Tarek Ahmed

Tarek Ahmed I am a digital Marketer

এক্সেল কিএক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং অফিস ৩৬৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। ম...
07/05/2023

এক্সেল কি

এক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং অফিস ৩৬৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট এক্সেল -এর মাধ্যমে একজন ইউজার স্প্রেডশিটের ডাটা ফরম্যাট, অর্গানাইজ এবং ক্যালকুলেট করতে পারবেন। এই স্প্রেডশিট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক-ওএস, এন্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়।

এ অ্যাপ্লিকেশন প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক গণনা, ডাটা এন্ট্রি ও তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি আরও অনেক জটিল কাজকে অতি সহজে সমাপন করা যায়। এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন ডাটা এন্ট্রি করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশীট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়

এফিলিয়েট মার্কেটিং কি? – What is affiliate marketing?অন্য প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রোমোট ...
12/04/2023

এফিলিয়েট মার্কেটিং কি? – What is affiliate marketing?
অন্য প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রোমোট ও বিক্রির প্রক্রিয়াকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে

অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একজন সেলার অথবা প্রোডাক্ট এর উৎপাদনকারী প্রথমে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম তৈরী করেন। এরপর সেই তিনি তার প্রোডাক্ট প্রোমোট করার উদ্দেশ্যে অ্যাফিলিয়েট মার্কেটারকে ইউনিক লিংক প্রদান করে। এই ইউনিক লিংক ব্যবহার করে প্রতি অ্যাফিলিয়েট মার্কেটার থেকে আসা সেলকে খুব সহজেই গণনা করা যায়

এফিলিয়েট মার্কেটিং ২ ভাবে কাজ করা জায়

১) ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস
যেমনঃ
২) লোকাল মার্কেটপ্লেস
যেমনঃ

12/04/2023
লোকাল মার্কেটপ্লেসে ব্যাপক জনপ্রিয় একটি স্কিল যার উপরে প্রচুর কাজ আছে । একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার বেটার ফিউচারও বি...
07/04/2023

লোকাল মার্কেটপ্লেসে ব্যাপক জনপ্রিয় একটি স্কিল যার উপরে প্রচুর কাজ আছে । একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার বেটার ফিউচারও বিল্ড হতে পারে।

আপনি যদি ভালো ভাবে খোজ নিতে পারেন তাহলে আপনি আপনার আশে পাশে কিংবা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের অনেককেই পাবেন যারা এসইও(SEO) এর কাজ করাতে চায়।
তো আপনি তাদের কাজ গুলো করে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে এমন অনেক কম্পানি পাবেন যাদের এসইও(SEO) করার জন্য কর্মী দরকার সুতারং আপনার প্রয়োজন বেটার স্কিল।

সুতরাং SEO-তে স্কীল অর্জনের মাধ্যমে আপনিও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন।

কন্টেন্ট রাইটিং কি?কনটেন্ট রাইটিং হলো একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কনটেন্ট লিখে থাকি। এর...
04/04/2023

কন্টেন্ট রাইটিং কি?

কনটেন্ট রাইটিং হলো একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কনটেন্ট লিখে থাকি। এর মধ্যে কোনো ব্লগ সাইট এর জন্য কনটেন্ট লেখা, কোনো ভিডিও বা পডকাস্ট এর জন্য স্ক্রিপ্ট লেখা , কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট এর জন্য কনটেন্ট লেখা বা কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ? ▪আমার ফ্রিল্যান্সিং জগতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু, অবাক হওয়ার কিছুই নাই!   ...
01/04/2023

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ?
▪আমার ফ্রিল্যান্সিং জগতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু, অবাক হওয়ার কিছুই নাই!
সত্যিই যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়ে।
▪যদি আপনার কম্পিউটার/ল্যাবটপ না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন।
⛔ এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর
মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
▪কন্টেট রাইটিং করে ও মোবাইল দিয়ে unlimited ইনকাম করা যায়। 💲💸
একটা সঠিক সিদ্বান্ত-ই বদলে দিতে পারে আপনার জীবন”
💌 প্রথম অবস্থায় আগে কাজ শিখুন কাজগুলো নিয়মিত প্র‍্যাক্টিস করুন,যেসব কাজ মোবাইলে করা যায় ওগুলে করে ইনকাম করতে থাকুন,পরবর্তীতে ভালো কাজ বেশি কাজ করার জন্য নরমাল একটা কম্পিউটার/ল্যাবটপ হলে ভালো হয়।


লোগো বলতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি কোন চিহ্ন বা প্রতীক কে বোঝানো হয়ে থাকে। যা কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচয...
31/03/2023

লোগো বলতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি কোন চিহ্ন বা প্রতীক কে বোঝানো হয়ে থাকে। যা কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচয় বহনের পাশাপাশি সেটিকে প্রোমোট করে। বর্তমানে প্রায় সব কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানই নিজেদের পরিচিতি ও স্বকীয়তা অর্জনের জন্য নিজস্ব লোগো ডিজাইন করে নিয়ে ব্যবহার করে থাকে।

ধন্যবাদ Freelancer Rubayet স্যার কে আমাদের একটি অসাধারণ ক্লাস উপহার দেওয়ার জন্য, আজকে অনেক নতুন কিছু শিখতে পারলাম লেবেল ...
28/03/2023

ধন্যবাদ Freelancer Rubayet স্যার কে আমাদের একটি অসাধারণ ক্লাস উপহার দেওয়ার জন্য,
আজকে অনেক নতুন কিছু শিখতে পারলাম লেবেল ১ এর গুগল ফিচার৷ ক্লাস করে
গুগল কতটা গুরুত্বপূর্ণ তার বেসিক ধারণা

ইউটিউব মার্কেটিং কি (YouTube marketing) হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা এবং...
27/03/2023

ইউটিউব মার্কেটিং কি (YouTube marketing) হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা এবং জনপ্রিয় উপায়। আসলে ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা মানে অনলাইনে ভিডিও এর মাধ্যমে মার্কেটিং করা।

এজন্য ইউটিউব মার্কেটিং কে বলা হয় ভিডিও মার্কেটিং। বর্তমানে ইন্টারনেটে গুগল সার্চ ইঞ্জিন এর পরে ইউটিউব সার্চ ইঞ্জিন ইন্টারনেটের মাধ্যমে যেকোনো তথ্য জানতে বা যেকোনো বিষয়ে শিক্ষা গ্রহন করার ক্ষেএে সব চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে।

আপনারা হয়তো বুঝতে পারছেন ইউটিউবে আপলোড করা ভিডিও গুলো কতটা বেশি পরিমানে ইন্টারনেটে দেখা হয়। এই সুযোগের সুবিধার কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন কোম্পনি, ব্যবসার মালিক বা ব্যাক্তিগত কোনো মানুষরা তাদের ব্যবসার সাথে জড়িত ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড দেয়।

এভাবে তারা তাদের বিভিন্ন পন্য, সার্ভিস এবং ব্রান্ড গুলো ইন্টারনেট ভিডিওর মাধ্যমে মার্কেটিং (marketing) বা প্রচার করে দিচ্ছে। এভাবে ভিডিওর মাধ্যমে ইন্টারনেটে করা মার্কেটিং এর প্রক্রিয়াকে বলা হয় ভিডিও মার্কেটিং।

⭕Fiver কি❓✅এক কথায় বললে, fiver হলো এমন এক online marketplace যেখানে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়।✅ফাইভা...
26/03/2023

⭕Fiver কি❓
✅এক কথায় বললে, fiver হলো এমন এক online marketplace যেখানে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়।

✅ফাইভার কে এমন এক অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট বলেও বলা যেতে পারে, যেটার মাধ্যমে freelancers রা তাদের জন্য বিভিন্ন কাজ বা গ্রাহক খুঁজতে পারেন।

✅এই ধরণের অনলাইন মার্কেটপ্লেস গুলোতে, 👇🏻👇🏻👇🏻👇🏻
“programming & development”, “writing”, “design & art”, “sales & marketing”, “business”, “web designing”, “logo design”, “video editing” ইত্যাদি এরকম ধরণের কাজ গুলো করা হয়।

✅এই প্রত্যেকটি marketplace সম্পূর্ণ fiver এর মতোই কাজ করে।

Address

Chittagong
1

Telephone

+8801863582009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarek Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarek Ahmed:

Share