ব্যাকটেরিয়া খাবারে মিশে যাচ্ছে। বিক্রেতাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্বন্ধে ধারণা কম থাকায় খাবার ও জুসে জীবাণু প্রবেশ করে। এছাড়া স্বাস্থ্যবিধি না মানার কারণে জুসের মগ ও গ্লাস জীবাণুবাহী হয়ে পড়ে। পথখাবার নিরাপদ করতে বিক্রেতাদের প্রশিক্ষণ ও প্রাত্যহিক মনিটরিং করার উপর জোর দেওয়া হয়।

Address

96 Chowdury Plaza (3rd Floor), Opposite Chattogram Shopping Complex, Nasirabad, Chattogram
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Sampan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Sampan:

Share