Find Paradise

Find Paradise Islamic Video

নিজের ফিজিক্যাল ফিটনেস দেখাচ্ছেন একজন ইরানী সেনা কর্মকর্তা (১৯৮০-র দশক)। পারস্য সভ্যতার ইতিহাস জানতে দেখুন আমাদের একটি ভ...
11/12/2025

নিজের ফিজিক্যাল ফিটনেস দেখাচ্ছেন একজন ইরানী সেনা কর্মকর্তা (১৯৮০-র দশক)। পারস্য সভ্যতার ইতিহাস জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।

১৯৩৪ সালে তোলা এই অবিশ্বাস্য ছবিতে দেখা যাচ্ছে তিন অ্যাক্রোব্যাটকে- জার্লি স্মিথ, জুয়েল ওয়াডডেক আর জিমি কারিগান। তারা শা...
10/12/2025

১৯৩৪ সালে তোলা এই অবিশ্বাস্য ছবিতে দেখা যাচ্ছে তিন অ্যাক্রোব্যাটকে- জার্লি স্মিথ, জুয়েল ওয়াডডেক আর জিমি কারিগান। তারা শারীরিক কসরৎ দেখাচ্ছেন নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সরু কিনারায়, মাটি থেকে প্রায় ৩৮০ মিটার (প্রায় ১২৪৭ ফুট) ওপরে।

নিচে বহুতল ভবনে ভরা আমেরিকা, আর উপরে কেবল খোলা আকাশ। সেই রুদ্ধশ্বাস মুহূর্তে তারা স্থির রেখেছেন দীর্ঘদিনের চর্চায় আনা ভারসাম্য আর বুকভরা সাহসের ওপর।

মহামন্দার সময় ছিল সেটা। মানুষ তখন জীবিকার খোঁজে নানা অদ্ভুত, বিপজ্জনক পথ বেছে নিয়েছিল। এই তিনজনের জন্য অ্যাক্রোব্যাট কেবল শিল্প ছিল না, ছিল বেঁচে থাকার উপায়ও। আমেরিকা কীভাবে ডলার দিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে সেটা জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।

10/12/2025

কথাগুলো চিন্তার খোরাক যোগায়!

10/12/2025

বেগম রোকেয়ার চিন্তাভাবনা ও রচনার প্রকাশ্য ত্রুটিগুলোর দিকে নজর না রেখে কিছু ভালো কাজের জন্য তাকে অতি মহান মহীয়সী নেককার হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে এই জাতীয় বক্তব্যগুলোর দায় কম না।

The final Ottoman Caliph, Sultan AbdulMejid II (d.1944) is said to have transferred the mantle of the Caliphate to Mir O...
10/12/2025

The final Ottoman Caliph, Sultan AbdulMejid II (d.1944) is said to have transferred the mantle of the Caliphate to Mir Osman Ali Khan (d.1967) the Nizam of Hyderabad Deccan. In the document, AbdulMecid II recalls that the Caliphate had once been entrusted to his ancestor, Sultan Selim I (d.1520), by the Abbasid Caliph Al-Mutawakkil III (d.1521)
— and now, he declares, it is being passed on to the Nizam.

This rare piece of history survives on a small sheet of thick wheat paper, nearly a century old, inscribed in red and black Arabic script. Purportedly bearing the Caliph’s signature, it records the symbolic transfer of the Caliphate to Hyderabad, then ruled by the Nizam—celebrated as the richest man in the world.

10/12/2025

বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং সমাধানের পথ।

বর্তমান মিডিয়া হল শিয়ালের পাল। একজন কি না কি বলল, বাকি সব হুক্কাহুয়া বলে প্রতিধ্বনি করে। প্রচণ্ড ধূর্ত। আর কিছু মুসলমানে...
19/09/2025

বর্তমান মিডিয়া হল শিয়ালের পাল।
একজন কি না কি বলল, বাকি সব হুক্কাহুয়া বলে প্রতিধ্বনি করে। প্রচণ্ড ধূর্ত। আর কিছু মুসলমানের মগজ হল ব্রয়লার মুরগির মতো অথর্ব, স্টুপিড, হাঁদা।

এইসব ইসলামোফোব মিডিয়ায় মিথ্যা পরিবেশনের সাথে যুক্ত সকলের উপর আল্লাহর লানত বর্ষণ হোক। দুনিয়া দোজখ হয়ে যাক এদের।

Royal Clock Tower 🌙
04/04/2025

Royal Clock Tower 🌙

মিশরের ওয়াদি আল হিতান মরুভূমিতে ৩৭ মিলিয়ন বছর পুরোনো একটি তিমির কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। ভ্যালি অব দ্য হোয়েলস নামে পরিচিত ...
30/03/2025

মিশরের ওয়াদি আল হিতান মরুভূমিতে ৩৭ মিলিয়ন বছর পুরোনো একটি তিমির কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। ভ্যালি অব দ্য হোয়েলস নামে পরিচিত এই স্থান ইতোমধ্যে বহু প্রাচীন তিমির জীবাশ্মের সন্ধান দিয়েছে, যা প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণীদের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

এই আবিষ্কারগুলো সংরক্ষণ ও গবেষণার জন্য এখানে একটি বিশেষ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এই জাদুঘর শুধু জীবাশ্ম সংরক্ষণই নয়, বরং তিমির বিবর্তন ও তাদের বসবাস করা প্রাচীন পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়ার কেন্দ্র হিসেবেও কাজ করছে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Find Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category