ঋদ্ধিময় নিউজ

ঋদ্ধিময় নিউজ বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপাত্র । দেশ-বি?

23/08/2025

#প্রশ্ন ছিলো,
বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের মেয়েরা কেনো বেশিরভাগ ধর্মান্তরিত হতে দেখা যায়।

#উত্তর প্রদান করেছেন- কে.শ্রী জ্যোতিসেন মহাথের মহোদয়।

#ধর্মান্তর #ধর্মান্তরিত #ধর্ম_পরিবর্তন #সংখ্যালগু
#হিন্দু #মুসলিম #বৌদ্ধ #খ্রিস্টান #মানুষ

আজ আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর শুভ জন্মদিন বাংলায় ত্রিপিটক অনুবাদের অন্...
20/08/2025

আজ আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর শুভ জন্মদিন

বাংলায় ত্রিপিটক অনুবাদের অন্যতম পুরোধা,
আন্তজার্তিক খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, বহুগ্রন্হ প্রনেতা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরম শ্রদ্ধেয় পন্ডিত ভদন্ত জে. প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের আজ শুভ জন্মদিন।
এ দিনে আমরা ঋদ্ধিময় নিউজ পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, বন্দনা, অভিনন্দন। আমরা পূজনীয় ভান্তের নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করে পুণ্যদান করছি ।

প্রজ্ঞাবংশ মহাথেরো ১৯৫০ সালের ২০ আগষ্ট বৃহস্পতিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে জন্মগ্রহন করেন। তার মাতার নাম রাজলক্ষ্মী বড়ুয়া এবং পিতা যতীন্দ্র বড়ুয়া।তাঁর গৃহী নাম ছিল সুব্রত বড়ুয়া।

গৃহী জীবনে তিনি চট্রগ্রাম পলিটেকনিক কলেজে অধ্যায়ন কালে ১৯৭১ সালে তিনি বিদর্শনাচার্য প্রজ্ঞাজ্যেতি মহাস্থবির এর কাছে কক্সবাজারের রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে প্রবজ্যা জীবন গ্রহন করেন। তাঁরই দীক্ষায় ১৯৭৩ খৃস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৌদ্ধ ভিক্ষু সংঘে পবিত্র উপসম্পদা গ্রহন করেন।

তিনি ১৯৮১ খৃস্টাব্দে বাংলা সাহিত্যে বি,এ,অনার্স সহ এম,এ দ্বিতীয় শ্রেনীতে উত্তীর্ণ হন। ১৯৯৪ খৃস্টাব্দে পালি সাহিত্যে এমএ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮১ হতে ৮৫ খৃস্টাব্দে শ্রীলঙ্কার বিখ্যাত বিদ্যাপীঠ মহরাগামা ভিক্খু ট্রেনিং সেন্টারে সাফল্যের সাথে চার বছর শিক্ষা ও প্রশিক্ষন সমাপ্তির পর স্বদেশ প্রত্যাবর্তন করেন।

১৯৭৬ খৃস্টাব্দে তিনি ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো প্রমুখ হিতৈষীদের নিয়ে মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করেন। ১৯৮৭ হতে ২০০৭ সাল পর্যন্ত এ সময়কালে তিনি রাউজান থানার কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টার,শাসন সেবক পালি কলেজ,প্যারীমোহন -সুমনতিষ্য শিশু সদন,বিশ্বশান্তি প্যাগোডায় গোবিন্দ-গুনালঙ্কার বৌদ্ধ ছাত্রাবাস, মোগলটুলী শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যেতি ধ্যান কেন্দ্র, রাঙ্গামাটির বেতবুনিয়ায় অভায়ারন্য ধ্যানকেন্দ্র, বাংলাদেশ-জাপান মৈত্রী কে.জি প্রাথমিক বিদ্যালয়, নন্দনকান বৌদ্ধ বিহারে ধর্মবংশ ইনস্টিটিউট, নারায়নগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ফ্রান্সের বুদ্ধগয়া বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি আমেরিকা বসবাস করছেন।

ওনার প্রতিষ্ঠিত প্রজ্ঞাবংশ একাডেমী হতে এযাবৎ শতাধিক বই প্রকাশিত হয়েছে।

শুভকামনা
19/08/2025

শুভকামনা

কুশিনগর।
18/08/2025

কুশিনগর।

 #বিশেষ_বার্তা উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আওতাধীন সকল বিহার সমুহকে জানানো যাচ্ছে যে, #ধর্ম_বিষয়ক_মন্ত্রনালয় #বৌদ্ধ_ধর্মী...
18/08/2025

#বিশেষ_বার্তা
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আওতাধীন সকল বিহার সমুহকে জানানো যাচ্ছে যে,
#ধর্ম_বিষয়ক_মন্ত্রনালয়
#বৌদ্ধ_ধর্মীয়_কল্যাণ_ট্রাস্ট
নতুন আপডেট ফরম বিতরন করেছে পুরানো ফরমগুলি বাতিল করা হয়েছে।
নতুন ফরম সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
#মংথেনহ্লা_রাখাইন, খন্ডকালীন অফিস সহকারী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কক্সবাজার জেলা শাখা অফিসে জমা দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
মোবাইল নাম্বার -০১৮১৬৩৫৮৭৩৬
মংথেনহ্লা রাখাইন, খন্ডকালীন অফিস সহকারী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কক্সবাজার জেলা শাখা অফিসে জমা দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আগামী ২৪/২৭ তারিখের মধ্যে জমা দেওয়ার শেষ তারিখ।

অভিনন্দন 🌺প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের এই দলের ৩ নম্বরে জায়গা করেছেন বান...
18/08/2025

অভিনন্দন 🌺
প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের এই দলের ৩ নম্বরে জায়গা করেছেন বান্দরবানের প্রেনচ্যুং ম্রো।

#ফুটবল

❝অনিচ্চা বত সাংঙ্খারা উপাদা বয ধাম্মিনো❞🥲অনিত্য সংবাদ 🥲আজ ভোররাত ৪.০০ ঘটিকায়,শৈলেরঢেবা চন্দ্রোদয় বিহার-এর আবাসিকবিনয়শীল...
18/08/2025

❝অনিচ্চা বত সাংঙ্খারা উপাদা বয ধাম্মিনো❞

🥲অনিত্য সংবাদ 🥲

আজ ভোররাত ৪.০০ ঘটিকায়,
শৈলেরঢেবা চন্দ্রোদয় বিহার-এর আবাসিক
বিনয়শীলগুরুদেব ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়ের প্রিয় অন্তেবাসী
ভদন্ত জ্যোতি কোন্ডাঞো থের
ভিক্ষু জীবনের ১৪তম বর্ষা চলমান অবস্থায়,
৮০ বছর বয়সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন

শ্রদ্ধেয় ভান্তের পারলৌকিক নির্বাণ-শান্তি কামনা করছি,

17/08/2025
শুভ জম্মদিন পূজনীয় ভান্তে🙏🙏ভারত-বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত গুণী সংঘমণিষা, তরুণ প্রতিভাবান সাধক প্রবর, বিচিত্র সুদেশ...
16/08/2025

শুভ জম্মদিন পূজনীয় ভান্তে🙏🙏

ভারত-বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত গুণী সংঘমণিষা, তরুণ প্রতিভাবান সাধক প্রবর, বিচিত্র সুদেশক, ধুতাঙ্গ সাধক, #ভদন্ত_শরণংকর_থের মহোদয়ের আজ ৪১ তম শুভ জন্মদিনে

পূজনীয় ভান্তের নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

14/08/2025

🔴সরাসরি লাইভ সম্প্রচার:-

উখিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী রাজাপালং প্রাচীন জাদি বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসক প্রয়াত মনিন্দ্র বড়ুয়া ও প্রয়াতা উপাসিকা লুলু বালা বড়ুয়া'র ১ম পুত্র বাবু হিমাংশু বড়ুয়া'র সপ্তাহিক ক্রিয়া উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতী ভোজন অনুষ্ঠান-২৫ইং

সকলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন 🙏

13/08/2025

জৌঠক পর্ব কীর্তনীয়া:
পুজল বড়ুয়া( সিদ্ধার্থ )
জয় বড়ুয়া ( গোপাদেবী )

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ঋদ্ধিময় নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঋদ্ধিময় নিউজ:

Share

Category