10/09/2025
✊ সবার আগে বাংলাদেশ! ✊
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু-২০২৫)। এই নির্বাচন আমাদের সকল শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকার রক্ষার নির্বাচন। সেই অধিকার রক্ষায় আমরা বিন্দুমাত্র আপোষ করব না।
দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের স্লোগান- সবার আগে বাংলাদেশ!
এ স্লোগানের মর্যাদা এবং সর্বোপরি শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাক-স্বাধীনতা, শিক্ষার আলো, ঐক্যের শক্তি আর প্রগতির অঙ্গীকারেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনবো গণতন্ত্রের জয়যাত্রা।
আগামী ১১ই সেপ্টেম্বর, জাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদী–বৈশাখী, ইকরা–সাজ্জাদ পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করুন। আপনার একটি ভোটই প্রতিষ্ঠা করবে জাবি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার।
চলুন, ঐক্যবদ্ধ কণ্ঠে গড়ে তুলি অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী–বান্ধব নেতৃত্ব। ✊
#জাকসু #ছাত্রদল #জাকসু_নির্বাচন #জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়