09/03/2025
#সোনাইমুড়ীতে মাটির ট্রাক থেকে চাদাঁ না দেওয়ায় সন্ত্রাসী হামলা সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর,আনন্দীপুরের মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে সং'ঘর্ষ, অ'স্ত্রসহ মুহুর্মুহু ককটেল বি'স্ফোরণের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার আনন্দীপুরে মসজিদের মাটির ট্রাক থেকে চাদাঁবাজী করতে গিয়ে বিএনপির নেতা সেলিম গ্রুপের একাধিক চাদাঁবাজকে আটক করে স্থানীয় জনতা। এসময় আটককৃত ব্যক্তিদের একটি স্বীকারোক্তি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, তারা নিজেদের যুবদলের নেতা এবং জয়াগ ইউনিয়ন বিএনপি নেতা সেলিম গ্রুপের লোক বলে দাবী করেন। আটককৃত ব্যক্তিরা হলো মো সুমন, মো রুবেল, রিয়াদ, মো সেলিম,ইসমাইল সুলতান, ইফাজ, বাদল,রুবেল ও বাদল নামের দুই যুবদলের কর্মী। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।এরপর জুনুদপুর এলাকার কয়েকজন ব্যক্তি জয়াগ কাউন্সিলে টিসিবির খাদ্য নিতে আসলে তাদের আটক করে মারধর করে বিএনপি নেতাকর্মী সেলিম গ্রুপের ঐ চাঁদাবাজরা। এরপর বিএনপির নেতা মামুন গ্রুপের এক ছাত্রদল কর্মীর একটি ট্রাক আটক করে তারা। বিষয়টি নিয়ে সেই সময় সেলিম এবং মামুন গ্রুপের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।পরে রাতের বাজারে সংঘর্ষ শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় পুরো এলাকায় জুড়ে আ'তঙ্ক ছড়িয়ে পড়ে।একই সময়ে ভাওরকোর্ট এলাকা থেকে মাটি লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে ভাওরকোর্ট গ্রামের এবিএম আবদুল্লাহ আল বাকী ও আবদুল্লা আল কাফি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে বলেন, রাকিব, ইউছূফ সহ অজ্ঞাতনামা কয়েকজন ফসলি জমি থেকে ডেকো দিয়ে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রতিকার চাওয়ার পর তারা প্রাণনাশের হুমকি দেয় এবং মাটি কাটা অব্যাহত রেখেছে। অভিযোগে বলা হয় , জয়াগ ওয়ার্ড এর সুজন মাটি লুটের সাথে জড়িত আছে। এই গ্রুপের গোয়েন্দা তালিকা যাদের নাম আসে তারা হলেন, মো সুমন, পিতা তোয়ালেব, মো রুবেল পিতা মুন্সি, রজ্জব আলি হাজি বাড়ি, রিয়াদ ভাওরকোট বাবা শহিদ আহমেদ, মো সেলিম উলুপাড়া, পিতা সোলেমান, ইসমাইল সুলতান, পিতা হোসেন মেম্বার, ইফাজ, পিতা মিরন, বাড়ি আবুল চকিদার বাড়ি, বাদল পাটোয়ারি বাড়ি, পিতা রমজান আলি।ভুক্তভোগী জমির মালিকরা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, যারা রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে সম্পদ লুটপাট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।