Alor Chowa/ আলোর ছোঁয়া৲৲

Alor Chowa/ আলোর ছোঁয়া৲৲ May allah strengthen your Iman & answer all of your Dua's. I will post a islamic & educational post.

25/07/2025

"জীবন টকশো নয়, এটা আল্লাহর নির্ধারিত এক সফর। কার কী হবে, কিভাবে হবে সবই আল্লাহর হিকমত।
তাই নিজেকে সাজাও ঈমান, আমল আর ধৈর্যের সাথে…" 🤲

17/07/2025

মৃত্যু যখনই আসুক না কেন, মানুষের কিছু স্বপ্ন, কাজ, দায়িত্ব বা অসমাপ্ত ইচ্ছা দুনিয়াতে রয়েই যায়।

16/07/2025

আমরা বলি “আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচান”, কিন্তু নামাজ ছেড়ে দেই, গুনাহ থেকে ফিরে আসি না, তওবা করি না।🤲

26/12/2023

“পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে,
যে একজন নেককার স্ত্রী পেয়েছে।"
——- হযরত আলী (রাঃ)

15/12/2023

“আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।”
—সূরা- আন নিসা :১০৬

15/12/2023

“নিঃসন্দেহে আল্লাহ আদম (আঃ) নূহ (আঃ) ও ইব্রাহীম (আঃ) এর বংশধর এবং এমরানের বংশধরগণকে সমস্ত জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।”

——সূরা-আলে ইমরান : ৩৩

14/12/2023

“তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।”
—— সূরা -আলে ইমরান : ২৯

12/12/2023

“হে আল্লাহ, তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।”

—— সূরা- আলে ইমরান : ২৬

05/12/2023

“আমার সেই নি‘আমত স্মরণ কর, যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং এটাও স্মরণ কর যে, আমি তোমাদেরকে সমগ্র বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।”
——সূরা -আল-বাকারা: ৪৭

04/12/2023

যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করবে ।
——সূরা- আন নিসা : ১০০

04/12/2023

মহানবী (সাঃ) বলেছেন,
"মহিলা যখন তার পাঁচ ওয়াক্ত নামায পড়ে, রোজা রাখে, ইজ্জতের হিফাজত করে, এবং স্বামীর কথামত চলে। তখন সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছামত প্রবেশ করতে পারবে।”

30/11/2023

তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই।
——সূরা আন - নিসা : ৭৮

Address

Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Chowa/ আলোর ছোঁয়া৲৲ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share