26/06/2025
কোল্ড ড্রিংকস এর মারাত্মক কাহিনি পর্ব শেষ করে ম্যাডাম তার _পাপা কে নিয়ে গেলো আড়ং -এ।
ঠিক ৬/৭টা পুতুল সে নিজে পছন্দ করে তার পাপা সহ ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আসলো।শপিং শেষে ব্যাক করে আসার সময় আরো ২/৩টা পুতুল তার পছন্দ হয়ে যায়!! এগুলো তাকে কিনে দেওয়ার বায়না করতেই ফ্লোরে গাল ফুলিয়ে বসে পড়ে_ইয়েসস এটা একটা ট্রিকস বলতে পারেন।
কিনে দিবে না আবার কি গো⁉️
না কিনে দিলে এ জায়গা থেকে আমি এক চুল ও আজ নড়বো নাহ🙂
হ্যাঁ, ১-৩বছর বয়সী বাচ্চাদের পূর্ণ একটা পরিবর্তন দেখা যায়। এই সময়ে শিশুরা স্বাধীনভাবে চলাফেরা, কথা বলা,তাদের আবেগ প্রকাশ করতে শুরু করে, যা অনেক সময় "টেরিবল টু" (Terrible Two) নামে পরিচিত। এর মধ্যে রয়েছে জেদ করা, মেজাজ পরিবর্তন হওয়া, এবং অল্পতেই রেগে যাওয়া।
এছাড়াও, এই বয়সের শিশুরা নতুন জিনিস অন্বেষণ করতে পছন্দ করে এবং তাদের কৌতূহল বাড়ে_
আর বাবা_মায়েদের বাড়ে ব্যাপক ধৈর্য্য ☺️
✍️Pori Mommy