Bangla Live TV

Bangla Live TV official page. thank you. Our journalists put their lives on stake daily just to collect liable information and make it accessible to you.

The thirst for knowledge and truth is human nature.Bangla Live TV entered the industry successfully and started to broadcast commercially on 22 th December, 2021 and till now tries its best to bring the latest and freshest news on your table to quench that particular thirst. News can make you agitated, laugh or worry, but whatever the latest news is, our journalists strive to deliver it to you ear

ly and efficiently. For more authentic news and daily updates on your newsfeed like our page. Join our facebook group and do not forget to check our website as well. links are down below. website: www.banglalivetv.tv

08/03/2025

দক্ষিণ জলদি বাঁশখালী মনছুরিয়া বাজার পশ্চিম পাশে জায়গা নিয়ে বিরোধ। চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা বাঁশখালী চট্টগ্রাম

31/12/2024

Happy New Year
🎉2025🎉

17/09/2024

বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ
——————————————
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২০৪, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় বিএনপি'র আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নেতৃত্বে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

প্রধান অতিথি —
সালাহউদ্দিন আহমেদ
সদস্য, জাতীয় স্হায়ী কমিটি, বিএনপি

বাঁশখালীতে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা...
09/09/2024

বাঁশখালীতে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের বীরোচিত সংবর্ধনা সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শীলকূপ ওসমান ক্লাবে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহসীন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুস, সাবেক ইউনিয়ন সভাপতি নুরুল হক, প্রবীণ বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইসমাইল, ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ শাহেদ, আবদুল মালেক, মোহাম্মদ হেফাজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জোনাইদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আরিফ, ছাত্রনেতা আবু তালেব মোঃ আলী আব্বাস প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ লোকমান বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে শান্তিতে ঘুমাতে পারিনি। কোথাও মিটিং মিছিল করতে পারিনি। আজকে ছাত্রজনতার গণ আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। এই অর্জন যেন ধ্বংস না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির পক্ষে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। বিএনপি নেতারা বলেন, বিএনপির নামে কেউ অপরাধ করলে, চাঁদাবাজি করলে, জায়গা জমি দখল করলে কাউকে ছাড় দেয়া হবেনা। দল এখনো ক্ষমতায় আসেনি। আমাদেরকে জনগনের আস্থা ধরে রাখতে হবে। বিএনপিই জনগনের ভোটে আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
পরে কারা নির্যাতিত ১৬ জন এবং ১৪ জন রেমিট্যান্স যোদ্ধাসহ মোট ৩০ জনকে সংবর্ধনা দেয়া হয়।

⚠️🔺 রেড এলার্ট কাপ্তাই 🔺⚠️কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দে...
23/08/2024

⚠️🔺 রেড এলার্ট কাপ্তাই 🔺⚠️

কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ ছাড়তে বাধ্য হবে। সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালি, পটিয়া, বাঁশখালী বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে। বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর.
লিচুবাগান এবং এর আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে, বিকাল নাগাদ কাপ্তাই বাঁধ খোলা হবে।

প্রতিটি সিটিজি নাগরিক অনুগ্রহ করে যথাযথ প্রস্তুতি নিন

উপদেষ্টা আসিফকে মাঠ পরিদর্শন করে দেখাচ্ছেন তামিম ইকবাল খান।
19/08/2024

উপদেষ্টা আসিফকে মাঠ পরিদর্শন করে দেখাচ্ছেন তামিম ইকবাল খান।

06/08/2024
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ ম...
02/08/2024

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দেওয়া হলো।

সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 #চট্টগ্রাম
02/08/2024

#চট্টগ্রাম

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে পা হারালো সাইমন না...
08/07/2024

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে পা হারালো সাইমন নামে ১০ বছর এক শিশু।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে। পা হারানো সাইমন দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে বলে জানায় স্থানীয়রা। সে দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার কিতাবখানার ছাত্র।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, বেলা সাড়ে ৩টার দিকে তেলবাহী বগি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছালে এক শিশু লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টাকালে সে বগির ফাঁকে পড়ে যায়। এসময় তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়।

ঘটনার পর পর দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে আজ সকালে পাথর বোঝাই বগিতে লাফ দিয়ে উঠার সময় একই এলাকার ফারুক নামে ১০ বছরের আরেক শিশু আহত হয় বলে জানায় স্থানীয়রা।

ফ্যামিলি মোটরবাইক...!  (টুকটুক মডেল)
08/07/2024

ফ্যামিলি মোটরবাইক...!

(টুকটুক মডেল)

Address

Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Live TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category