অভাগী

অভাগী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভাগী, Digital creator, Chittagong.

কি অপূর্ব দেখতে😍
13/06/2025

কি অপূর্ব দেখতে😍

মনে হচ্ছে না ড্রেসের কালার টা  প্রকৃতি হতে ইন্সপায়ার্ড 😍
13/06/2025

মনে হচ্ছে না ড্রেসের কালার টা প্রকৃতি হতে ইন্সপায়ার্ড 😍

কিছু হলেই আঙুলটা সবসময় বউয়ের দিকেই উঠে।প্রতিটা মেয়েরই তার সংসার নিয়ে স্বপ্ন থাকে। আজ তার যে ইচ্ছে আকাঙ্খাগুলো আছে সেটা আ...
09/05/2025

কিছু হলেই আঙুলটা সবসময় বউয়ের দিকেই উঠে।প্রতিটা মেয়েরই তার সংসার নিয়ে স্বপ্ন থাকে। আজ তার যে ইচ্ছে আকাঙ্খাগুলো আছে সেটা আর ৫-১০ বছর পর থাকবে না।সময়ের কাজ সময়ে করতে না পারলে তার কোন গুরুত্ব নেই।অনেকে আবার বলে শাশুড়ি বাঁচবে কতদিন? এ কথা শুনতে শুনতে মেয়েটার অর্ধেক সংসার জীবন চলে যায়।এমন সময়ে এসে দাঁড়ায় যখন তার কাছে তখন পূর্বের সে ইচ্ছেগুলো মূল্যহীন হয়ে যায়।শাশুড়ি মা হয়ে ওঠার চেষ্টা করলে বাড়ির বউও ঠিকই মেয়ে হওয়ার চেষ্টা করে।এখন আপনি যদি উঠতে বসতে কথা শোনান,প্রতিটা কাজেই শুধু ভুল ধরতে বসে থাকেন, ছেলে বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলান তাহলে তো সন্মান পাবেন না। বাড়ির বউ সে অন্য বাড়ি থেকে এসেছে তাদের চাল চলন,নিয়ম কানুন ভিন্ন হতে পারে।তাই আপনার বাড়ির নিয়ম কানুনের সাথে খাপ খাওয়াতে তার সময় লাগতে পারে।তাই বলে হুটহাট দু কথা শুনিয়ে দেবেন আর চাইবেন সে মুখ বুজে থাকুক তাহলে তো হলো না।আর বাকি রইলো সোনাদানার কথা,তার বাবা মা তাকে দিয়েছে ওটা কেন অন্য কেউ নিজের কাছে রেখে দেবে।যার জিনিস তার কাছেই তো থাকবে।অন্যের জিনিস নিজের কাছে রাখতে চাইলে তো হবে না।ছেলের মায়েরও চাইতে হবে তার সন্তান যেন বউ নিয়ে সুখে থাকে।এখন বউ নিয়ে সুখে আছে বলে যদি গায়ে জ্বালা ধরে তাহলে তো সংসারে অশান্তি লেগে থাকবেই।ছেলে আমি জন্ম দিয়েছি তাই আমার কথা মতোই চলতে হবে এ কথাটা যখন মাথা থেকে বাদ দেবে তখনই সংসারে শান্তি ফিরে আসবে।এখন হাসবেন্ড ওয়াইফ কোথাও টাইম পাস করতে যাবে সেখানে আপনি লেজ ধরবেন, না হয় তাদের ইচ্ছেমতো কিছু করতে চাইলে সেখানে বাঁধা দেবেন তাহলে অশান্তি তো হবেই।ছেলেকে নিজের কোমরের সাথে বেঁধে রাখতে চাইলে দয়া করে বিয়ে দেবেন না। আর পুরুষদের ও ব্যালেন্স করে চলতে হবে মা মায়ের জায়গায়, বউ বউয়েের জায়গায়।কোথয় কাকে কখন থামাতে হবে এটুকু বুঝতে হবে।সাধরণত এমন ঘটনা গুলোতে মেয়েরাই বেশি ভিক্টিম হয় তবে এবার পুরুষ ভিক্টিৃম হওয়ায় সকলের টনক নড়ে উঠলো।

07/05/2025

ভারত-পাকিস্তানের প্রতি অনুরোধ থাকবে;
আপনারা বল করলে স্ট্যাম্প বরাবর করবেন!

ওয়াইড হইলে কিন্তু আমরা শেষ!

05/05/2025

Girls obsession 😍 চুড়ি🥹

05/05/2025

🙃🤧

05/05/2025

ছাদ বাগানের আনারস🍍

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার" বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শ...
05/05/2025

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার"
বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চার শরীরের জন্য নয়, তাদের মানসিক বিকাশেও সাহায্য করে।

🟠 মিষ্টি আলুর পুষ্টিগুণ: 👇

🟣 ওজন বৃদ্ধি:

মিষ্টি আলু দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শক্তি বৃদ্ধি করে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক।

🟣 ক্যালসিয়াম ও আয়রন:

এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন, যা রক্তশূন্যতা কমায় এবং হাড়ের গঠন শক্তিশালী করে।

🟣 হজমে সহায়তা:

মিষ্টি আলু হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি বাচ্চার পেটের সমস্যাগুলোর জন্যও খুব উপকারী।

🟣 বিটা ক্যারোটিন ও ভিটামিন A:

মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন এবং ভিটামিন A থাকে, যা বাচ্চার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং তাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা:

এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যার ফলে তারা বেশি সুস্থ ও সক্রিয় থাকে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখুন এবং দেখুন আপনার বাচ্চা হয়ে উঠছে আরো শক্তিশালী, সুস্থ এবং প্রাণবন্ত।

এমন নিরবতা আর ধৈর্য্য শক্তি আমায় গ্রহণ করুক, আমার সামনে তৃতীয় বিশ্ব যুদ্ধ লাগলেও যেন আমার কারণ জানতে ইচ্ছে না করে. আর ...
04/05/2025

এমন নিরবতা আর ধৈর্য্য শক্তি আমায় গ্রহণ করুক, আমার সামনে তৃতীয় বিশ্ব যুদ্ধ লাগলেও যেন আমার কারণ জানতে ইচ্ছে না করে. আর কাউকে নিজের মনের কথাটাও জানাতে ইচ্ছে না করে।

03/05/2025

আমরা মেয়েরা আসলেই কত অপারক🥺।বাবা মায়ের জন্য কিছু করতে তো পারি না,উল্টো তাদের বোঝা বাড়িয়ে দেই।আমাদের জন্য তারা সর্বস্বান্ত হয়ে যায়🙃💔

Hai na girls??
01/05/2025

Hai na girls??

Address

Chittagong

Telephone

+8801834725937

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভাগী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অভাগী:

Share