12/11/2025
বিপিএলের ড্রাফটে রিশাদ হোসেনের নাম থাকবে না।
বিসিবি তাকে পূর্ণ এনওসি দিয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (BBL) হোবাট হারিকেন্সের হয়ে খেলার জন্য।
এ কারণে তিনি মিস করবেন বিপিএল যা ১৯ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দেশের গুরুত্বপূর্ণ ও মূল টি২০ টুর্নামেন্ট বাদ দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে যাচ্ছেন।
গত বছর একই সুযোগ পেলেও এনওসি না পেয়ে তাকে বরিশালের হয়ে বিপিএল খেলতে হয়েছিল।
বিসিবির মতে
খেলোয়াড়দের উন্নতিতে এটিই সঠিক সময়
বিদেশি লিগে পারফর্ম করলে আরও দরজা খুলবে
দেশের ক্রিকেটও উপকৃত হবে।