Jahid & Liza

Jahid & Liza Hello Friends,
We will share a variety of educational videos and entertaining videos.

আছিয়া আর নেই!আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যা*-রেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তাঁর হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বে...
13/03/2025

আছিয়া আর নেই!

আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যা*-রেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তাঁর হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তাঁর আবার কার্ডিয়াক অ্যা*-রেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃ--* ঘোষণা করা হয়।


#ফাঁসিচাই

Pookie 🎀 Hairstyle
10/03/2025

Pookie 🎀 Hairstyle

Dream place
10/03/2025

Dream place

বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত।
10/03/2025

বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত।

১। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে। নিচে অনেকগুলো ফ্...
10/03/2025

১। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

২। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে। আর এক ব্যাচ আসবে। কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগেভাগে চলে গেছে একা। সেন্টারে আছে শুধু টিচার। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। কাউকেই বিশ্বাস করা যাবে না।

৩। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না, যার ভাই এবং পিতা বাসায় থাকে।

৪। মেয়েকে স্কুলে আগেভাগে পাঠাবেন না, যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায়।

৫। বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না, যেখানে অন্য পুরুষ বসবাস করে।

মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে, এমন কোনো জায়গায় পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র‍্যাকিং এ রাখুন।

কী করবেন!! বিপদ হলে তো আপনাদের যাবে। আপনারা মেয়ের বাবা মা। কারো কিছু যায় আসবে না। বাকি জীবন মাথা কুটে ম"রতে হবে আপনাদের।

সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ, মঙ্গল, নেয়ামত, বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন।

‘তুমি কে আমি কেআছিয়া আছিয়া’এই স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় #ফাঁসিচাই ধর্ষকের।
08/03/2025

‘তুমি কে আমি কে
আছিয়া আছিয়া’
এই স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
#ফাঁসিচাই ধর্ষকের।

Allah Is The Best Of Planners
08/03/2025

Allah Is The Best Of Planners

Happy Women's Day💔
08/03/2025

Happy Women's Day💔

অর্ধশতাব্দী পরেও কথাগুলো এখনো প্রাসঙ্গিক!  🙂
08/03/2025

অর্ধশতাব্দী পরেও কথাগুলো এখনো প্রাসঙ্গিক! 🙂

মাগুরার শিশুটির বোনের জবানবন্দি শুনলাম।বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভেতর ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারট...
08/03/2025

মাগুরার শিশুটির বোনের জবানবন্দি শুনলাম।

বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভেতর ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারটাকে তাদের প্রাপ্য সাজা দিয়ে আসি!

শিশুটির বোন যা বললো—

"আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিল। তাদের দুজনের স্ত্রী একসাথে বাসা ছেড়ে চলে যায়। একজন না হয় যেতে পারে, কিন্তু দুজনই কেন? নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথেও এমন কিছু করেছে।

আমার শ্বশুর বিভিন্ন সময়ে আমাকে জড়িয়ে ধরতো। যখন স্বামীকে জানালাম, সে উল্টো আমাকে মারধর করলো। মাকে জানালাম, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছেই বলেছি, কেউ বিশ্বাস করেনি।

হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘটতো…

পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবু সবাই মিলে ধামাচাপা দিতে সাহায্য করতো।

রাতের খাবার খেয়ে আমি, বোন ও আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দেয় এবং বাইরে তুলে নিয়ে এই কাজ ঘটেছে। ঘরের ভেতর ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম।

আমার ছোট বোন বলেছে - আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন, আমার শ্বশুর কীভাবে আমার ছোট বোনের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। কিন্তু তারা কিছুই বলেনি!

আমি যখন আমার বোনকে পেলাম, সে তখন ফ্লোরে পড়ে ছিল। আমাকে বললো, 'আপু, খুব কষ্ট হচ্ছে…'

আমি ভাবলাম হয়তো ঠাণ্ডা লেগেছে… আমি বুঝতেই পারিনি কী ভয়ংকর কিছু ঘটে গেছে!

বোন যখন আমাকে জানালো, আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে। আমি আমার স্বামীকে বললাম, 'তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে। এর আগেও আমার সঙ্গে করার চেষ্টা করেছিল। আমি কী আমার বাবা-মাকে ফোন করে জানাবো?'

এ কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো এবং দরজা বন্ধ করে দিলো। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিল— 'তোর বোনকে মেরে ফেলবো!'

সকাল বেলা দরজা খোলা হলে দেখি, আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন… ও ছটফট করছে!

ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল। হয়তো আশপাশের মানুষজন এসে যাওয়ায় মারতে পারেনি।

আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমাদের কষ্টটা বুঝেনি। সেও তাদেরকে সহযোগীতা করেছে। আমি সবার সর্বোচ্চ শাস্তি চাই।'

এখানে বলে রাখা ভালো, এরা শিশুটিকে জ্বীনে ধরেছে বলে, এলাকার কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জানায় এটি মোটেও জ্বীনের কাজ না। কী হয়েছে সত্য বলেন।

এদিকে ডাক্তারেরা জানিয়েছে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

এবার আপ্নারাই বলেন! এই শ্বশুর, শাশুড়ি, স্বামী! এই পুরো পরিবার বেঁচে থাকার যোগ্য?

লিখা
@অন্তর মাশঊদ

07/03/2025

রোজা রেখে যারা ১০-১২ ঘন্টা ডিউটি করে।তাদের এই কষ্টের রোজাগুলো আল্লাহ কবুল করে নিও। ❤️

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্...
06/03/2025

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️
আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

Address


Telephone

+8801630350085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid & Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid & Liza:

  • Want your business to be the top-listed Media Company?

Share