Osman Gani Blog

Osman Gani Blog লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন

হাইরে ইসলামি ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট আর কত নিচে নামবি তোরা fans
14/10/2025

হাইরে ইসলামি ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট আর কত নিচে নামবি তোরা
fans

13/10/2025

সব গুলা মুনাফেক এক হয়ে চাকরিচ্যুতে মেতে উঠেছে
fans

পা চাটা গোলাম ইসলামী ব্যাংক বর্তমান অবৈধ পর্ষদের অবৈধ এএমডি কামাল উদ্দীন জসিম, এই পাচাটা গোলাম সৈরাচারের দোষর দালালী করে...
12/10/2025

পা চাটা গোলাম ইসলামী ব্যাংক বর্তমান অবৈধ পর্ষদের অবৈধ এএমডি কামাল উদ্দীন জসিম, এই পাচাটা গোলাম সৈরাচারের দোষর দালালী করে এখনো ইসলামী ব্যাংকে টিকে আছে, তার কাজ হলো দালালী, পাচাটা, তৈলবাজী, জালেমী করা।

তখনও পা চেটে চেটে উপরে উটেছে এখন ও পা চেটে চেটে মজুলম সেজে জালেমি কার্যক্রম পরিচালনা করছে, সে আসলে কখনো মজলুম ছিলো না ছিলো জালেম, মজলুম সেজে সুযোগ নিয়েছে সবসময়।

কামাল উদ্দীন জসিম এন্ড গং আপনারা যে জালেমি কার্যক্রম পরিচালনা করছেন সেটার বিচার দুনিয়া এবং আখিরাতে হবে ইনশাআল্লাহ।।
fans

আলহামদুলিল্লাহ দরবারে হাজিরা দিলাম
11/10/2025

আলহামদুলিল্লাহ
দরবারে হাজিরা দিলাম

ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ইসলামী ব্যাংকের একজন জুনিয়র অফিসার এবং কলেজ রোড শাখায় আরডিএস প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত...
10/10/2025

ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ইসলামী ব্যাংকের একজন জুনিয়র অফিসার এবং কলেজ রোড শাখায় আরডিএস প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত। তাছাড়া তিনি জামায়াতে ইসলামীর একজন রুকন (সদস্য) হিসেবেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো—এই মানুষটিই সম্প্রতি “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” নামক ব্যানারে ‘অবৈধ নিয়োগ বাতিলের’ দাবিতে একটি মানববন্ধনে অংশ নিয়েছেন।

📞 ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করেন:

> “ভাই, চাকরি বাঁচানোর জন্যই দলে (জামায়াতে) থেকে এমনভাবে চাপ দিয়েছে। তাই ফেনীর ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং কিছু ভাড়া করা লোকজন নিয়ে এই মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছি।”

এই বক্তব্য থেকেই স্পষ্ট—এই ধরনের কর্মসূচি আদৌ কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়, বরং পরিকল্পিত এক ধরনের প্রতারণামূলক নাটক, যেখানে জনগণের আবেগ, প্রতিষ্ঠানের মর্যাদা এবং আদর্শ—সবই বিসর্জন দেওয়া হয় কেবল কিছু লোকের স্বার্থরক্ষায়।

আমি গভীরভাবে চিন্তা করছি—
এরা কি সেই লোক যারা মুখে ইসলাম ও আদর্শের কথা বলে, অথচ ভেতরে ভেতরে ভিন্ন খেলা খেলে?

এরা কি আদৌ আদর্শবান? না কি এরা:
দ্বিচারী, সুবিধাবাদী, ভণ্ড, মুনাফেক, আদর্শচ্যুত?

আপনার মতামত কী?
কমেন্টে জানালে কৃতজ্ঞ থাকবো।
আলোচনা হোক, বিচার হোক—কিন্তু সত্য গোপন না হোক।
(কপি পোস্ট)

09/10/2025

২০১৭ সালে এস আলম এক প্রকার বাধ্য হন ইসলামি ব্যাংক গ্রহন করতে।

আপনারা লক্ষ্য করে থাকবেন যারা ইসলামী ব্যাংক কুক্ষিগত করার মানসে এই কাজটি করেছিলেন - তারা এস আলমকে অনেক ভাবে বাধ্য করেছিল।

ইসলামী ব্যাংকে দলীয় বিবেচনায় জামায়াত কতৃক নিয়োগ কৃত তাদের অবৈধ শত শত কর্মী ছাঁটাই করতে। যেন তারা সংখ্যাধিক্য না থাকে।

আপনারা জেনে খুশি হবেন - কাহারো রিযিকে হাত দেয়ার শর্তে এস আলমকে রাজী করানো সম্ভব হয়নি।

এবং এস আলমের সে বদান্যতা আজ - ভূল প্রমান হয়েছে।

মানবতার পরিনাম - বর্বরতার মাধ্যমে দেয়া হচ্ছে।

খায়ের জাযার বিনিময় জুলুমের মাধ্যমে দেয়া হচ্ছে।

ফুল ভালবাসার বিনিময় - গ্রেনেড গলাধাক্কার মাধ্যমে দেয়া হচ্ছে।

এস আলম বিনিময় আল্লাহর কাছে চেয়েছিলেন - আল্লাহ থেকেই নিবেন। ইনশাআল্লাহ।

সুষ্ঠু তদন্ত করে ইসলামী ব্যাংকে বর্তমানে ৮২% শেয়ারের মালিক কয় টাকা এখনো ব্যাংকে বিনিয়োগ হিসেবে আছে - উনার নামে চালিয়ে দেয়া ঋন কত- সে ফরেনসিক রিপোর্ট জনগণের জ্ঞাতার্থে আজো আলোর মুখ দেখেনি।

শুধু জানলাম কাকে কান নিয়ে গেছে - অনেক বটতলার উকিল কে বলতে শুনি - এস আলম ডাকাত।

কিছু তথাকথিত রাজনীতি বিদ, এ্যাক্টিবিষ্টকেও বলতে শুনি এস আলম ডাকাত।

তোমাদের পক্ষে সব হাজার টাকার নোট করে দিলেও গুনে শেষ করতে কয়েকবছর লাগবে এস আলমের এখনো যে স্থাবর অস্থাবর সম্পত্তি এদেশে আছে।

মিল, কারখানা,ফ্যাক্টরি, শিল্প, পরিবহন,রিয়েল এস্টেট, বিদ্যূত কেন্দ্র সহ কয়েক লক্ষ কোটির বিনিয়োগ এখনো এদেশে আছে - তোমাদের আব্বার।

রাষ্ট্রীয় মদদে অপপ্রচারের শিকার - পূর্ববর্তী সরকারের দোসর ট্যাগ দিয়ে অত্যাচার করে - চট্টগ্রামের এই বীর পুরুষটিকে তোমরা যতই হিংসা করো- আল্লাহ উনার সন্মান আরো বুলন্দ করবেন।

সবাইকে গর্বের সহিত স্মরণ করিয়ে দিতে চাই - কোন জাতীয় ইস্যুতে আমাদের চট্টগ্রামে মার্কা নয়- এস আলম সাহেবের অঙ্গুলি হেলেনই মার্কা। ম�

09/10/2025

আজকে আবারো কর্মী ছাঁটায়ের কর্মযজ্ঞে মেতে উঠেছে রাতের বেলায়,, রাতে মানুষ তাহাজ্জুদ পড়ে আর তারা টার্মিনেট করে
ফ্যাক্ট ইসলামী ব্যাংক ৫৫০০ অফিসার টার্মিনেটেড।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দনিয়া শাখায় কর্মরত এক মহিলা অফিসারকে গত রবিবারে অন্য কোনো কারণ ছাড়া শুধুমাত্র হিন্দু ধর্...
08/10/2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দনিয়া শাখায় কর্মরত এক মহিলা অফিসারকে গত রবিবারে অন্য কোনো কারণ ছাড়া শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বলে টার্মিনেট করা হয়। তিনি ঘরে না জানিয়ে গতকাল দিনের বেলায় তার স্বামীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঢাকায় পৌঁছে স্বামীকে বিস্তারিত বলেন- "আমার চাকরি চলে গেছে, সেজন্য আমি আপনাকে মালপত্র নিয়ে যাওয়ার জন্য এনেছি।" এটা শুনে অসুস্থ স্বামী ভেঙে পড়ে। ইতিপূর্বেই অসুস্থতার কারণে তিনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্ত্রীর উপার্জনের ওপর ভিত্তি করে পরিবার চলতো। ছয় ও বারো বছর বয়সী দুজন ছেলেও আছে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমোতে গিয়ে স্বামী সকালে ঘুম থেকে না ওঠায় মেডিকেল নিয়ে গেলে স্ট্রোক করেছেন বলে জানা যায়। অবশেষে মৃত্যু সংবাদ!

07/10/2025

এগুলা নাকি মেধাবী 😃😃😃
fans

07/10/2025

তারা মনে করেছিলো আমাদের অবৈধ বলে বের করে দিবে,কিন্তু পারে নাই,যে দেশে লেখাপড়া করার পরে একটা ছেলে অবৈধ হয়, সেখানে লেখাপড়া করা মানে বিলাসিতা

এই নোংরামির শেষ  কোথায়??        fans
06/10/2025

এই নোংরামির শেষ কোথায়??
fans

ওনার কথার সাথে কে কে একমত কমেন্টে জানান,,,   #    fans
05/10/2025

ওনার কথার সাথে কে কে একমত কমেন্টে জানান,,,
# fans

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman Gani Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share