D 24 tv

D 24 tv Chittagong, chawk bazar, Wali kha Mosque Circle

বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে নতুন ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে — গোলাম আকবর——————————————বিএনপি চেয়ারপারসন এর উপদ...
20/07/2025

বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে নতুন ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে — গোলাম আকবর
——————————————
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর ঐক্য করে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে স্বৈরাচারের পতনে ঘটিয়েছি। স্বৈরাচারের পতনের পর আজকে বাংলাদেশ সেই বিভিন্ন রাজনৈতিক দল অনৈক্যের ধ্বনি শুনতে পাচ্ছি। বিভিন্ন দল বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং উস্কানিমূলক বক্তব্য রাখছে। এ ধরনের উস্কানি মূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে তারা ষড়যন্ত্রের চেষ্টা করতেছে। আমরা আজকে দেখতে পাই এনসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। গত পরশুদিন কক্সবাজারে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে বিভ্রান্তের ইন্দন সৃষ্টি করা হচ্ছে, আমরা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখতেছি পাচ্ছি। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছেন বলে আমরা মনে করছি। তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বিষাদাগার করা হয়েছে। কোন কারণ নাই, যদি কারণ থাকতো তাহলে সেটা আমরা চিন্তা করতাম। এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিয়ে দেশে নতুন ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে।

তিনি জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির তৃতীয় দিনে আজ ২০ জুলাই রবিবার সকাল ১১ টায় নাসিমন ভবন প্রাঙ্গণে সবুজ পল্লবে স্মৃতি অম্লান বৃক্ষরোপণ কর্মসূচিীর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জনাব গোলাম আকবর খোন্দকার আরো বলেন, আগামী দিনে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যবদ্ধ আছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোন মুহূর্তে রাজপথে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন যেন হয় আমরা শান্তিপূর্ণ ভাবে অপেক্ষা করছি।
সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও "মার্চ" ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও প্রতিহিংসা মূলক বক্তব্য দিয়ে আমাদের ঐক্য বিনষ্ট করছে। ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তবে আমাদেরকে বুঝতে হবে সামনে অনেক ষড়যন্ত্র হবে, সবাই আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন পর্যন্ত সব সহ্য করে আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব সালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায় হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট এম এ তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মোবারক হোসেন কাঞ্চন, জয়নাল আবেদীন দুলাল, ইউসুফ নিজামী, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, সরোয়ার উদ্দিন সেলিম, মোহাম্মদ সিদ্দিক, কবির চেয়ারম্যান, আকবর আলি, সেলিম নুর, নাজিম উদ্দিন শাহিন, আনোয়ার হোসেন উজ্জল, সাজ্জাদ হোসেন নুরুদ্দিন, জাহিদুল আফসার জুয়েল, সরওয়ার হোসেন রুবেল, ফরহাদ হোসেন, ফরিদা আক্তার, মোহাম্মদ আশরাফ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জনাব গোলাম আকবর খোন্দকার জুলাই গণঅদ্ভুত্থানে শহীদদের স্মৃতির স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে শহীদ জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে নিম গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

২০ জুলাই, রবিবার, ২০২৫

Golam Akbar Khondakar

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিজুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি...
20/07/2025

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির তৃতীয় দিনে আজ ২০ জুলাই রবিবার সকাল ১১ টায় নাসিমন ভবন প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করে সবুজ পল্লবে স্মৃতি অম্লান বৃক্ষরোপণ কর্মসূচিীর উদ্বোধন করছেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার।

রবিবার, ২০ জুলাই, ২০২৫

BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Golam Akbar Khondakar
🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয়...
20/07/2025

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির তৃতীয় দিনে আজ ২০ জুলাই রবিবার সকাল ১১ টায় নাসিমন ভবন প্রাঙ্গনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সবুজ পল্লবে স্মৃতি অম্লান বৃক্ষরোপণ কর্মসূচিীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার।।

বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে, নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং...
20/07/2025

বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে, নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই।

-তারেক রহমান
১৯ জুলাই ২০২৫

🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

শুভ সকাল বাংলাদেশ 🇧🇩
19/07/2025

শুভ সকাল বাংলাদেশ 🇧🇩

19/07/2025

এখনই লিখতে হবে ভাবিনি। বিবেকের তাড়নায় লিখতে হচ্ছে। প্রায় ১৮ বছর ‘অন্ধকার যুগ’ অতিক্রমের পর ২০২৪ সালের ছাত্রজনতা....

19/07/2025

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই—
পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ, সাহসী এবং নিরপেক্ষ ভূমিকা রাখুন।
বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে।

-
তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি ।
শনিবার, জুলাই ১৯, ২০২৫।

Tarique Rahman BNP Media Cell
Bangladesh Nationalist Party-BNP
🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

19/07/2025

সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়ে ক্ষেত্রবিশেষে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরি করতে চাইছে কিনা ?
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে জনসাধারণের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায়, এই প্রশ্নটিও মানুষের মনে জিজ্ঞাসা রয়েছে।

-
তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি ।
শনিবার, জুলাই ১৯, ২০২৫।

Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ  জেলা জাসাস  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্...
19/07/2025

চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা জাসাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানজনাব তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার আয়োজনে মানববন্ধন।

BNP Media Cell
🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

19/07/2025

রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে—
রাজনৈতিক লক্ষ্য পূরণের প্রধান মাধ্যম হওয়া উচিত জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস।

-
তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি ।
শনিবার, জুলাই ১৯, ২০২৫।

Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell
🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

19/07/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়। শনিবার, জুলাই ১৯ , ২০২৫ অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

BNP Media Cell
🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

19/07/2025

আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ।
ছাত্র ও তরুণরা অবশ্যই রাজনীতি করবেন এবং রাজনৈতিকভাবে সচেতন থাকবেন।
ছাত্র-তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণঅভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল।


জনাব তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি
শনিবার, জুলাই ১৯, ২০২৫।

Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴

Address

Patenga

Telephone

+8801890482599

Website

Alerts

Be the first to know and let us send you an email when D 24 tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D 24 tv:

Share