Ehsan Tanim এহসান তানিম

Ehsan Tanim এহসান তানিম Engr.Ehsan Tanim

26/08/2025
22/08/2025

আমাদের জীবনটা,অনেকটা লোকাল বাসের মতই!

ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যায়।কখন ফাঁকা পেলে জোড়ে টান মারে,কখনও জ্যামের মাঝে ঘটর ঘটর করে এগুতে থাকে।

কেউ শুরু থেকেই সিট পেয়ে, বসে আরাম করে গন্তব্যে যায়,কেউ বেশ কিছুক্ষন দাঁড়িয়ে,তারপর সিট পায়।

আবার কেউ পুরোটা রাস্তা-ই,দাঁড়িয়েই কাটিয়ে দেয়.........

22/08/2025

"তুই কি জানিস আই যে লাভ ইউ?

-"না তো!সত্যি নাকি?"

-"হুম সত্যি।অনেক ভালোবাসি।ভালো বাসি ভালো বাসি ভালো বাসি ভালো....❤
-"ওই কি বিড়বিড় করছিস তখন থেকে, হুম?ওই বান্দর এদিকে তাকা"
ছাতা দিয়ে ছেলেটিকে হালকা ধাক্কা দিল মেয়েটি। সকাল থেকে বৃষ্টি পড়ছে একধারে, ঝিরঝিরিয়ে।ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষায় তারা দুজনে, একটি ছাতার নিচে।ছেলেটি একটু সরে, অর্ধেক বৃষ্টিতে,আর অর্ধেক মেয়েটির কাছে দাঁড়িয়ে।মেয়েটি পুরো ছাতা জুড়ে।

-"কি?"

-"বিড়বিড় করছিস কেন?"
-"তসবি পড়ছি!"😎

-"বাহ!ধার্মিক হয়েছিস খুব!"😌

-"নাহ।প্রেমিক!✌

-"কার?"

ছেলেটি উত্তর না দিয়ে দুহাত আড়াল করে, বেশ কায়দা করে সিগারেট ধরাল।বড়সড় একটা টান লাগিয়ে,এক গাল ধোঁয়া উড়িয়ে মুখখানা বেশ গম্ভির করে মেয়েটির দিকে তাকাল।

-"কি?"অবাক হয়ে মেয়েটি প্রশ্ন করলো।

-"আচ্ছা ধর,অনেক বছর পর,তোর ছেলের বা মেয়ের বিয়ে।আমি গেলাম। অনেক কোলাহল।তুই খুব ব্যস্ত।আমি তোকে এক কোনে ডেকে নিয়ে বললাম, তুই কি জানিস আমি যে তোকে খুব ভালোবাসতাম?তোর প্রেমে প্রতিদিন সাঁতার কাটতাম?
তখন তুই কি বলবি?"
এক নাগারে বলে ফেলল ছেলেটি,কাঁপা কাঁপা কন্ঠে!

মেয়েটি একটু সরে,ঠাশ করে একটি চড় লাগিয়ে দিল ছেলেটির ডান গালে!ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল,ছাতার ছায়া থেকে দুরে।এই ভয়টির জন্যই বলা হলনা এতো বছর,এতোটা বছর তাকে।

-"আমার দিকে তাকা।"

ছেলেটি ছলছল চোখে,করুণ ভাবে তাকাল মেয়েটির পানে।অনেক দিনের মত,বরাবরের মত,একরাশ ভালোবাসা নিয়ে।

-"এই একটা কথা বলতে তোর এতোগুলো বছর লেগে যাবে?আমি তো প্রতিটা দিন অপেক্ষাই থাকি,তোর মুখ থেকে শুনব বলে!তখন বলে আর কি হত?তোকে কি এমনিতেই আমি গাধা বলি?সুরেলা কন্ঠে রাগী ভাব এনে বলল মেয়েটি।

ছেলেটা গাধার মতই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।অনেক জোরে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে তাকে।কিন্তু সে তো গাধা,বৃষ্টির ফোঁটা অনুভব করছে না।সে অনুভব করছে মেয়েটির পানে তাকিয়ে থাকাতেই তার সব ভালোলাগা।তার সব ভালোবাসা।❤

#এহসান_তানিম।।।

09/08/2025

জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম,
জীবনে আসলে কিছুই বুঝিনাই🐸

08/08/2025

-শীলু,জানো,আজ আকাশ এর মন ভাল নেই!😒

-হুম,জানি।সকালে ফোন দিয়েছিল!

-আকাশ!ফোন!তোমাকে!কেমনে দেয়!!!😳

-আমার আকাশের বুঝি মোবাইল ফোন নেই?ওর রেডমি 14c সেট আছে।পিছনে কি সুন্দর দুটো ক্যামেরা❤️ ৫০ মেগা পিক্সেলের। দেখতে একদম আইফোন এর মত😍🥰❤😍

-তোমার আকাশ???😳

-হুম,আমার BF🥰❤️

-তাইলে আমি কি?🙄🥹

-ওহ সোনা,তুমি তো আমার JF 😍

-JF? মানে? 🥴

-JF মানে জাষ্ট ফ্রেন্ড❤😘

-তোর JF এর 🤬🤬🤬🤬🤬🥵

08/08/2025

কেন আমরাই সেরা❤️

Address

বন্দর,চট্টগ্রাম
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ehsan Tanim এহসান তানিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share