
20/07/2025
বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে নতুন ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে — গোলাম আকবর
——————————————
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর ঐক্য করে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে স্বৈরাচারের পতনে ঘটিয়েছি। স্বৈরাচারের পতনের পর আজকে বাংলাদেশ সেই বিভিন্ন রাজনৈতিক দল অনৈক্যের ধ্বনি শুনতে পাচ্ছি। বিভিন্ন দল বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং উস্কানিমূলক বক্তব্য রাখছে। এ ধরনের উস্কানি মূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে তারা ষড়যন্ত্রের চেষ্টা করতেছে। আমরা আজকে দেখতে পাই এনসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। গত পরশুদিন কক্সবাজারে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে বিভ্রান্তের ইন্দন সৃষ্টি করা হচ্ছে, আমরা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখতেছি পাচ্ছি। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছেন বলে আমরা মনে করছি। তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বিষাদাগার করা হয়েছে। কোন কারণ নাই, যদি কারণ থাকতো তাহলে সেটা আমরা চিন্তা করতাম। এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিয়ে দেশে নতুন ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির তৃতীয় দিনে আজ ২০ জুলাই রবিবার সকাল ১১ টায় নাসিমন ভবন প্রাঙ্গণে সবুজ পল্লবে স্মৃতি অম্লান বৃক্ষরোপণ কর্মসূচিীর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জনাব গোলাম আকবর খোন্দকার আরো বলেন, আগামী দিনে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যবদ্ধ আছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোন মুহূর্তে রাজপথে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন যেন হয় আমরা শান্তিপূর্ণ ভাবে অপেক্ষা করছি।
সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও "মার্চ" ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও প্রতিহিংসা মূলক বক্তব্য দিয়ে আমাদের ঐক্য বিনষ্ট করছে। ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তবে আমাদেরকে বুঝতে হবে সামনে অনেক ষড়যন্ত্র হবে, সবাই আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন পর্যন্ত সব সহ্য করে আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব সালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায় হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট এম এ তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মোবারক হোসেন কাঞ্চন, জয়নাল আবেদীন দুলাল, ইউসুফ নিজামী, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, সরোয়ার উদ্দিন সেলিম, মোহাম্মদ সিদ্দিক, কবির চেয়ারম্যান, আকবর আলি, সেলিম নুর, নাজিম উদ্দিন শাহিন, আনোয়ার হোসেন উজ্জল, সাজ্জাদ হোসেন নুরুদ্দিন, জাহিদুল আফসার জুয়েল, সরওয়ার হোসেন রুবেল, ফরহাদ হোসেন, ফরিদা আক্তার, মোহাম্মদ আশরাফ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জনাব গোলাম আকবর খোন্দকার জুলাই গণঅদ্ভুত্থানে শহীদদের স্মৃতির স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে শহীদ জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে নিম গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
২০ জুলাই, রবিবার, ২০২৫
Golam Akbar Khondakar