17/10/2025
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
——
আজ শেখ রাসেলের জন্মদিন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান। আমার ছোট ভাই রাসেল। শুভ জন্মদিন রাসেল। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় তার জন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামে তার নাম রাখেন ‘রাসেল। দুরন্ত রাসেল ছিল আমাদের পরিবারের প্রাণ। আমাদের সবার অতি আদরের।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে জাতির পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ রাসেলকেও তারা হত্যা করে। রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুল আর স্কুলের বই খাতায় মগ্ন রাসেলের তখনও বোঝার সময় হয়নি রাজনৈতিক বাস্তবতা, জানা হয়নি নৃশংসতা কাকে বলে। যদিও শৈশব থেকেই সে নিজের বাবাকে দেখেছে কারাগারের ভিতরে।
বাংলাদেশের প্রতিটি শিশু আমার কাছে রাসেলের মতো আদরের, নিষ্পাপ। আমি তাই চেয়েছিলাম শিশুদের বেড়ে ওঠা হয়ে উঠুক নির্মল আনন্দের, প্রয়োজনে যা কিছু করার আমি তা করেছি এবং করবো। বাংলাদেশের শিশুরা আগামীদিনে যেন এক সমৃদ্ধ দেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারে আজকের দিনে এই আমার প্রতিজ্ঞা।
প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা ভালো নেই। আমিও ভালো নেই আপনাদের এবং বাংলাদেশের এই প্রতিকূল সময়ে। ইশাআল্লাহ আমি ফিরে আসবো যেমন এসেছি বিগত দিনে সকল দুর্দর্শা কাটিয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশায়।
ছোট্ট রাসেল সোনামণির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।