dls fantasy

dls fantasy Welcome to my gaming world! I am a passionate gamer who loves to explore different games.

🌌 কোথায় গেল সেই জোনাকিরা? 🌌এক সময় গ্রামের রাতগুলো জোনাকির আলোয় ঝিলমিল করত। এখন যেন সেই আলো হারিয়ে গেছে অন্ধকারে...তুমি ক...
18/07/2025

🌌 কোথায় গেল সেই জোনাকিরা? 🌌

এক সময় গ্রামের রাতগুলো জোনাকির আলোয় ঝিলমিল করত। এখন যেন সেই আলো হারিয়ে গেছে অন্ধকারে...
তুমি কি খেয়াল করেছ, জোনাকি পোকা দিন দিন কমে যাচ্ছে?

🔍 কেন কমে যাচ্ছে জোনাকি?
🟡 বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে – গাছপালা কেটে ফেলা, জলাভূমি ভরাট
🟡 কৃত্রিম আলো – জোনাকি সঙ্গীর সাথে যোগাযোগ করে আলো দিয়ে, কিন্তু চারপাশের বৈদ্যুতিক আলো তাদের আলো ম্লান করে দেয়
🟡 কীটনাশক – জমিতে স্প্রে করা বিষ জোনাকিদের মেরে ফেলে
🟡 জলবায়ু পরিবর্তন – পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ওরাও হারিয়ে যায়
🟡 মানুষের অজ্ঞতা – ছবি তোলার মোহে অনেকেই ওদের ধরার চেষ্টা করে, যা ওদের ক্ষতি করে

💚 আমরা কী করতে পারি?
🌱 গাছ লাগাই, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করি
💡 অকারণে আলো জ্বালানো বন্ধ করি
🚫 কমিয়ে দিই বিষাক্ত রাসায়নিক ব্যবহার
📢 সচেতন হই, অন্যদেরও করি

জোনাকির আলো যেন গল্প না হয়ে যায়, স্মৃতি হয়ে না থাকে...
আসুন, ছোট এই জীবগুলোকে বাঁচিয়ে তুলি।

#জোনাকি #প্রকৃতিপ্রেম #সচেতনতা

⚓️🌌 গল্প: “অদৃশ্য দ্বীপের আলোর টান”রাতের সমুদ্র বড়ই ভয়াবহ। চারদিক অন্ধকার, শুধু জাহাজের ডেকে হালকা আলো আর দূরের আকাশে ...
11/07/2025

⚓️🌌 গল্প: “অদৃশ্য দ্বীপের আলোর টান”

রাতের সমুদ্র বড়ই ভয়াবহ। চারদিক অন্ধকার, শুধু জাহাজের ডেকে হালকা আলো আর দূরের আকাশে কিছু তারার ঝিকিমিকি।

মারুফ ছিল সেই জাহাজের একজন তরুণ নাবিক। সে সমুদ্রের গল্প শুনে বড় হয়েছিল — রহস্যময় দ্বীপ, অদৃশ্য বাতিঘর, সোনালী ধনভাণ্ডার আর হারিয়ে যাওয়া জাহাজের কিংবদন্তি।

সেই রাতেও ঝড় আসছিল। হাওয়ার ঝাপটা শক্ত হয়ে আসছে, ঢেউগুলো জাহাজের গা ঘেঁষে বিশাল উল্লম্ফন করছে। হঠাৎ, দূরে দেখা গেল এক ক্ষীণ আলোর রেখা। আলোর টান খুবই অদ্ভুত — যেন ডাকছে।

ক্যাপ্টেন ও বাকি নাবিকেরা ভয় পেয়ে গেল। তারা বলল, “ওটা শয়তানের বাতিঘর! ওদিকে গেলে জাহাজ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে!”
কিন্তু মারুফ যেন আলোয় মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে ভাবল, “যদি সত্যিই ওটা কোনো দ্বীপ হয়? হয়তো কেউ সাহায্য চাইছে…”

---

🏝️ আলোর দ্বীপ

ঝড়ের রাত পেরিয়ে সকাল হল। সবাই অবাক হয়ে দেখল, জাহাজ ভেসে এসেছে এক অজানা দ্বীপের কাছে। দ্বীপটা দেখতে স্বপ্নের মতো সুন্দর — নারকেল গাছ, সাদা বালির সৈকত, পাখির ডাক।

মারুফ ডিঙ্গি নৌকা নিয়ে দ্বীপে নামল। হেঁটে যেতে যেতে দেখল, গাছের আড়ালে একটা ছোট বাতিঘর। বাতিঘরের দরজা খোলা, ভেতরে ধুলো আর লতা–পাতায় ভরা। তবু বাতিঘরের মাথায় লাল আলো জ্বলছে।

দরজার পাশে পাথরের ফলকে লেখা আছে:

> “যারা পথ হারায়, তাদের পথ দেখাতে আমি আছি। এই দ্বীপ একমাত্র তাদের জন্য, যারা আলোর টান বুঝতে পারে।”

মারুফের মনে হল, এখানে যেন সময় থেমে আছে। বাতাসের মধ্যে ইতিহাসের গন্ধ, হারিয়ে যাওয়া নাবিকদের শ্বাস–প্রশ্বাস মিশে আছে।

---

🌊 আত্মার গল্প

দ্বীপে কিছু প্রাচীন জাহাজের কাঠের টুকরো, নাবিকদের ফেলে যাওয়া জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে। মারুফ কুড়িয়ে পেল এক পুরনো ডায়েরি। তাতে লেখা ছিল এক নাবিকের গল্প, যে ঝড়ে পড়ে গিয়ে এই দ্বীপে এসে বেঁচে ছিল, কিন্তু আর ফিরে যেতে পারেনি।

সে লিখেছে:

> “এই দ্বীপে দিনগুলো কেটে যায় বাতিঘরের আলো জ্বালিয়ে। রাতে আমি দূরে হারিয়ে যাওয়া জাহাজকে পথ দেখাই। যদি কোনোদিন কেউ আসে, তার হাতে এই ডায়েরি তুলে দিতে চাই…”

ডায়েরির পাতাগুলো কেঁপে উঠল বাতাসে। হঠাৎ মনে হল, বাতিঘরের আলো শুধু পাথরের নয়, যেন এখানে থেকে যাওয়া কারো আত্মা আজও সেই আলো জ্বালায়।

---

⚓️ ফিরে আসা

কয়েকদিন পর ঝড় থামল, জাহাজ মেরামত হল। মারুফ বিদায় নিল দ্বীপ থেকে। যাওয়ার সময় বাতিঘরের দিকে তাকিয়ে দেখল, লাল আলো এখনও জ্বলছে — দূর সমুদ্রের নাবিকদের পথ দেখানোর জন্য।

জাহাজ যখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, মারুফ মনে মনে প্রতিজ্ঞা করল:

> “একদিন আমি আবার আসব, এই দ্বীপের অদেখা গল্পগুলো শোনার জন্য…”

দূর থেকে তখনও বাতিঘরের আলো সমুদ্রের ঢেউয়ে কাঁপছিল — আলো, যেটা শুধু দিক দেখায় না, বরং বাঁচিয়ে রাখে হারিয়ে যাওয়া আশা আর মানুষের গল্প।

02/07/2025
হ্যা প্রিয়
20/03/2025

হ্যা প্রিয়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন। এরপর শনিবার সন্ধ্য...
25/08/2024

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন। এরপর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের রিপোর্ট বলছেন, তার আন্ডাকোষে আঘাত রয়েছে। একাধিক ডাক্তার এই আঘাতের বিষয়টি নীশ্চিত করেছেন। একজন ডাক্তার জানিয়েছেন, ভারি কিছু দিয়ে আঘাতের ফলে এমন ক্ষত হতে পারে। তবে কতখানি বড় আঘাত তা নিশ্চিত করতে পারেননি।

25/08/2024

টিএসসি তে লাখ লাখ মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সারাদিনের ফান্ড কালেকশনে টাকা উঠে ১ কোটি।

আস সুন্নাহ ফাউন্ডেশনে সারাদেশের মানুষের, প্রবাসীদের, ব্যাবসায় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় ফান্ড কালেকশন হয় ২০ কোটির মতো।

ড. মুহম্মদ ইউনুস দেশের সব এনজিও, বৈদেশিক প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে ফান্ড তৈরী করলেন এক হাজার কোটি টাকার।

আর ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা পাচার করে দিয়েছিলো ২০০০ কোটি টাকা। জ্বি, দুই হাজার কোটি টাকা।

একটা ছাত্রলীগ নেতা। যার হয়তো দেশের জন্য এক টাকা ভ্যালু এডিশন করার যোগ্যতা কোনোদিন ছিলো না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটি...
23/08/2024

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Address

Chittagong
4335

Website

Alerts

Be the first to know and let us send you an email when dls fantasy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share