Avol Tavol M S

Avol Tavol M S দুষ্টামিতে আমরা সেরা রে...😁😎 রিয়াকশন ভিডিও তো করিরে😄.. ফানি ভিডিও বানাইরে😆😆... মজার দুনিয়ায় সবাই ডুকে পড়ুন।
(1)

18/09/2025

welcome to my live🫶🥀

আমার সব অপূর্ণতাকে পূর্ণতা দেওয়া মানুষ টা তুমি🥰তোমার শত দুঃখ কষ্টের ভাগ নিতে পেরে ধন্য আমি🤗 এভাবে থেকে যাবো সারাজীবন তোম...
18/09/2025

আমার সব অপূর্ণতাকে পূর্ণতা দেওয়া মানুষ টা তুমি🥰

তোমার শত দুঃখ কষ্টের ভাগ নিতে পেরে ধন্য আমি🤗

এভাবে থেকে যাবো সারাজীবন তোমার পাশে তোমার প্রিয় অর্ধাঙ্গীনী হয়ে 🥰❤️🥰

মেঘের রাজ্যে আমরা

17/09/2025

আবার ও চলে আসলাম 🫶🥀

17/09/2025

welcome to my new live 🫶🥀

🤔" শালীকে বিয়ে করলেন বাহার ভাই কতটা সত্যি 🤔🤔👉 “যে মানুষ একসাথে সাতজন প্রিয়জনের জা*না*জা*য় কাঁ*দ*তে কাঁ*দ*তে ভে*ঙে পড়েছিল...
17/09/2025

🤔" শালীকে বিয়ে করলেন বাহার ভাই কতটা সত্যি 🤔🤔

👉 “যে মানুষ একসাথে সাতজন প্রিয়জনের জা*না*জা*য় কাঁ*দ*তে কাঁ*দ*তে ভে*ঙে পড়েছিল—তার সম্পর্কে আজ বলা হচ্ছে, সে নাকি আবার বিয়ে করছে! সত্যিই কি এভাবে একটা বু*ক*ভা*ঙা মানুষকে কাঁ*দা*নো উচিত?”

💔 বাহার ভাই—একজন প্রবাসফেরত মানুষ, যিনি এক মু*হূ*র্তে*ই হারিয়েছেন স্ত্রী, মা, মেয়ে, নানি, ভাতিজি… হারিয়েছেন তার পুরো সংসারের হাসি-খুশি।
একসাথে ৭টা জানাজা করে যিনি বাড়ি ফিরেছিলেন, তার বুকের কষ্ট কি কারও চোখে পড়ে না?

কিন্তু আশ্চর্যের বিষয় হলো—মানুষ সেই অশেষ কষ্টে পাশে না থেকে আজ গুজব ছড়াচ্ছে, বাহার নাকি তার শালীকে বিয়ে করছেন!
😔 গুজব কতটা নিষ্ঠুর হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।

👉 ভাবুন তো, একজন মানুষ যার চোখ শুকায় না প্রিয়জন হারানোর কান্নায়, তাকে আবার সমাজের কঠিন কথার শিকার হতে হচ্ছে।
👉 এই গুজব না শুধু কষ্ট বাড়ায়, বরং মৃত প্রিয়জনদের স্মৃতিকেও অসম্মান করে।

🕊️ আসুন আমরা গুজব নয়, সত্যকে ছড়াই।
আসুন আমরা সহানুভূতি দেখাই, যাতে একজন মানুষ অন্তত শান্তিতে শোক পালন করতে পারে।

😢 বাহার ভাই হারিয়েছে তার পরিবারের সাত সদস্য কল্পনা করো, একসাথে সাতজন আপনজনকে হারানোর ব্যথা কেমন হতে পারে?এক মুহূর্তেই ভে...
17/09/2025

😢 বাহার ভাই হারিয়েছে তার পরিবারের সাত সদস্য কল্পনা করো, একসাথে সাতজন আপনজনকে হারানোর ব্যথা কেমন হতে পারে?
এক মুহূর্তেই ভেঙে গেলো বাহার ভাইয়ের পুরো পৃথিবী… 🥀

🕊️ সেই কালো দিনের দু*র্ঘ*ট*না*য় হারিয়ে গেলো—

স্নেহময়ী মা 🌹

জীবনসঙ্গী প্রিয় স্ত্রী 🤍

আদরের মেয়ে, বাবাকে “মেকাপ বক্স” চাওয়া সেই নিষ্পাপ কন্যা 👧

প্রিয় ভাই ও ভাবি 👨‍👩‍👧

আর তাদের দুটি ছোট্ট শিশু 🧒👦

একই দিনে, একই মাটির নিচে শুয়ে গেলো সাতজন প্রিয়জন।
ক*ব*রে*র মাটি যেন গিলে নিলো এক পুরো সংসারের হাসি-খুশি, স্বপ্ন আর ভবিষ্যৎ… 💔

😭 বাহার ভাই বেঁচে আছেন ঠিকই, কিন্তু প্রতিদিন বুকের ভেতর থেকে হারাচ্ছেন হাজারবার।
তার কানে আজো বাজে মেয়ের শেষ অনুরোধ—
“বাবা, আমার জন্য মেকাপ বক্স আনবে…”
কিন্তু সেই মেয়ে নেই, আছে শুধু ভাঙা স্বপ্ন আর রক্তক্ষরণ করা স্মৃতি।

👉 বন্ধু, আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসি-মজায় সময় কাটাই, কিন্তু কোথাও একজন মানুষ নিজের ভাঙা পৃথিবী নিয়ে যুদ্ধ করছে।
চলো, অন্তত আমরা তাদের কষ্টটা অনুভব করি… 🙏

---

😢এক মুহূর্তেই পুরো পৃথিবীটা ভেঙে গেলো বাহার ভাইয়ের… 💔 ভাবতে পারো, একসাথে সাতজন প্রিয়জনকে হারানোর দুঃখ কেমন হতে পারে?🕊️ স...
17/09/2025

😢এক মুহূর্তেই পুরো পৃথিবীটা ভেঙে গেলো বাহার ভাইয়ের… 💔

ভাবতে পারো, একসাথে সাতজন প্রিয়জনকে হারানোর দুঃখ কেমন হতে পারে?

🕊️ সেদিনের সেই ভ*য়া*ব*হ দু*র্ঘ*ট*না কেড়ে নিলো তার—

মমতাময়ী মা 🌹

সঙ্গী হয়ে থাকা স্ত্রী 🤍

আদরের ছোট্ট মেয়ে 👧

ভাই আর ভাবি 👨‍👩‍👧

তাদের দুটি নিষ্পাপ সন্তান 🧒👦

একই দিনে, একই কবরস্থানে লিখতে হলো সাতটি নাম…!
এমন বেদনা কোনো শব্দে প্রকাশ করা যায় না।

😭 আজ বাহার ভাই বেঁচে আছেন ঠিকই, কিন্তু বুকের ভেতর প্রতিদিন হাজারবার মরছেন।
তার মেয়ে একদিন বলেছিলো—
“বাবা, আমার জন্য মেকাপ বক্স আনবে?”
সেই মেয়েটিই আজ আর নেই… রেখে গেছে শুধু অশেষ কষ্ট আর স্মৃতি।

👉 বন্ধু, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় হেসে খেলে সময় কাটাই, তখন কোথাও না কোথাও একজন মানুষ নিজের ভাঙা পৃথিবী নিয়ে লড়ছে।
চলো, তাদের কষ্টটা অনুভব করি… 🙏

---

🤔 "বাহার ভাই নাকি আবার বিয়ে করেছেন? কোথায়, কাকে, কিভাবে বিয়ে করলেন—সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা গুঞ্জন! 🤔💔 কিন্তু যে মানুষ...
17/09/2025

🤔 "বাহার ভাই নাকি আবার বিয়ে করেছেন? কোথায়, কাকে, কিভাবে বিয়ে করলেন—সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা গুঞ্জন! 🤔

💔 কিন্তু যে মানুষ একদিনে হারিয়েছেন তার মা, স্ত্রী, ছোট্ট মেয়ে, ভাইয়ের সন্তানসহ ৭ জন প্রিয়জন… সে কি এত দ্রুত আবার বিয়ে করতে পারে? 😢

সাম্প্রতিক সময়ে নানা পেজ ও পোস্টে ছড়াচ্ছে একটাই কথা—বাহার ভাই নাকি আবার বিয়ে করেছেন! কেউ বলছে তিনি নাকি নিজের শালীকে বিয়ে করেছেন।

👉 কিন্তু বাস্তবতা হলো—তার শালী বলে কেউ নেই। কারণ বাহার ভাইয়ের স্ত্রী-ই ছিলেন পরিবারের সবচেয়ে ছোট।
তাহলে এই কথাগুলো আসলে নিছক গুজব, সত্য নয়।

😔 সত্যিটা যে কতটা নি*র্ম*ম—
এক ভ*য়া*ব*হ সড়ক দু*র্ঘ*ট*না*য় বাহার ভাই একসাথে হারিয়েছেন তার ৭ জন প্রিয়জনকে—

মায়ের স্নেহ

স্ত্রীর ভালোবাসা

ছোট্ট মেয়ের আদর

ভাইয়ের বউয়ের মায়া

ভাইয়ের সন্তানের হাসি

আর পরিবারের আরও আপনজনদের…

একসাথে এতগুলো প্রিয় সম্পর্ক ক*ব*রে*র মাটিতে রেখে আসা কোনো মানুষের পক্ষে সহজ নয়।
যে মানুষের বুক আজও র*ক্ত*ক্ষ*র*ণ করছে, সে কীভাবে এত দ্রুত বিয়ে করার কথা ভাবতে পারে?

👉 তাই ভাই-বোনেরা, অনুরোধ রইল—
অযাচিত গুজব ছড়ানো নয়, বরং সত্য যাচাই করে কথা বলুন।
আর বাহার ভাই ও তার প্রয়াত পরিবারের আত্মার মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন 🕊️

---

“সত্য লুকিয়ে যায় গুজবের আড়ালে 💔
বাহার ভাইয়ের জীবনে নেমে আসা এই দুঃখের পাহাড় আমরা কল্পনাও করতে পারি না।
চলুন, গুজব নয়—দোয়া ছড়াই 🙏”

---

#গুজবনয়দোয়া #সত্যিটাজানুন

👉 “কখনো কি ভে*বেছো, সত্যিকারের সুখ কোথায় লুকিয়ে আ*ছে! পাহাড়ের চূড়ায় নয়, বরং পরিবারকে আঁকড়ে ধরা সেই ছোট্ট মুহূর্তগুলোতেই।...
16/09/2025

👉 “কখনো কি ভে*বেছো, সত্যিকারের সুখ কোথায় লুকিয়ে আ*ছে! পাহাড়ের চূড়ায় নয়, বরং পরিবারকে আঁকড়ে ধরা সেই ছোট্ট মুহূর্তগুলোতেই।”

---

🌸 গল্প➤ যা দেখে মন চুয়ে যাবে সবার🌸

কয়েকদিন আগেই আমরা বান্দরবান আর নীলগিরির পথে বের হয়েছিলাম। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে গিয়ে পাহাড়ের নীরবতা যেনো এক অন্যরকম শান্তি এনে দিয়েছিলো মনে।

পাহাড়ি বাতাসে দাঁড়িয়ে, সামনে হাজারো সবুজ গাছ আর আকাশ ছোঁয়া মেঘের ভেলায় চোখ রাখতেই বুঝলাম—প্রকৃতি কতটা অপার সৌন্দর্য ধারণ করে আছে। কিন্তু আমার কাছে প্রকৃতির থেকেও মূল্যবান ছিলো পাশে থাকা আমার পরিবার।

আমার স্ত্রী, যে আমার প্রতিটি স্বপ্নের সাথী, আর আমাদের ছোট্ট সোনামণি, যার হাসিতে আমার প্রতিটি দিন নতুন করে শুরু হয়—তাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলোই হয়ে গেল জীবনের আসল স্মৃতি।

সেদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হঠাৎ মনে হলো—
সুখ আসলে বিলাসবহুল কিছু না। সুখ হলো স্ত্রীর মায়াভরা চোখে তাকানো, সন্তানের ছোট্ট হাত শক্ত করে ধরে রাখা আর একসাথে দূরের মেঘের দিকে তাকিয়ে বলা— “আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় পাওয়া।”

হয়তো বছর পর যখন এই ছবিগুলো দেখবো, তখন মনে হবে—
সেদিন আমরা শুধু ছবি তুলিনি, বরং জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়কে ধরে রেখেছিলাম। 💖

-- ✨

💬 “জীবনের আসল সুখ পাহাড়ে নয়, পরিবারের ভালোবাসায়। ❤️ ”

---

👉

😭"বাহার ভাই এর আজ সেই বেদনাময় ঘটনার চল্লিশতম দিন (৪০ দিন)।😭তাদের স্মরণে বাহার ভাই আয়োজন করেছেন মিলাদ মাহফিল।এক মুহূর্তেই...
15/09/2025

😭"বাহার ভাই এর আজ সেই বেদনাময় ঘটনার চল্লিশতম দিন (৪০ দিন)।😭

তাদের স্মরণে বাহার ভাই আয়োজন করেছেন মিলাদ মাহফিল।

এক মুহূর্তেই ভেঙে গেছে স্বপ্নের ঘর...
একসাথে হারিয়ে গেলো সাতজন প্রিয়জন 💔
ভাবতে পারো, কতটা অমানবিক কষ্ট নিয়ে বেঁচে আছেন বাহার ভাই? 😢

---

😢 ওমান প্রবাসী বাহার ভাই হয়তো কখনো ভাবেননি জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এভাবে তার দরজায় কড়া নেড়েই ঢুকে পড়বে।
মাত্র ৪০ দিন আগে, এক ভ*য়া*ব*হ দু*র্ঘ*ট*না কেড়ে নেয় তার জীবনের আলো, তার ভালোবাসার সব সম্পর্ক—

👩‍🦳 স্নেহময়ী মা
👵 দোয়ার হাত ছুঁয়ে রাখা নানি
👩 জীবনের সঙ্গী স্ত্রী
👧 আদরের মেয়ে
👦 মায়াবী মুখের ছেলে
👨‍🦱 আপন ছোট ভাই
👩‍👧 আরেক প্রিয় আত্মীয়

একসাথে ৭টি কবর, একসাথে ৭টি জানাজা—এই দৃশ্য কোনো সন্তানের, কোনো স্বামীর, কোনো বাবার সহ্য করার কথা নয়। কিন্তু বাহার ভাইকে সহ্য করতে হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ! 💔

---

আজ সেই বেদনাময় ঘটনার চল্লিশতম দিন (৪০ দিন)।
তাদের স্মরণে বাহার ভাই আয়োজন করেছেন মিলাদ মাহফিল।

🙏 আসুন, আমরা সবাই মিলে দোয়া করি—
👉 আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
👉 বাহার ভাইকে এই অসহনীয় শোক সহ্য করার তৌফিক দান করেন।

---

💔 ভাই-বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ—
এই পোস্টটা পড়া প্রতিটি মানুষ অন্তত একটি "আমিন" লিখে দিন কমেন্টে ✍️
আর শেয়ার করে দিন যেন আরও বেশি মানুষ তাদের জন্য দোয়া করতে পারে।

---

#বাহারভাই #দোয়া #মিলাদমাহফিল #ইন্নালিল্লাহি #ইমোশনালস্টোরি #বাংলাদেশ #ট্র্যাজেডি #জান্নাত #ভাইরালপোস্ট #মানবিকতা #আমিন

😭" বাহার ভাই এর জন্য আজ সেই কালো দিনের চল্লিশ দিন পার হলো—😭😭আজ অনুষ্ঠিত হচ্ছে সাত প্রিয়জনের চল্লিশা ও মিলাদ মাহফিল।যাদে...
15/09/2025

😭" বাহার ভাই এর জন্য আজ সেই কালো দিনের চল্লিশ দিন পার হলো—
😭😭
আজ অনুষ্ঠিত হচ্ছে সাত প্রিয়জনের চল্লিশা ও মিলাদ মাহফিল।
যাদের স্মৃতি আছে, কিন্তু অস্তিত্ব নেই… 😭

কখনও ভেবেছেন, একসাথে পুরো পরিবার হারানোর যন্ত্রণা কেমন হতে পারে?
বাহার ভাই সেই বেদনাদায়ক বাস্তবতার নাম…

🚩
✨ সেই মা—যিনি সন্তানের জন্য দোয়া করে রাত জাগতেন।
✨ সেই স্ত্রী—যিনি ছিলেন হাসি-খুশির আশ্রয়, স্বপ্নের সাথী।
✨ দুই ভাই—যারা ছিলো কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের শক্তি।
✨ আর তিন নিষ্পাপ রাজকন্যা—যাদের কলরবে মুখর থাকতো ঘর,
আজ যাদের নীরবতা আকাশকেও কাঁদায়… 🥀

এক মূহূর্তের দু*র্ঘ*ট*না কেড়ে নিলো হাসি, আলো আর জীবন।
আজ বাহার ভাই দাঁড়িয়ে আছেন নিঃসঙ্গতার ভাঙা প্রাচীরে,
চারপাশে শুধু স্মৃতি আর অশ্রুর ঢেউ। 🌊

👉 আজকের এই মিলাদ কেবল আনুষ্ঠানিকতা নয়,
এটা হলো ভেঙে যাওয়া এক হৃদয়ের আর্তনাদ,
প্রিয়জন হারানোর বেদনায় ডুবে থাকা এক মানুষের নিরন্তর প্রার্থনা।

🌸 আসুন আমরা সবাই একসাথে দোয়া করি—
আল্লাহ যেন এই সাত রূহকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান,
আর বাহার ভাইকে দেন সেই ধৈর্য, যা দিয়ে পাহাড়সম বেদনাও সহ্য করা যায়। 🤲

---

#বাহারভাই #চল্লিশা #প্রিয়জনহারানো #ইন্নালিল্লাহ #দোয়ারআবেদন #হারানোরবেদনা #ইমোশনালপোস্ট

একটা ছোট শহরে দুই বন্ধু ছিল — সোহাগ আর রুবেল। শৈশব থেকে ওরা দুজন যেনো একে অপরের ছায়া। স্কুলের পথে একসাথে হাঁটা, ক্লাসে এ...
14/09/2025

একটা ছোট শহরে দুই বন্ধু ছিল — সোহাগ আর রুবেল।

শৈশব থেকে ওরা দুজন যেনো একে অপরের ছায়া। স্কুলের পথে একসাথে হাঁটা, ক্লাসে একসাথে বসা, এমনকি পরীক্ষার ভয়ও দুজন মিলে ভাগ করে নেওয়া— সবকিছুতেই ওরা একে অপরের সঙ্গী।

কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলাতে শুরু করলো। রুবেলের পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেল। কলেজে ভর্তি হওয়ার খরচও তার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ধীরে ধীরে সে চুপচাপ হয়ে গেলো, বন্ধুদের সাথে মেলামেশাও কমিয়ে দিলো।

সোহাগ ব্যাপারটা বুঝে ফেললো। একদিন রাতে সে রুবেলকে ডেকে বললো,
— "তোকে ছাড়া আমি কলেজে পড়বো কল্পনা করতেই পারি না। টাকার চিন্তা করিস না, যা আছে আমরা ভাগাভাগি করবো। বন্ধুত্ব মানে শুধু হাসিখুশি সময় না, দুঃসময়েও পাশে থাকা।"

রুবেলের চোখে পানি চলে এলো। সে হয়তো ভেবেইনি তার বন্ধুটি এত বড় ত্যাগ করতে পারে। দুজনেই কলেজে ভর্তি হলো। জীবন চলতে থাকলো— কখনো হাসি, কখনো কান্না, কখনো সংগ্রাম।

বছর কয়েক পরে রুবেল ভালো চাকরি পেলো। প্রথম বেতন হাতে পেয়েই সে সোহাগকে নিয়ে গেলো পুরনো সেই চায়ের দোকানে, যেখানে বসে তাদের হাজারো স্বপ্নের গল্প হয়েছিলো। হাসতে হাসতে রুবেল বললো,
— "তোকে ছাড়া আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। তুই শুধু বন্ধু না, আমার জীবনের আশীর্বাদ।"

সোহাগ মুচকি হেসে উত্তর দিলো,
— "আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। টাকা-পয়সা, চাকরি— সব আসবে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধু সারাজীবন পাশে থেকে যায়।"

দোকানদার দূর থেকে তাকিয়ে মৃদু হেসে ভাবলো, "এমন বন্ধুত্বই আসল সম্পদ।"
"বন্ধুত্ব মানে শুধু হাসির দিন না, কান্নার দিনেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। 💕
সোহাগ আর রুবেলের গল্প সেটাই মনে করিয়ে দিলো।"

👉 "টাকা-পয়সা নয়, আসল সম্পদ হলো সত্যিকারের বন্ধু। 🌸
তুমি কি এমন কোনো বন্ধুকে পেয়েছো?"

👉 "যে বন্ধু দুঃসময়ে পাশে থাকে, সেই বন্ধুই জীবনের সবচেয়ে বড় উপহার। ✨
তোমার জীবনে কি এমন কেউ আছে?"

👉 "বন্ধুত্ব শুধু সম্পর্ক নয়, এটা এক ধরনের আশীর্বাদ। 🙏
সোহাগ আর রুবেল প্রমাণ করেছে বন্ধুত্বের আসল রূপ।"

👉 "সত্যিকারের বন্ধু কখনো হাত ছাড়ে না, দূরে গিয়েও হৃদয়ে থেকে যায়। 💌
তোমার কাছে বন্ধুত্বের মানে কী?"

--

#সোহাগরুবেল #বন্ধুত্বেরগল্প #আবেগঘনগল্প #মনছোঁয়া #জীবনেরপাঠ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avol Tavol M S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share