MD Anis khan110

MD Anis khan110 Thank you all for following my page

09/04/2025
জাতিসংঘ মহাসচিব'কে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।
14/03/2025

জাতিসংঘ মহাসচিব'কে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বি...
11/03/2025

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে "জসিমউদদীন মানিক" এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
👉 দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
👉 ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
👉সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
👉 ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
👉 কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
👉 গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
👉 এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
👉 আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।

{ধর্ষনের সাজা}

👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।

👉 বাংলাদেশেও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই
copy post

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।দয়া করে আমার মেয়েটিকে বাচান।ও এখন ও  অনেক ছোট মানুষ। আম...
10/03/2025

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।দয়া করে আমার মেয়েটিকে বাচান।ও এখন ও অনেক ছোট মানুষ।

আমি মোছা:বেদেনা বেগম,আমি পেশায় একজন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা।আমার স্বামী মো:কামাল হোসেন গ্রামের ছোট মুদি দোকানি।আমার মেয়ে মোছা : জান্নাতুন সাফরা,৮ম শ্রেণীর ছাত্রী।চিলমারী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।আজ দুই মাস যাবত আমার মেয়ে ব্লাড ক্যান্সার এর সাথে লড়াই করছে,বর্তমানে রংপুর মেডিকেল এ ক্যান্সার বিভাগে ভর্তি আছে। উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাইয়ে নিতে ডাক্তারগন পরামর্শ দিয়েছেন।অনেক টাকা প্রয়োজন(১০/১১)লক্ষ টাকা দরকার।মা হয়ে মেয়ের জন্য কিছুই করতে পারছি না।আপনারা দয়া করে আমার মেয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করুন।আমার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাচ্ছি দয়া করুন,সবাই আমার পাশে দাড়ান।

আমার মেয়েকে নিজের পরিবারের কেউ মনে করে সাহায্য করবেন ইনশাআল্লাহ।সামথ্য অনুযায়ী ৫০,১০০,৫০০,১০০০যে যা পারবেন তাই দিয়ে হলেও সাহায্য করুন,আমার পাশে দাড়ানোর চেষ্টা করুন।

সাহায্য করতে আমার নাম্বারে যোগাযোগ করুন।(বিকাশ + নগদ)একাউন্ট আমার নামে করা আছে।(মোছা বেদেনা বেগম)
বিকাশ:01796838054(পারসোনাল)
নগদ:01796838054(পারসোনাল)

যোগাযোগের জন্য,নিচের ঠিকানায় আসুন আমাকে সাহায্য করুন। গ্রাম:আনন্দবাজার,উপজেলা:চিলমারী,জেলা:কুড়িগ্রাম
(কপি পোস্ট)

মোজাহের ভাইয়ের পাশে থাকেন
07/03/2025

মোজাহের ভাইয়ের পাশে থাকেন

Address

Teknaf
Chittagong
476

Telephone

+8801812970378

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Anis khan110 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Anis khan110:

Share