10/08/2024
মনে আছে? মোদী ভারতে অনেক মুসলিমকে গণহত্যা, নিযাতন, নিপীড়ন চালিয়েছিল যার কারণে যখন বাংলাদেশে মোদীর আগমন ইসলামি ছাত্র সমাজ আন্দোলন করেছিল হাসু আফা অনেক মুসলিম ভাইকে হত্যা করেছিল পুলিশ দিয়ে।
এদিকে দেশের জনগণ ইলিশ খেতে পারে না, এমনকি ভারতে পুজায় 2500 মেট্রিক টন এর উপরে ইলিশ উপহার পাঠীয়েছিল।
ফারাক্কা বাধ নিমাণ করে বষাকালে ভারত পানি ছাড়ি দেয় দেশের অনেকে জায়গা ডুবে যাই আর গরমে ওরা পানি ধরে রাখে যার কারণে বাংলাদেশে অনেক জায়গা শুকিয়ে মরুভূমি হয়ে যায় যার কারণে উৎপাদন ব্যাহত হয়।প্রতিবাদ বুয়েটে আবরার ফাহাদ এর মত নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
আবার বলেছে ভারত নাকি হাসু আফা যা দিয়েছে ভারত নাকি ভুলতে পারবে না।
বিষয়টি খুব ই হাস্যকর।
এই বিষয়ে আমি মনেকরি,
ভারত এর মানুষ ও সরকার এত বোকা না তাদের কাছে দেশপ্রেম আগে।কারণ ভারতের তিনদিকে চীন এবং পাকিস্তান তারা ভারত দখল করতে চাই।কাজেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভাল না থাকলে চীন ও পাকিস্তান বাংলাদেশে এসে যুদ্ধ করলে ভারত ছারখার হয়ে যাবে।
সুতরাং বলা যায় ভারতের এত দেশপ্রেমিক তারা নিজেদের দেশের ভালোর জন্য এরকম ১৪ টা হাসু আফাকে বের করে দিতে পারে।