05/08/2024
আমার আব্বা আর্মি উনি পর্যন্ত বিশ্বাস করেনাই আমার দেশের একজন মানুষ যার বাপ কিনা এই দেশের ফাদার অফ নেশন উনার ক্ষমতায় কিভাবে দেশে বাইরের ডিফেন্স ফোর্স ঢুকে
আমার দেশ টারে রক্ষা করো আল্লাহ।
যেই ৩০ জন raw agent কে গ্রেফতার করেছে সেটা ভিডিও গুলো দেখলে নিজেই বুঝবেন সেনা সদস্য মাইকিং করে নিজের মুখে বলেছে। ইভেন আমি এটা ও মনে করি আজকে সারাদেশে যা ঝামেলা হয়েছে থানায় হামলা, মন্দিরে হামলা, জেলখানায় হামলা এর সব কিছুর পিছনে কোনো না কোনো ভাবে বহির শত্রুর একটা চক্রান্ত কাজ করেছে
#ভিডিও #গুলো #আমার #প্রোফাইল #আছে #গিয়ে #দেখে #আসতে #পারেন #আজ #রাতের #ঢাকার #অবস্থা
সাম্প্রদায়িক দাঙ্গা খুবই খারাপ জিনিস , মূলত এটা একটা গ্লোবাল পলিটিক্স এর মুখ্য বিষয়।
এর মাধ্যমে যুগে যুগে কত দেশে যুদ্ধ , সঙ্গাত লেগেছে, দেশ ভাগ হয়েছে তার নজির ভুরি ভুরি ইন্ডিয়া পাকিস্তান কিন্তু মূলত সাম্প্রদায়িক দাঙ্গার কারণেই ১৯৪৭ এ ভাগ হয়েছিল
আজ রাতে ঢাকায় যা যা ঘটলো এরপর আমরা দেশে মোটেও সেফ না!! বহির শত্রুর হাত থেকে উপর ওয়ালা আমাদের রক্ষা করুন
আর আমাদের আর্মি এবং গোয়েন্দা সংস্থা
যারা আছেন আশা করি নিজের দেশ এবং বিবেক বিক্রি করবেন না। আপনাদের দায়িত্ব আপনারা পালন করলে দেশ নিরাপদ থাকবে।
সবাই সতর্ক হোন কোথাও যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আল্লাহ আমার আপনার সবার পরিবার এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন। দোয়া করবেন সবাই।