Senior Sister

Senior Sister Assalamualaikum❤️ 🎭 Funny • Relatable • Real! Daily drama with a twist of comedy 😉
📩 Collab? Inbox us now!

শুভ সকাল🟠
25/09/2025

শুভ সকাল🟠

১ বা ২ এর অধিক সন্তান নয়🤥জনসং্খ্যা নিয়ন্ত্রন করুন এইভাবে😆 Dr-Foisal Shikder
24/09/2025

১ বা ২ এর অধিক সন্তান নয়🤥জনসং্খ্যা নিয়ন্ত্রন করুন এইভাবে😆 Dr-Foisal Shikder

দাত্তার মামা এত্তোগুলা অসুত দিসে  Foisal Shikder💦
23/09/2025

দাত্তার মামা এত্তোগুলা অসুত দিসে Foisal Shikder💦

💚
23/09/2025

💚

আমি আমার মায়ের পি এস।
22/09/2025

আমি আমার মায়ের পি এস।

মাশাল্লাহ❤️আমার দুনিয়া এক দিকে আর তারা আরেক দিকে❤️তারা আমার সন্তানের মত,সন্তানের মত না তারাই আমার সন্তান,কেন জানেন?কারন ...
22/09/2025

মাশাল্লাহ❤️
আমার দুনিয়া এক দিকে আর তারা আরেক দিকে❤️
তারা আমার সন্তানের মত,সন্তানের মত না তারাই আমার সন্তান,কেন জানেন?
কারন আমি যখন বাসায় থাকি না তখন শুধু ঘুরে ঘুরে আমাকে খোঁজে কান্না করে,আর আমি বাসায় থাকলে একটু পর পর আমাকে দেখতে আসে কিন্তু আমাকে বুঝতে দেই না,আমি যে রুমেই থাকি সেই রুমেই আমার থেকে একটু দূরে গিয়ে ঘুমাই,ক্ষুধা লাগলে আমাকে এসে ডেকে দেয়,আমার মন খারাপ থাকলে আমাকে এসে বুঝায় যে কেউ থাকুক আর না থাকুক তারা আছে,
আমি যদি রুমে দরজা লক করে কাজ করি তাহলে রুমের সামনে এসে ডাকতে ডাকতে তাদের দেখতে হবে আমি রুমে কি করতেছি!
আমি ওয়াশরুমে গেলে আমার পেছন পেছন ওয়াশরুমে যাবে,আমি যদি তাদের নাম ধরে একবার ডাক দেই দৌড়ে আমার কাছে হাজির হবে,তারা বুঝে আমি তাদের মা!আর তারাই আমার সন্তান।আমিও তাদেরকে সন্তানের মত আদর শাসন করি,

অনেকে আমাকে বলেন এই যে বিড়ালগুলা পাল তাতে তোমার কি লাভ?এতো টাকা ওদের পিছনে নষ্ট করে কি লাভ?ব্যবসা কর টাকা আসবে,না হয় ফেলে দাও,
মাঝে মাঝে তাদেরকে বিশ্লেষণ দেই,
আপনার বাচ্চা হলে কি আপনি ফেলে দিবেন?
আপনি যে বাচ্চা পালতেছেন ওদেরকে দিয়ে কি ব্যবসা করান?নাকি ওদের থেকে কিছু পাওয়ার আশায় পালতেছেন?আমার আম্মু তো আমাদের থেকে কিছু পাওয়ার আশায় লালন পালন করেন নাই?তাই আমি আম্মুর থেকে শিক্ষা পেয়ে ওদেরকে পালতেছি।
টাকা গেলে আমার যাচ্ছে তাতে আপনাদের কি?
যখন তারা বলে এই টাকাগুলা গরিবদেরকে খাওয়াও সওয়াব হবে!
আচ্ছা আপনারা কতোটুকু গরিবদেরকে খাওয়ান?
আর গরিবদেরকে কি দেখাই দেখাই খাওয়াব?
গরিবের সাথে এদের কেন তুলনা করতেছেন!এরাও আল্লাহর সৃষ্টি,গরিবদের হাত পা থাকলে ওরা কাজ কর্ম করে খেতে পারে,আর ওদের মুখও আছে যেটা দিয়ে ওরা ভিক্ষা করে হলেও চলতে পারে কিন্তু বোবা প্রানীরা কি সেটা পারে?বোবা প্রানীদেরকে কি আল্লাহ খাওয়াতে না করছে কোথাও?আল্লাহ কোথায় লিখছেন যে বিড়াল কুকুর বা কোন বোবা প্রানীকে তোমরা খাওয়ার দিবে না?
আর সবচেয়ে বড় কথা ওরা আমার মানসিক শান্তি।এই কথা যদি কারোর কাছে হাস্যকর লাগে লাগতে পারে কিন্তু আমার সন্তানেরা আমার মানসিক শান্তি❤️
আমি যতই যায় কিছু করি না কেন দিনশেষে তাদেরকেই আমি পাশে পাই🟠

বদনজর আসলেই সত্যি!আজকে আপনাদের সাথে শেয়ার করি এই বদনজরের কথা।নিচে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ছেলে।নাম তার উইচি।কম বেশি স...
22/09/2025

বদনজর আসলেই সত্যি!
আজকে আপনাদের সাথে শেয়ার করি এই বদনজরের কথা।
নিচে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ছেলে।নাম তার উইচি।
কম বেশি সবাই আমার উইচিকে চিনেন।
আমি বেশিরভাগ মেটিং এর ক্ষেত্রে ফিমেলের সুবিধার্থে মেলকে ফিমেলের বাসায় দিয়ে থাকি,যাতে ফিমেল মেটিং ভালোভাবে করতে পারে কিন্তু এই ফিমেলের বাসায় মেটিং এ দেওয়াটা যে আমার জন্য কাল হয়ে দাড়াবে সেটা বুঝতে পারি নি।
যাইহোক এইবার আসি মুল কথা:-

আমি খুব কম সং্খ্যক মানুষের মুখ থেকে মাশাল্লাহ কথাটা শুনছি বেশিরভাগ যে কথাটা শুনছি সেটা হচ্ছে আপু আপনার মেলটা বেশি খায়,আমার হাজবেন্ড/ভাই/বোন কেউ ডিম খেলেই মুখের সামনে এসে দেখে থাকে,আপু আপনার আমার মেয়েকে কিছু খেতে দিলে আপনার মেল খেয়ে নেই,আপু পার্সিয়ান ক্যাট সব কেমনে খায়?আমার মেয়েটা তো আপু ক্যাটফুড ছাড়া কিছুই খায় না,
আপু উইচির অনেক খাওয়া দাওয়া আছে,অনেক স্বাস্থ্য ওর,ওকে এতো পরিষ্কার কেমনে রাখেন?
ওর শরীর দিয়ে যে স্মেল আসে এইটা কিসের?এইটা এতোদিন থাকে কেমনে?আমারগুলাকে আজকে গোসল দিলে কালকে ময়লা করে ফেলে,আপনারটা অনেক পরিষ্কার,আপনারটার ওজন অনেক,কিভাবে ওজন বাড়াইছেন?আপনার ছেলের মত স্বাস্থ্য বানাতে চাচ্ছি কিন্তু পারতেছি না,আপনার ছেলে কি আদর নেই,আপনার ছেলে পায়ের উপর শুয়ে থাকে মাথার উপর শুয়ে থাকে আমার মেয়ে এমন না!আপনার ছেলে বিড়াল এইখানে ওইখানে স্প্রে করে,আপনার ছেলে টেবিলে উঠে বসে থাকে এইধরনের আরও অনেক ধরনের কথা আমাকে এতো বাজেভাবে আঘাত করছে যা নেওয়ার মত না।একটা মানুষ যদি এতোও খায় তা তো কেউ মুখের উপর বলে না এত্তবাজেভাবে,আমি জাস্ট চুপ থাকতাম কিন্তু এইগুলা আমাকে বেশি কষ্ট দেই,আরেহ ভাই ওরা বোবা প্রানী আর ছেলে বিড়াল একটু বেশিই খায় এইটা নতুন কিছু না।ছেলে বিড়াল বেশি খেত আর বেশিই খেয়ে আসতেছে,আর ওর ক্ষুধা লাগলে কি ও খাবে না?ও না হয় একটু বেশি খায় কিন্তু আপনারা ওরে যেভাবে মেটিংটা করান ওইভাবে কি ওর খাওয়াটা স্বাভাবিক না?ওর শরীরের উপর কি দখল যায় না?
আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যেসব মানুষ এইসব কথা বলত তারা কতোটুকু তাকে খাবার দিত বা দিছে তা আমার জানা,সে তাদের বাসার থেকে আসার পর কোন না কোন অসুখ বাঁধাত,পেটে অনেক ক্ষুধা নিয়ে আসত বাসায় ঝুড়ির থেকে বের করার সাথে সাথেই সে খাবার খেয়ে নিত।তাও আমি কখনও তাদেরকে ফোন দিয়ে ছোটলোকির প্রমান দেই নি,

এরপর একসময় ঠিক করলাম মেটিং আমি আমার বাসায় এনে করাব এন্ড কখনোই ফিমেলের ওনারকে বলব না আপনার ফিমেল এত এত খায় বরং আমি উল্টো ফিমেলদেরকে প্রয়োজনে হ্যান্ডফিড করাই আমার বাসার বিড়াল থেকেও বেশি কেয়ার আমি তাদেরকে করি।আমার বাসায় যদি কোন মেটিং এর ক্যাট খাবার নিজের থেকে খায় তখন আমার মনে তৃপ্তি লাগে আর যদি না খায় আমি বেশি অধৈর্য্য হয়ে হ্যান্ডফিড করানো শুরু করি,আমার এমনও ক্যাট আসছিল যারা তাদের ওনারের কাছে হ্যান্ড ফিড ছাড়াই খেত না তারাই আমার বাসায় আমার কাছে নিজে নিজে খাওয়ার অভ্যাস করছে কখনও আমি তাদের ওনারকে বাজেভাবে কথাগুলো উপস্থাপন করি নি।
আমি শুধু ফিমেলের ওনারের থেকে পারমিশন নিয়ে থাকি যে আপনার ফিমেলকে ওমুকের অভ্যাস করাব নাকি না!
যাইহোক এই যে আপারা/ভাইয়েরা যারা আমার মেটিং চার্জ নিয়ে বড় বড় কথা বলছিলেন আমার ছেলের স্বাস্থ্য নিয়ে খাবার নিয়ে কথা বলছিলেন আপনারা কি এখন আমার ছেলেকে সুস্থ করে দিতে পারবেন?
তার ১০৫' জ্বর,খাওয়া দাওয়া নাই আজকে অনেক দিন আমার বাচ্চাটা দিন দিন শুখাইয়ে যাচ্ছে,এখন আপনারা খুশি তো?
আপনাদের মুখের উপর ঠোসা পরুক,আল্লাহ আপনাদের বিচার করবে,আর টাকার কথা বলেন?আপনি আপনার বাচ্চাকে স্পে করান না কেন?বাচ্চা হলে তো ১০হাজারের নিচে সেল করতে চান না!তখন মাথায় আসে না যে অন্যের বাচ্চাকে নিয়ে কথা বলার?
আমার থেকে তো সব রকমের সাজেশন নেন,সব রকমের সুবিধা ভোগ করেন এখন আমার অসুবিধার ভোগের ভাগিদার কি আপনারা নিবেন?

সময় এখনও আছে ভালো হয়ে যান মানুষের বাচ্চা নিজের বাসায় নিয়ে এইভাবে বদনজর দিয়ে অসুস্থ বানাই দিবেন না,

এরপরেও যদি কেউ বলেন আমি বিজেনেস করি তাহলে আমি বিজনেস করি যে বিজনেস দিয়ে আমি ২টা ১০তলার বিল্ডিং বানাতে দিছি।

আরেকটা কথা এইবার থেকে কেউ বলতে আসিয়েন আমার ছেলেকে নিয়ে কথা তখন আমি মাথায় রাখব না আপনি কে?

20/09/2025

Vamos Bangladesh. 🇧🇩

ঝাপসা মুহূর্ত, স্পষ্ট স্মৃতি 📸
20/09/2025

ঝাপসা মুহূর্ত, স্পষ্ট স্মৃতি 📸

আমাদের শুক্রবার❤️
19/09/2025

আমাদের শুক্রবার❤️

18/09/2025

ধন্যবাদ শ্রীলঙ্কা।
সুপার ফোরে বাংলাদেশ 🇧🇩

🖤
18/09/2025

🖤

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Senior Sister posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Senior Sister:

Share