07/09/2025
প্রেস বিজ্ঞপ্তি
হাটহাজারীতে ধর্মীয় বিভেদকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় এবি পার্টির গভীর উদ্বেগ
চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মীয় বিভেদকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটির ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ), ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক এবং চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস মিছিল হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক মসজিদ ও মাদ্রাসার দিকে অশোভন অঙ্গভঙ্গি করে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনা দ্রুত উত্তেজনা ছড়িয়ে দেয়, যদিও পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে কওমি ও সুন্নি অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে শতাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
এবি পার্টির নেতারা বলেন, হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলে, বিশেষত ফটিকছড়ির মাইজভান্ডার ও জামেয়া আহমদিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে সুন্নি-সুফি ধারার অনুসারীরাও ব্যাপকভাবে সক্রিয়। ঐতিহাসিকভাবে এ দুই ধারার মধ্যে মতপার্থক্য বিদ্যমান থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান চলমান ছিল। সাম্প্রতিক এই সংঘাত সে সহাবস্থানে গুরুতর আঘাত হেনেছে।
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় বিভেদকে উসকে দিয়ে সহিংসতার মাধ্যমে সমাজে বিভক্তি সৃষ্টি করা এক অশুভ চক্রান্ত ছাড়া আর কিছু নয়। অথচ ইসলাম শান্তি, সহনশীলতা ও সংযমের শিক্ষা দেয়। ভিন্ন ধারার অনুসারীদের প্রতি বিদ্বেষ, কটূক্তি কিংবা উসকানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, ওয়াজ-মাহফিলসহ যেকোনো ধর্মীয় সমাবেশে উস্কানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান দেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিবৃতিতে এবি পার্টির পক্ষ থেকে তিনটি সুপারিশ তুলে ধরা হয়:
১. যারা এই ঘটনার উসকানিদাতা, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২. সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
৩. হাটহাজারীসহ সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, আলেমসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।
এবি পার্টির নেতারা সংশ্লিষ্ট সকলকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান এবং বলেন—
“আমরা সবাই মুসলমান, ইসলাম আমাদের শিক্ষা দেয় ভ্রাতৃত্ব ও শান্তির। সাময়িক আবেগে সংঘাত ও সহিংসতা ঘটিয়ে নিজেদের ক্ষতি করা কোনোভাবেই সমাধান হতে পারে না। তাই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতেই সব ধরনের মতপার্থক্যের সমাধান করতে হবে।”