04/11/2024
আজ আমাদের গিল্ডের জন্য স্পেশাল দিন।🥰🥰🥰
আমাদের AI Qaeda E-sports Free Fire এর প্রথম থেকে আজ পর্যন্ত যার হাত ধরে আজ এই পর্যন্ত আসা !
THE MAIN CREATOR AND THE FOUNDER OF ALQ E-SPORTS COMMUNITY
আমাদের লিডার🥰 A. K. A. Rob Alim ভাইয়ের জন্মদিন 💜
HAPPY BIRTHDAY Rob Alim VAI
MANY MANY HAPPY RETURNS OF THE DAY 💜
ভাই এমন একজন মানুষ উনাকে নিয়ে বলা শুরু করলে শেষ হবে না।
ভাইকে পার্সোনালি যারা চেনে বা যারদের সাথে ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং আছে একমাত্র তারাই জানে ROB ALIM ভাই মানুষটা কেমন 💜 উনি এমন একজন মানুষ যে কিনা কখনো নিজের চিন্তা করেনা। ভাই সব সময় নিজেকে গোপন এবং আড়াল করে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন সবসময় 💜 ১৭ থেকে ১৯ পর্যন্ত ALQ E-SPORTS ভাইয়ের নিজের হাতে তৈরি করা কমিউনিটির SINGAPORE সার্ভারের দেয়া ডেডিকেশন একমাত্র আমাদের কমিউনিটি পরিবারের সদস্যরা জানি 💜 ভাই এমন একজন মানুষ যার মধ্যে আমরা কোনদিন অহংকার বলে যে একটা শব্দ আছে আমরা কোনদিন দেখেছি বা ভাই কারো সাথে অহংকার করেছে এমনটা কে বলতে পারবে না 💜 ভাই খুবই শান্ত প্রকৃতির এবং খুবই ইমোশনাল ও বটে যেটা ভাইয়ের ব্যক্তিগত জীবনে খুবই বরাবরের মতো প্রভাব ফেলে🙂 ভাই সব সময় নিজেকে আড়াল রেখে কমিউনিটির জন্য এবং ই-স্পোর্টস সেক্টরের জন্য যে সকল ডেডিকেশন দিয়েছে তা একমাত্র আমরা ALQ E-SPORTS পরিবার জানি । এতদিন পর আমাদের কমিউনিটির সকল কার্যক্রম বন্ধ থাকার পর ROB ALIM ভাই আবার যাত্রা শুরু করেছে তার জন্য ROB ALIM ভাইকে অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন জানাই আশা করছি বরাবরের মতো ভাইয়ের কাছে আমরা ভালো কিছু উপহার পাবো এবং আমাদের ALQ পরিবারের যাত্রা দীর্ঘ হবে 💜
আপনারা সবাই আমাদের কমিউনিটির ক্রিয়েটর ROB ALIM ভাই এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন হাসিখুশি রাখেন 💜