ঋদ্ধিময় নিউজ

ঋদ্ধিময় নিউজ বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপাত্র । দেশ-বি?

কিডনি ও লিভার রোগে আক্রান্ত, অসুস্থ ভদন্ত দয়ানন্দ মহাথের মহোদয়ের সুচিকিৎসার জন্য ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার টাকা)  শ্রদ্ধা দ...
17/09/2025

কিডনি ও লিভার রোগে আক্রান্ত, অসুস্থ ভদন্ত দয়ানন্দ মহাথের মহোদয়ের সুচিকিৎসার জন্য ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার টাকা) শ্রদ্ধা দান সংগ্রহ করে প্রদান করেছেন-
প্রগতিশীল মানবিক প্লাটফর্ম আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী জেলা সংগঠন।

সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভান্তের জন্য পূণ্যদান প্রার্থনা করেছেন,
সংগঠনের সভাপতি Bhikkhu Tishananda
ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু মহোদয়।

সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এ...
17/09/2025

সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মহাসচিব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মং হলা চিং ও রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা মহানগর শাখার সভাপতি মিসেস ক্য চিন ঠে ডলি।

অনিত্য বয়ে চলে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, অত্যন্ত দুঃখের সহিদ জানাচ্ছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহা...
16/09/2025

অনিত্য বয়ে চলে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

অত্যন্ত দুঃখের সহিদ জানাচ্ছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি (ভারপ্রাপ্ত) ভদন্ত প্রিয়ানন্দ মহাথের মহোদয়ের অন্যতম শিষ্য, দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারের উপাধক্ষ্য #ভদন্ত_প্রজ্ঞানন্দ_ভিক্ষু মহোদয় ভোর ৫. ০০ ঘটিকার সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় প্রয়ান করেছেন। উনার পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করে জীবনের সমস্ত পুণ্য রাশি দান করছি।

অনিত্য সংবাদ আনিচ্চা বত সাংখারাখাগড়াছড়ি পাবর্ত্য  জেলা রামগড় উপজেলাধীন সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ। ধর্মক...
15/09/2025

অনিত্য সংবাদ
আনিচ্চা বত সাংখারা
খাগড়াছড়ি পাবর্ত্য জেলা রামগড় উপজেলাধীন সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ। ধর্মকথিক সুদেশক #ভদন্ত_উঃ_জতিকা_মহাথের ২৪ বষার্বাস ৪৭ বয়সের। আজ বিকাল ০৩:৪৩ ঘটিকায় সময় নিজ বিহারের শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারলৌকিক সদ্গতি কামনা করছি।

সকলের সহযোগিতা কামনা করছি।
15/09/2025

সকলের সহযোগিতা কামনা করছি।

 #বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং গ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেন  #সৌরজিত_বড়ুয়া...
14/09/2025

#বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং গ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেন #সৌরজিত_বড়ুয়া।
পিতা অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক #বাবু_প্রসেনজিত_বড়ুয়া ও মাতা অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক #শ্রীমতি_শেলী_বড়ুয়া।
#রামু_খিজারী_আদর্শ_উচ্চ_বিদ্যালয়' থেকে এসএসসি ও #রামু_কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি ' ' করেন। এরপর কিছুদিন বাংলাদেশে জব করার পর ২০১৯ সালে #স্নাতকোত্তর করার জন্য চলে যান মালেশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয় ' তে।
তখন থেকেই মালেশিয়ায় পড়াশোনার পরিবেশ এবং ইউনিভার্সিটি শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় একের পর এক সৌরজিতের জীবন বদলে যেতে থাকে😍😊

পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে তিনি #পুত্রা_ইউনিভার্সিটিতে_ব্যবসায়_শিক্ষা অনুষদ থেকে রেকর্ড সিজিপিএ (৩.৯৮) নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
#সৌরজিত_বড়ুয়া এখন একই বিশ্ববিদ্যালয়ে #ডক্টরেট করছেন। তার গবেষণার বিষয় ‘ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা।’
#তিনি অর্জন করেছেন অসংখ্য পুরষ্কার। রেকর্ড টানা পাঁচবার
#ভাইস_চ্যান্সেলর_লিস্ট_পুরস্কার,
#মোস্ট_আউটস্ট্যান্ডিং_পারফরম্যান্স_পুরস্কার,
#ডিন_লিস্ট_পুরস্কার_লাভ_করেছেন।
তার ঝুলিতে আরও রয়েছে,
#ট্যালেন্টব্যাংক_ফিউচার_লিডার_মালয়েশিয়া ২০২১ পুরস্কার,
#সেরা_বাংলাদেশি_ছাত্র_মালেশিয়া ২০২১ পুরস্কার।
এছাড়াও তিনি বিভিন্ন প্রতিযোগিতা যেমন #হাল্ট_প্রাইজ ২০২১ (Amherst, USA) এ রিজিওনাল ফাইনালিস্ট, ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ মালয়েশিয়া ২০২১ এবং ন্যাশনাল ফাইনালিস্ট এবং ল’ওরেল ব্র্যান্ডস্ট্রর্ম মালয়েশিয়া ২০২১ এ সেমিফাইনালিস্ট হয়েছেন❤️🌹

সৌরজিতের আশা, 'ডক্টরেট করার পর ভবিষ্যতে মালয়েশিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করা। তিনি জানান, "অর্থ উপার্জন কখনোই আমার প্রধান লক্ষ্য ছিল না। আমার জীবনের প্রাথমিক উদ্দেশ্য হলো যখন যেখানেই থাকি না কেন গবেষণায় যুক্ত থেকে নিত্যনতুন জ্ঞান অর্জন করা এবং শিক্ষকতার মাধ্যমে এই অর্জিত জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।"

আপনার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।
Soura Jit Barua
(সংগ্রহীত)

 #শুভেচ্ছা_ও_অভিনন্দন।৪৮ তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন   #ডা_প্রহেলিকা_বড়ুয়া_প্রমা।আপনার ন...
13/09/2025

#শুভেচ্ছা_ও_অভিনন্দন।

৪৮ তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন #ডা_প্রহেলিকা_বড়ুয়া_প্রমা।

আপনার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কৃর্তিমান ভিক্ষু, ব্যক্তিত্ব মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,  #ভদন্ত_দয়ানন...
11/09/2025

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কৃর্তিমান ভিক্ষু, ব্যক্তিত্ব মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, #ভদন্ত_দয়ানন্দ_মহাস্থবির মহোদয়কে,

আজকে আবারো #চট্টগ্রাম_মেডিকেল_সেন্টারে ভর্তি করা হয়েছে, কিডনী ও লিভার রোগে আক্রান্ত হয়েছে বলে ডাক্তার প্রাথমিক ভাবে ভর্তির পরামর্শ দিয়েছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলমান,

পূজনীয় ভান্তের সুস্থতা কামনা করছি,

শুভ মধু পূর্ণিমা'র মৈত্রীপূর্ণ শুভেচ্ছা,
07/09/2025

শুভ মধু পূর্ণিমা'র মৈত্রীপূর্ণ শুভেচ্ছা,

সুন্দর ও উপযুক্ত সিদ্ধান্ত।
06/09/2025

সুন্দর ও উপযুক্ত সিদ্ধান্ত।

Ven K Sree Jyotisen Bhikkhu
06/09/2025

Ven K Sree Jyotisen Bhikkhu

03/09/2025

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ঋদ্ধিময় নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঋদ্ধিময় নিউজ:

Share

Category