Sultana's Dreamland

Sultana's Dreamland Assalamualaikum everyone. Welcome to my page. Here I am sharing some pictures of my garden, my travelling, my cooking and my captured photoghraphies.

Those who are interested in these topics can follow my page. Stay blessed and spread positiveness.

মেঘলা, বান্দরবান।।
08/04/2025

মেঘলা, বান্দরবান।।

Chittagong zoo.
14/02/2025

Chittagong zoo.

Important information
14/02/2025

Important information

The beach is my happy place :)
20/01/2025

The beach is my happy place :)

সরিষা ক্ষেত
13/01/2025

সরিষা ক্ষেত

আকিলপুর সমুদ্র সৈকত
12/01/2025

আকিলপুর সমুদ্র সৈকত

কাশফুল
09/01/2025

কাশফুল

চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩...
08/01/2025

চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত। মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত। চট্টগ্রামে যারা চা বাগান দেখতে যেতে চান ঘুরে আসতে পালেন এখান থেকে।।

বড় হওয়ার পর নিজের বাবা মাকে জাজ কইরেন না।আধুনিক জমানার, পড়ালেখা/ চাকরি / টাকার সাফল্য অনুযায়ী, তাদের অবদান মাপার চেষ্টা ...
27/10/2024

বড় হওয়ার পর নিজের বাবা মাকে জাজ কইরেন না।

আধুনিক জমানার, পড়ালেখা/ চাকরি / টাকার সাফল্য অনুযায়ী, তাদের অবদান মাপার চেষ্টা করাটা অন্যায়!

আপনার জন্য তারা কি করতে পারেনাই, কিভাবে আপনার দেখভাল করলে আপনি একটা ভালো চাকরি বাকরি করে মানুষজনকে দেখায়া দিতে পারতেন

এই ধরনের আলাপ খুবই দু:খজনক!

ভাইবেন আপনি বাইচা আছেন এইটা বাবা মামা হিসেবে তাদের সবচেয়ে বড় সাফল্য!

গভীর রাতে উইঠা আপনাকে বুকের দুধ খাওয়াইতে হইছে, কাহিনী এক রাতের না। সহস্র রাতের। রাতের পর রাত , দিনের পর দিন!

আপনাকে পরিস্কার করতে হইছে ৷ আপনার শরীরের কোথাও যে পচন ধরেনাই, আপনি যে সুস্থ সবল আছেন সেইটা তাদের দিন রাতের ঘুম খাওয়া, আরাম, আলাপ ঘোরাঘুরি, সব কিছুর কম্প্রোমাইজের এন্ড রেজাল্ট!

বড় বেলায় আপনি কিছুটা অনাদর পাইছেন অতটা মুগ্ধ ভালোবাসা পান নাই এই জন্য বাবা মার প্রতি একটা অভিমান জমা হইতে পারে, সেই অভিমানের আরামটাকে স্থায়ী হইতে দিয়েন না।

আপনার প্রথম হাটার দিনের কথা ভাবেন! ভাবেন, হামাগুড়ির দিন।

ভাবেন একটা কিছু মুখে দিছেন, আগুন ধরতে গেছেন

ভাবেন, একটা চিলের মতন দৌড়ে এসে বাচাইলো একজন মানুষ!

ভাবেন নরম সকালে সে আপনারে কোলে নিয়ে বইসা আছে বারান্দায়!

কপালে গালে, অযথা চুমু দিয়ে, আবার শাড়ির আচল দিয়ে সে দাগ মুইছা দিতেছে কতটা ভালোবাসায়!
CP

দেখুন-সবার সাথে মিলেমিশে,সম্পর্ক খারাপ না করে থাকার চেষ্টা করুন।কখন আবার কার দুয়ারে কাকে কার প্রয়োজনে যেতে হয়!আমরা মাঝে ...
09/10/2024

দেখুন-সবার সাথে মিলেমিশে,সম্পর্ক খারাপ না করে থাকার চেষ্টা করুন।কখন আবার কার দুয়ারে কাকে কার প্রয়োজনে যেতে হয়!

আমরা মাঝে মাঝেই অন্যদের ছোট মনে করি আর নিজেদের বড় করে দেখি।কিন্তু এমনও একদিন আসতে পারে একটা তুচ্ছ বিষয় নিয়ে আপনাকে তার সাহায্যের জন্য যেতে হচ্ছে,যাকে আপনি অনেক জুলুম করেছেন(আল্লাহ ভালো জানেন)।

সবার সাথে সুন্দর বন্ধুত্ত বজায় রাখুন।অন্যের সাথে রুড ব্যবহার করে ফেললেন,তাকে সরি বলে আবার এক হয়ে কথা বলুন।
কি দরকার,নিজেকে বড় করার?

নিজেকে ভালোবাসুন তবে অন্যকে ছোট করে নয়।অন্যের পাশে থাকুন,ইন শা আল্লাহ আপনার প্রয়োজন হলে তারাও আপনার পাশে থাকবেন।

#হাফসা_মুমতারিন_মুমু

পুরুষের জীবনে এমন একটা সময় আসে,তখন আর শরীরের শক্তি  থাকেনা,পকেটের জোর থাকে না,এতোদিন যাদেরকে খাওয়াইছিলো,যাদের কথায় নাচছি...
05/10/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে,তখন আর শরীরের শক্তি থাকেনা,পকেটের জোর থাকে না,এতোদিন যাদেরকে খাওয়াইছিলো,যাদের কথায় নাচছিলো তারা কেও পাশে থাকে না।পাশে থাক একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো,মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী,আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না।যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর।আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না।সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে,হেলায় অবহেলায়,ভালোবাসায়,যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়,না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা।
সেই অবহেলিত,অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকে সতর্ক হওন,নিজের সহধর্মিণীকে মূল্য দিন,শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে।।
CP

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana's Dreamland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share