02/08/2024
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত–সহিংসতায় নিহত শহিদদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তাই আজ শুক্রবার সন্ধ্যায় শহিদদের স্মরনে সি ইউ এফ এল এর বতর্মান ও প্রাক্তন সকল ছাত্র ছাত্রী মিলে গানের ট্রিবিউট ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি এবং এক মিনিট নিরবতা পালন করা হবে। আমরা সকলে চেষ্টা করব একটা করে প্লেকার্ড বানানোর। ''ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'' এই গানটি সকলে একসাথে মিলে পরিবেশন করব। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং সকলে নিজ নিজ দায়িত্বে মোমবাতি নিয়ে শহিদ মিনারে উপস্থিত থাকবেন।
সময় : সন্ধ্যা ৭ টা
স্থান : শহিদ মিনার
আহ্বায়ক কমিটি : ১৯ ও ২০তম ব্যাচ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ