20/08/2025
আজ আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর শুভ জন্মদিন
বাংলায় ত্রিপিটক অনুবাদের অন্যতম পুরোধা,
আন্তজার্তিক খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, বহুগ্রন্হ প্রনেতা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরম শ্রদ্ধেয় পন্ডিত ভদন্ত জে. প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের আজ শুভ জন্মদিন।
এ দিনে আমরা ঋদ্ধিময় নিউজ পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, বন্দনা, অভিনন্দন। আমরা পূজনীয় ভান্তের নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করে পুণ্যদান করছি ।
প্রজ্ঞাবংশ মহাথেরো ১৯৫০ সালের ২০ আগষ্ট বৃহস্পতিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে জন্মগ্রহন করেন। তার মাতার নাম রাজলক্ষ্মী বড়ুয়া এবং পিতা যতীন্দ্র বড়ুয়া।তাঁর গৃহী নাম ছিল সুব্রত বড়ুয়া।
গৃহী জীবনে তিনি চট্রগ্রাম পলিটেকনিক কলেজে অধ্যায়ন কালে ১৯৭১ সালে তিনি বিদর্শনাচার্য প্রজ্ঞাজ্যেতি মহাস্থবির এর কাছে কক্সবাজারের রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে প্রবজ্যা জীবন গ্রহন করেন। তাঁরই দীক্ষায় ১৯৭৩ খৃস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৌদ্ধ ভিক্ষু সংঘে পবিত্র উপসম্পদা গ্রহন করেন।
তিনি ১৯৮১ খৃস্টাব্দে বাংলা সাহিত্যে বি,এ,অনার্স সহ এম,এ দ্বিতীয় শ্রেনীতে উত্তীর্ণ হন। ১৯৯৪ খৃস্টাব্দে পালি সাহিত্যে এমএ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮১ হতে ৮৫ খৃস্টাব্দে শ্রীলঙ্কার বিখ্যাত বিদ্যাপীঠ মহরাগামা ভিক্খু ট্রেনিং সেন্টারে সাফল্যের সাথে চার বছর শিক্ষা ও প্রশিক্ষন সমাপ্তির পর স্বদেশ প্রত্যাবর্তন করেন।
১৯৭৬ খৃস্টাব্দে তিনি ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো প্রমুখ হিতৈষীদের নিয়ে মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করেন। ১৯৮৭ হতে ২০০৭ সাল পর্যন্ত এ সময়কালে তিনি রাউজান থানার কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টার,শাসন সেবক পালি কলেজ,প্যারীমোহন -সুমনতিষ্য শিশু সদন,বিশ্বশান্তি প্যাগোডায় গোবিন্দ-গুনালঙ্কার বৌদ্ধ ছাত্রাবাস, মোগলটুলী শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যেতি ধ্যান কেন্দ্র, রাঙ্গামাটির বেতবুনিয়ায় অভায়ারন্য ধ্যানকেন্দ্র, বাংলাদেশ-জাপান মৈত্রী কে.জি প্রাথমিক বিদ্যালয়, নন্দনকান বৌদ্ধ বিহারে ধর্মবংশ ইনস্টিটিউট, নারায়নগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ফ্রান্সের বুদ্ধগয়া বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি আমেরিকা বসবাস করছেন।
ওনার প্রতিষ্ঠিত প্রজ্ঞাবংশ একাডেমী হতে এযাবৎ শতাধিক বই প্রকাশিত হয়েছে।