Asma Shares

Asma Shares আসসালামুয়ালাইকুম
আমি চট্টগ্রামের মেয়ে
প্লিজ আমার পেইজে ফলো দিয়ে পাশে থাকবেন❤️
(1)

08/11/2025

ফেইসবুকে কয়েকদিন পর পর যেভাবে নতুন নতুন টপিক আসে,এভাবে যদি পকেটে টাকা আসতো,কতই না ভালো হতো😁😁

কখনো খেয়াল করে দেখেছেন,,মানুষ ঠকে যায় কিছু সময়ের জন্য।অথচ আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন সারাজীবনের জন্য।
07/11/2025

কখনো খেয়াল করে দেখেছেন,,মানুষ ঠকে যায় কিছু সময়ের জন্য।অথচ আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন সারাজীবনের জন্য।

কিছু সম্পর্ক আল্লাহ নষ্ট করে দেন, যাতে আমাদের জীবন নষ্ট না হয়।নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী😍
06/11/2025

কিছু সম্পর্ক আল্লাহ নষ্ট করে দেন, যাতে আমাদের জীবন নষ্ট না হয়।নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী😍

05/11/2025

শোনেন পৃথিবীর কোন শশুড়বাড়ি ভালো না, ননদ, শাশুড়ী ঝামেলা করবেই, হিংসা করবেই, আপনার উচিৎ সবার মুখের উপর জবাব দিয়ে দেয়া, না পারলে সেটা আপনার ব্যার্থতা, আর এতে যদি জামাই রাগ করে, তাহলে তাকে বলবেন, আপনার হয়ে বিচার করে দিতে, সেটাও না পারলে আলাদা হয়ে যাবেন, সেটাও যদি না পারে, তাহলে এমন কাপুরুষের ঘর করবেন কিনা ভাবেন? যদি করতেই হয় তাহলে নিজেকে মাটির মত বানিয়ে ফেলুন, সেটা না পারলে নিজেকে আগুনের মত বানিয়ে ফেলুন,লড়াই করে বাচুন, আগে নিজে ভালো থাকুন, বেশি ভালো হতে গিয়ে সবার কাছে নিজের এবং নিজের বাচ্চার ক্ষতি করবেন না, আর সব সহ্য করে, পিছনে পিছনে ননদ শাশুড়ীর বদনামি করবেন না বাপের বাড়ি বা কারো কাছে, পারলে লড়াই করেন, না পারলে বোবা হয়ে যান, পিছনে বদনামি করা, অসহায় হয়ে থাকা মহিলা গুলা পরবর্তীতে কোনদিন ও ভালো শাশুড়ী হয় না, এজন্যই এই নিয়ম ধারাবাহিক ভাবে চলতেই থাকে, এখন যদি কাইজ্জা করার জন্য আপনাকে তারা খারাপ বলে, আপনার কি মনে হয় আগে আপনাকে ভালো বলতো, আদর করতো? একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনার যত যোগ্যতাই থাকুক, যত ভালোই হোন আপনি, আপনার শাশুড়ী ননদ আপনাকে দেখতে পারবে না এটাই বাস্তব হা হা হা।

পর কখনো আপন হয় না।যতটুকু আপন হয়, সেটা তাদের স্বার্থের কারনে হয়🙂
05/11/2025

পর কখনো আপন হয় না।যতটুকু আপন হয়, সেটা তাদের স্বার্থের কারনে হয়🙂

সব ফেরেশতার মতো মানুষদের সাথে মেশা বাদ দিছি। যারা ভন্ড শুধু তাদের সাথেই মিশি🙂
04/11/2025

সব ফেরেশতার মতো মানুষদের সাথে মেশা বাদ দিছি।
যারা ভন্ড শুধু তাদের সাথেই মিশি🙂

03/11/2025

আমাকে একবার নয় হাজার বার যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? আমি বলবো মানুষ চেনা।

মোবাইল হাতে পেলে আমার মেয়ে যা করে😂😂😂
03/11/2025

মোবাইল হাতে পেলে আমার মেয়ে যা করে😂😂😂

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মূসা (আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নি...
01/11/2025

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মূসা (আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন! তাই হয়েছিল। অতএব যে কোনো অবস্থাতেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর ভরসা রাখা উচিত।

গরম আরো শক্তি নিয়ে ফিরে এসেছে মনে হচ্ছে।আসসালামুয়ালাইকুম, জুম্মা মোবারক সবাইকে
31/10/2025

গরম আরো শক্তি নিয়ে ফিরে এসেছে মনে হচ্ছে।আসসালামুয়ালাইকুম, জুম্মা মোবারক সবাইকে

মেয়েদের নিজেদের বাড়ি থাকে না শুধু তা না। মেয়েদের নিজেদের নাম ও থাকে না। কালক্রমে তা হারিয়ে যায়। বিয়ের পর একজন মেয়ের নাম ...
26/10/2025

মেয়েদের নিজেদের বাড়ি থাকে না শুধু তা না। মেয়েদের নিজেদের নাম ও থাকে না। কালক্রমে তা হারিয়ে যায়। বিয়ের পর একজন মেয়ের নাম হয় অমুকের বউ, তমুকের বউ। বাচ্চা হবার পর নাম হয় অমুকের মা, তমুকের মা। একসময় যে নামটা থাকতো তাও বিলীন হয়ে যায়। কয়জন মেয়ে তার নাম তৈরি করতে পারে? তার নামে অন্যদের পরিচয় করায়। সংখ্যাটা খুবি কম। যে কয়জন তাদের নাম তৈরি করতে পারে তাদের আবার বেশিরভাগ এর সংসারটা থাকে না। কারণ সমাজ তাদের নানা ট্যাগে ট্যাগান্বিত করে। এত ট্যাগের ভীড়ে বাধ্যহয়ে হয় সংসার ছাড়তে হয়, না হয় নাম কে মুছে ফেলতে হয়। ৮ বছরের সংসার জীবনে বুঝতে পারলাম সাংসারিক জীবনে মেয়েদের আত্মসম্মান থাকতে নেই। আপনাকে গালি দিক, মারুক, টানতে টানতে রাস্তায় নামাক আপনার ভেতর আত্নসম্মানবোধ, অপমানবোধ থাকতে পারবে না। যে যত বেহায়া তার সংসার তত সুন্দর।

একজন মুসলিমের শুক্রবারের করণীয়:১/ অন্তত ১০০ বার দুরুদ২/ অন্তত ১০০ বার ইস্তেগফার৩/সুরা কাহফ পাঠ,অন্তত প্রথম ১০আয়াত৪/সদাকা...
24/10/2025

একজন মুসলিমের শুক্রবারের করণীয়:
১/ অন্তত ১০০ বার দুরুদ
২/ অন্তত ১০০ বার ইস্তেগফার
৩/সুরা কাহফ পাঠ,অন্তত প্রথম ১০আয়াত
৪/সদাকাহ করা অন্তত ৫টাকা
৫/ আসর থেকে মাগরিব পর্যন্ত দুয়া কবুলের মুহুর্তে দোয়া করা।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma Shares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asma Shares:

Share

Category