22/09/2025
বদনজর আসলেই সত্যি!
আজকে আপনাদের সাথে শেয়ার করি এই বদনজরের কথা।
নিচে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ছেলে।নাম তার উইচি।
কম বেশি সবাই আমার উইচিকে চিনেন।
আমি বেশিরভাগ মেটিং এর ক্ষেত্রে ফিমেলের সুবিধার্থে মেলকে ফিমেলের বাসায় দিয়ে থাকি,যাতে ফিমেল মেটিং ভালোভাবে করতে পারে কিন্তু এই ফিমেলের বাসায় মেটিং এ দেওয়াটা যে আমার জন্য কাল হয়ে দাড়াবে সেটা বুঝতে পারি নি।
যাইহোক এইবার আসি মুল কথা:-
আমি খুব কম সং্খ্যক মানুষের মুখ থেকে মাশাল্লাহ কথাটা শুনছি বেশিরভাগ যে কথাটা শুনছি সেটা হচ্ছে আপু আপনার মেলটা বেশি খায়,আমার হাজবেন্ড/ভাই/বোন কেউ ডিম খেলেই মুখের সামনে এসে দেখে থাকে,আপু আপনার আমার মেয়েকে কিছু খেতে দিলে আপনার মেল খেয়ে নেই,আপু পার্সিয়ান ক্যাট সব কেমনে খায়?আমার মেয়েটা তো আপু ক্যাটফুড ছাড়া কিছুই খায় না,
আপু উইচির অনেক খাওয়া দাওয়া আছে,অনেক স্বাস্থ্য ওর,ওকে এতো পরিষ্কার কেমনে রাখেন?
ওর শরীর দিয়ে যে স্মেল আসে এইটা কিসের?এইটা এতোদিন থাকে কেমনে?আমারগুলাকে আজকে গোসল দিলে কালকে ময়লা করে ফেলে,আপনারটা অনেক পরিষ্কার,আপনারটার ওজন অনেক,কিভাবে ওজন বাড়াইছেন?আপনার ছেলের মত স্বাস্থ্য বানাতে চাচ্ছি কিন্তু পারতেছি না,আপনার ছেলে কি আদর নেই,আপনার ছেলে পায়ের উপর শুয়ে থাকে মাথার উপর শুয়ে থাকে আমার মেয়ে এমন না!আপনার ছেলে বিড়াল এইখানে ওইখানে স্প্রে করে,আপনার ছেলে টেবিলে উঠে বসে থাকে এইধরনের আরও অনেক ধরনের কথা আমাকে এতো বাজেভাবে আঘাত করছে যা নেওয়ার মত না।একটা মানুষ যদি এতোও খায় তা তো কেউ মুখের উপর বলে না এত্তবাজেভাবে,আমি জাস্ট চুপ থাকতাম কিন্তু এইগুলা আমাকে বেশি কষ্ট দেই,আরেহ ভাই ওরা বোবা প্রানী আর ছেলে বিড়াল একটু বেশিই খায় এইটা নতুন কিছু না।ছেলে বিড়াল বেশি খেত আর বেশিই খেয়ে আসতেছে,আর ওর ক্ষুধা লাগলে কি ও খাবে না?ও না হয় একটু বেশি খায় কিন্তু আপনারা ওরে যেভাবে মেটিংটা করান ওইভাবে কি ওর খাওয়াটা স্বাভাবিক না?ওর শরীরের উপর কি দখল যায় না?
আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যেসব মানুষ এইসব কথা বলত তারা কতোটুকু তাকে খাবার দিত বা দিছে তা আমার জানা,সে তাদের বাসার থেকে আসার পর কোন না কোন অসুখ বাঁধাত,পেটে অনেক ক্ষুধা নিয়ে আসত বাসায় ঝুড়ির থেকে বের করার সাথে সাথেই সে খাবার খেয়ে নিত।তাও আমি কখনও তাদেরকে ফোন দিয়ে ছোটলোকির প্রমান দেই নি,
এরপর একসময় ঠিক করলাম মেটিং আমি আমার বাসায় এনে করাব এন্ড কখনোই ফিমেলের ওনারকে বলব না আপনার ফিমেল এত এত খায় বরং আমি উল্টো ফিমেলদেরকে প্রয়োজনে হ্যান্ডফিড করাই আমার বাসার বিড়াল থেকেও বেশি কেয়ার আমি তাদেরকে করি।আমার বাসায় যদি কোন মেটিং এর ক্যাট খাবার নিজের থেকে খায় তখন আমার মনে তৃপ্তি লাগে আর যদি না খায় আমি বেশি অধৈর্য্য হয়ে হ্যান্ডফিড করানো শুরু করি,আমার এমনও ক্যাট আসছিল যারা তাদের ওনারের কাছে হ্যান্ড ফিড ছাড়াই খেত না তারাই আমার বাসায় আমার কাছে নিজে নিজে খাওয়ার অভ্যাস করছে কখনও আমি তাদের ওনারকে বাজেভাবে কথাগুলো উপস্থাপন করি নি।
আমি শুধু ফিমেলের ওনারের থেকে পারমিশন নিয়ে থাকি যে আপনার ফিমেলকে ওমুকের অভ্যাস করাব নাকি না!
যাইহোক এই যে আপারা/ভাইয়েরা যারা আমার মেটিং চার্জ নিয়ে বড় বড় কথা বলছিলেন আমার ছেলের স্বাস্থ্য নিয়ে খাবার নিয়ে কথা বলছিলেন আপনারা কি এখন আমার ছেলেকে সুস্থ করে দিতে পারবেন?
তার ১০৫' জ্বর,খাওয়া দাওয়া নাই আজকে অনেক দিন আমার বাচ্চাটা দিন দিন শুখাইয়ে যাচ্ছে,এখন আপনারা খুশি তো?
আপনাদের মুখের উপর ঠোসা পরুক,আল্লাহ আপনাদের বিচার করবে,আর টাকার কথা বলেন?আপনি আপনার বাচ্চাকে স্পে করান না কেন?বাচ্চা হলে তো ১০হাজারের নিচে সেল করতে চান না!তখন মাথায় আসে না যে অন্যের বাচ্চাকে নিয়ে কথা বলার?
আমার থেকে তো সব রকমের সাজেশন নেন,সব রকমের সুবিধা ভোগ করেন এখন আমার অসুবিধার ভোগের ভাগিদার কি আপনারা নিবেন?
সময় এখনও আছে ভালো হয়ে যান মানুষের বাচ্চা নিজের বাসায় নিয়ে এইভাবে বদনজর দিয়ে অসুস্থ বানাই দিবেন না,
এরপরেও যদি কেউ বলেন আমি বিজেনেস করি তাহলে আমি বিজনেস করি যে বিজনেস দিয়ে আমি ২টা ১০তলার বিল্ডিং বানাতে দিছি।
আরেকটা কথা এইবার থেকে কেউ বলতে আসিয়েন আমার ছেলেকে নিয়ে কথা তখন আমি মাথায় রাখব না আপনি কে?