YASIR 81

YASIR 81 Moments of travelling, riding motorbike & exploring new places, is always awesome to me.

17/02/2025



দেশটা মগের মুল্লুক পাইসে, চারদিকে সবার দাবি আর দাবি। দাবি নিয়া রাস্তায় নামলেই বেত দিয়ে বাইরায়া সমান করে দিলে ভালো হয় এখন...
26/08/2024

দেশটা মগের মুল্লুক পাইসে, চারদিকে সবার দাবি আর দাবি।
দাবি নিয়া রাস্তায় নামলেই বেত দিয়ে বাইরায়া সমান করে দিলে ভালো হয় এখন।

রিক্সা ওয়ালা সিএনজি ওয়ালা, টোকাই ফকির মিসকিন, আনসার, গরু ছাগল সব হারামি গুলার এত কিসের দাবি!

অবস্থা এমন যে এখন গলির নেরি কুত্তারাও রাস্তায় নেমে এরিয়া ভাগ করার দাবি জানাচ্ছে এমনটা দেখলেও অস্বাভাবিক মনে হবে না।

যেখানেই এখন কেউ দাবি নিয়া নামবে, সেখানেই বেতের বারি দিয়ে নিতম্বের চামড়া তুলে দিতে হবে হারামজাদা গুলোর।

22/08/2024

মানুষের এই চেষ্টা আর ভালোবাসায় বেচে থাকুক বন্যায় আটকে যাওয়া জীবন গুলো।

চট্টগ্রাম থেকে কয়েকশত ট্রাক আজকে ফেনীর দিকে গেছে। এখনো যাচ্ছে।

আল্লাহ সহায় হোক।

এক সময় অনেক বড় বড় বাইকিং কমিউনিটি ছিলো না,কিন্তু দল বেধে বন্ধুবান্ধব ভাই ব্রাদার নিয়ে ট্যুর করাটা ছিলো আনন্দের।ছোট-বড় ট্...
07/06/2024

এক সময় অনেক বড় বড় বাইকিং কমিউনিটি ছিলো না,
কিন্তু দল বেধে বন্ধুবান্ধব ভাই ব্রাদার নিয়ে ট্যুর করাটা ছিলো আনন্দের।

ছোট-বড় ট্যুর এর জন্য লাগতো না কোনো প্ল্যান, মন চাইলো আর কয়েকজনের সম্মতিতে হয়ে গেলো ছোট বড় অনেক ট্যুর।

সেখানে দরকার হতো না কোনো রাইডিং প্যাটার্ন বা গ্রুপ ট্যুর ফর্মেশন নিয়ে আলোচনা। একে অন্যের প্রতি ভালোবাসা / আন্তরিকতা / সম্মান টা ছিলো অন্যরকম।

কালের বিবর্তনে শুরু হলো কমিউনিটির প্রচলন, ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে থাকলো বড় বড় দলবদ্ধ আড্ডা ও ট্যুর গুলো। যেখানে গ্যাপ থাকে আন্তরিকতা, ভালোবাসা ও সম্মানের।

সত্য বলতে এ যেনো এক শো-অফ কালচার। বিশ্বাস করেন বা না ই করেন, যারা পুরানো বাইকার, যাদের পুরানো দিনের ট্যুর করার অভিজ্ঞতা গুলো হয়েছে, আজকের দিনে তারা এইসব তথাকথিত কমিউনিটি এবং নব্য রাইডার গুলোর হালচাল দেখে মুচকি হাসেন।

24/05/2024
With Friends Rider Team-FRT atMusapur Sea Beach - মুছাপুর সমুদ্র সৈকত
10/05/2024

With Friends Rider Team-FRT at

Musapur Sea Beach - মুছাপুর সমুদ্র সৈকত

ঈদের পর গতকালই বাইক টা ওয়াশ করেছিলাম।🥸🥸
02/05/2024

ঈদের পর গতকালই বাইক টা ওয়াশ করেছিলাম।🥸🥸

Address

Agrabad
Chittagong
4100

Telephone

+8801913604981

Website

Alerts

Be the first to know and let us send you an email when YASIR 81 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YASIR 81:

Share