Nursing Diry with Midwife

Nursing Diry with Midwife If someone knows me as 1% bad, then there is 99% good in me. So You have to understand.

30/08/2025
এই জীবন ক্ষনস্থায়ী। এতটাই ক্ষনস্থায়ী যে ১ সেকেন্ডের নিশ্চয়তাই নাই৷  অথচ এই অল্প সময়ে আমরা মানুষকে কতই না কষ্ট দেই।
30/08/2025

এই জীবন ক্ষনস্থায়ী। এতটাই ক্ষনস্থায়ী যে ১ সেকেন্ডের নিশ্চয়তাই নাই৷ অথচ এই অল্প সময়ে আমরা মানুষকে কতই না কষ্ট দেই।

কুকুর এমন এক প্রানী এই প্রানীকে যদি কেউ একদিন একটা বিস্কুট খাওয়ায় সে সারাজীবন ওই ব্যাক্তির কৃতজ্ঞতা প্রকাশ করবে৷ আর মানু...
29/08/2025

কুকুর এমন এক প্রানী এই প্রানীকে যদি কেউ একদিন একটা বিস্কুট খাওয়ায় সে সারাজীবন ওই ব্যাক্তির কৃতজ্ঞতা প্রকাশ করবে৷ আর মানুষ?.........

চুরি হয়ে গেলো। এটি ছিলো আমার স্বপ্নের বাইক। কত কষ্ট করে টাকা জমিয়ে আমি এই বাইকটি কিনেছিলাম৷ কিন্তু একদিন তালা কেটে বাইকট...
29/08/2025

চুরি হয়ে গেলো।
এটি ছিলো আমার স্বপ্নের বাইক। কত কষ্ট করে টাকা জমিয়ে আমি এই বাইকটি কিনেছিলাম৷ কিন্তু একদিন তালা কেটে বাইকটি কেউ একজন চুরি করে নিয়ে চলে গেলো। হাজার খোজার পরও পেলামনা। আসলে শহরের মানুষগুলো এমন কেনো। মানুষের কোনো জিনিসেরই কোনো সিকিউরিটি নেই। ☹️

কোনো বহুতল ভবন নয়। কোনো জাকজমক বা উচ্চাবিলাসি কোনো ডিজাইন নেই৷  সিম্পল ছোটি খাটো একটা দোতালা বাড়ি এমনটাই স্বপ্ন।
28/08/2025

কোনো বহুতল ভবন নয়। কোনো জাকজমক বা উচ্চাবিলাসি কোনো ডিজাইন নেই৷ সিম্পল ছোটি খাটো একটা দোতালা বাড়ি এমনটাই স্বপ্ন।

রেখে এসেছি হাতের ছোয়া। হয়তো প্রানের প্রিয় ক্যাম্পাস ছেড়ে এসেছি অনেকদিন আগে। কিন্তু কিছু ছাপ রেখে এসেছি, এখনো বহু দিন পরে...
28/08/2025

রেখে এসেছি হাতের ছোয়া।
হয়তো প্রানের প্রিয় ক্যাম্পাস ছেড়ে এসেছি অনেকদিন আগে। কিন্তু কিছু ছাপ রেখে এসেছি, এখনো বহু দিন পরে গেলে স্মৃতিগুলো লাড়া দেয়। সত্যিই আলপনা আকাঁর মুহুর্তগুলো খুব মনে পরে।

এক পায়েতে নুপুর অন্য পা খালিএক পাড়েতে বালি অন্য পাড় খালি
27/08/2025

এক পায়েতে নুপুর অন্য পা খালি
এক পাড়েতে বালি অন্য পাড় খালি

মেহেদী লাভার! সিম্পলিসিটি।
27/08/2025

মেহেদী লাভার!
সিম্পলিসিটি।

অনেক ইচ্ছা ছিলো তোমার সাথে ক্যাম্প ফায়ার করে একটা রাত কাটিয়ে দিবো দুজনে  | তারপর সকালে সুন্দর বাতাসে ফজরের নামাযটা দুজনে...
27/08/2025

অনেক ইচ্ছা ছিলো তোমার সাথে ক্যাম্প ফায়ার করে একটা রাত কাটিয়ে দিবো দুজনে | তারপর সকালে সুন্দর বাতাসে ফজরের নামাযটা দুজনে একসাথে পরে তাবু পেরে ঘুমিয়ে পরবো পাহাড়ের বুকে | রোদ বাড়তেই তাবু গুছিয়ে আস্তে আস্তে নেমে আসবো পাহাড়ের বুক থেকে সেই চেনা সংসারে....

26/08/2025

Address

Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Diry with Midwife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share