14/09/2025
একটা ছোট শহরে দুই বন্ধু ছিল — সোহাগ আর রুবেল।
শৈশব থেকে ওরা দুজন যেনো একে অপরের ছায়া। স্কুলের পথে একসাথে হাঁটা, ক্লাসে একসাথে বসা, এমনকি পরীক্ষার ভয়ও দুজন মিলে ভাগ করে নেওয়া— সবকিছুতেই ওরা একে অপরের সঙ্গী।
কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলাতে শুরু করলো। রুবেলের পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেল। কলেজে ভর্তি হওয়ার খরচও তার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ধীরে ধীরে সে চুপচাপ হয়ে গেলো, বন্ধুদের সাথে মেলামেশাও কমিয়ে দিলো।
সোহাগ ব্যাপারটা বুঝে ফেললো। একদিন রাতে সে রুবেলকে ডেকে বললো,
— "তোকে ছাড়া আমি কলেজে পড়বো কল্পনা করতেই পারি না। টাকার চিন্তা করিস না, যা আছে আমরা ভাগাভাগি করবো। বন্ধুত্ব মানে শুধু হাসিখুশি সময় না, দুঃসময়েও পাশে থাকা।"
রুবেলের চোখে পানি চলে এলো। সে হয়তো ভেবেইনি তার বন্ধুটি এত বড় ত্যাগ করতে পারে। দুজনেই কলেজে ভর্তি হলো। জীবন চলতে থাকলো— কখনো হাসি, কখনো কান্না, কখনো সংগ্রাম।
বছর কয়েক পরে রুবেল ভালো চাকরি পেলো। প্রথম বেতন হাতে পেয়েই সে সোহাগকে নিয়ে গেলো পুরনো সেই চায়ের দোকানে, যেখানে বসে তাদের হাজারো স্বপ্নের গল্প হয়েছিলো। হাসতে হাসতে রুবেল বললো,
— "তোকে ছাড়া আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। তুই শুধু বন্ধু না, আমার জীবনের আশীর্বাদ।"
সোহাগ মুচকি হেসে উত্তর দিলো,
— "আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। টাকা-পয়সা, চাকরি— সব আসবে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধু সারাজীবন পাশে থেকে যায়।"
দোকানদার দূর থেকে তাকিয়ে মৃদু হেসে ভাবলো, "এমন বন্ধুত্বই আসল সম্পদ।"
"বন্ধুত্ব মানে শুধু হাসির দিন না, কান্নার দিনেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। 💕
সোহাগ আর রুবেলের গল্প সেটাই মনে করিয়ে দিলো।"
👉 "টাকা-পয়সা নয়, আসল সম্পদ হলো সত্যিকারের বন্ধু। 🌸
তুমি কি এমন কোনো বন্ধুকে পেয়েছো?"
👉 "যে বন্ধু দুঃসময়ে পাশে থাকে, সেই বন্ধুই জীবনের সবচেয়ে বড় উপহার। ✨
তোমার জীবনে কি এমন কেউ আছে?"
👉 "বন্ধুত্ব শুধু সম্পর্ক নয়, এটা এক ধরনের আশীর্বাদ। 🙏
সোহাগ আর রুবেল প্রমাণ করেছে বন্ধুত্বের আসল রূপ।"
👉 "সত্যিকারের বন্ধু কখনো হাত ছাড়ে না, দূরে গিয়েও হৃদয়ে থেকে যায়। 💌
তোমার কাছে বন্ধুত্বের মানে কী?"
--
#সোহাগরুবেল #বন্ধুত্বেরগল্প #আবেগঘনগল্প #মনছোঁয়া #জীবনেরপাঠ