Marma girl Mithila

  • Home
  • Marma girl Mithila

Marma girl Mithila Hi,this is mithila marma.I'm a vlogger. Making blog videos is basically trying to create natural and traveling videos,please follow my official page.
(32)

ধর্ষণের উপত্যকায় পরিনত আমার পার্বত্য ভূমি,সেকাল একাল পরকাল চলছে বহুকাল !খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির এক আদ...
18/07/2025

ধর্ষণের উপত্যকায় পরিনত আমার পার্বত্য ভূমি,
সেকাল একাল পরকাল চলছে বহুকাল !
খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের একাংশ

১৮ জুলাই ২০২৫
চেরাগী পাহাড়, চট্টগ্রাম।

17/07/2025

সিদ্ধ করে বাঁশ কোড়ল রান্না।🍀🥀💫

ওরা জানে, বাংলাদেশে ধর্ষ*ণ করে গ্রেফতার হলেও মাথা উঁচু করে বাঁচা যায়!কারণ ধর্ষ*ণের দায়ে গ্রেপ্তার হলেও তাদের মুখে এক ফোঁ...
17/07/2025

ওরা জানে, বাংলাদেশে ধর্ষ*ণ করে গ্রেফতার হলেও মাথা উঁচু করে বাঁচা যায়!
কারণ ধর্ষ*ণের দায়ে গ্রেপ্তার হলেও তাদের মুখে এক ফোঁটাও অনুশোচনার ছায়া নেই,অথচ তার পরিচয় ধর্ষক।
বরং তারা খুশি মনে জেলে যাচ্ছে,কারণ তাদের বিকৃত চাহিদা পূরণ হয়েছে, তারা এক নারীর জীবন ধ্বংস করেছে !
এতেই যেন তাদের তৃপ্তি।
তাদের মুখের এক্সপ্রেশন বলে দেয় প্রশাসনের কোনো ভয় নেই তাদের,তারা জানে কেউ তাদের কিছুই করতে পারবে না কিছুদিন পরে ছেড়ে দিবে,এই হলো বাংলাদেশের আইন বিশেষ করে পার্বত্য অঞ্চলে।

16/07/2025

রুই মাছের টক ঝোল,সাথে কাঁঠালের বিচির ভর্তা।🤤🥀☘️ Knowledge Hub

15/07/2025

চাদঁপুর ফ্রেশ তাজা ইলিশ নিয়ে নিয়েছি।🤗🍀💫 ইলশে বাড়ি।

পৃথিবীতে মা হচ্ছে বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন,দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ করে ছোট থেকে বড় করা সে মা।মা' একটি ছোট্ট শব্দ,এ...
13/07/2025

পৃথিবীতে মা হচ্ছে বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন,
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ করে ছোট থেকে বড় করা সে মা।
মা' একটি ছোট্ট শব্দ,
এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা।
সে যার মারি হোক মা তো মা হয়।

বলছিলাম থোয়াইউপ্রু দাদার কথা,বয়স ২৮ কিংবা ২৯ এই বয়সে ভাগ্য পরিহাসের স্ট্রোকের কারণে পরিবারের অভিভাবক বটগাছের নামক বাবাকে হাড়িয়েছে মাত্র ৩ বছর আগে।

শেই শোক কাটিয়ে না উঠতেই মায়ের ফুসফুসে ক্যান্সার !
থোড়াইউ দাদা পারিবারে তিন বোনের মধ্যে একজন মাত্র ভাই অর্থাৎ একমাত্র পুরুষ হওয়ার কারণে পরিবারের সব দ্বায়িত্ব যেন তার ঘারে এসে পরেছে।

নিজের ক্যারিয়ার-চাকরি চিন্তা না করে সবকিছুর বিসর্জন দিয়ে নিজেই দিনরাত লড়ছে জীবনের সঙ্গে, শুধু একজন সন্তানের শেষ দায়িত্বটুকু পালন করতে,যাতে মাকে যদি বাঁচানো যায়।

আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থোয়াইউ দাদাদের মত মানুষের পাশে থেকে তার মায়ের সুচিকিৎসার জন্য
যে,যটতুকু সমর্থন অনুযায়ী সহযোগিতা হাত বাড়িয়ে এক মায়ে জীবন বাঁচানো চেষ্টা করি !

যোগাযোগ
থোয়াইউপ্রু মারমা
01820335612

রোগীর ছেলের (থোয়াইউপ্রু মারমা)
বিকাশ: 01540391302
রকেট: 01820335612
নগদ: 01836181718

12/07/2025

দুপুরে খাবারে থাকছে কাঁকড়া সিদ্ধ,নোনা ইলিশ ডিম রান্না।🫠☘️💫 Crocs from Uunick

সুন্দর বলতে কিছু নেই..!নিজের মন সুন্দর তো দুনিয়া সুন্দর..!!🕊️🌼💫outfit from:-La Elegancia
11/07/2025

সুন্দর বলতে কিছু নেই..!
নিজের মন সুন্দর তো দুনিয়া সুন্দর..!!🕊️🌼💫
outfit from:-La Elegancia

10/07/2025

বাঁশ কোড়ল ভুনা রান্না।🥵💫💦
Colours Shop‼️

09/07/2025

ব্যাগের রাজ্যে চলে আসলাম।😲👜💫Alpona plus bag in bag

ওয়াছোঃ লাব্রে মা আলুংসোগো ক্রোছোবারে 🙏 আষাঢ়ী পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা সবাইকে 🙏"সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু"'জগতে সকল প...
08/07/2025

ওয়াছোঃ লাব্রে মা আলুংসোগো ক্রোছোবারে 🙏

আষাঢ়ী পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা সবাইকে 🙏

"সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু"
'জগতে সকল প্রাণী সুখী হোক' 🌱

08/07/2025

ভাইরাল সিদ্ধ ডিম মাসালা।‼️😁🕊️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Marma girl Mithila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marma girl Mithila:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share