13/12/2024
আসসালামু আলাইকুম সবাইকে।
অনেক দিন পর পোস্ট করছি আশা করি সবাই পড়বেন🙃
অনেক দিন ধরেই আমার পেইজে ক্রমান্বয়ে ভিউয়ার বাড়ছে, নোটিফিকেশন আসছে, মেসেজও আসছে মেহেদির জন্য। আলহামদুলিল্লাহ অনেক দিন একটিভ না থাকা সত্বেও এমন রেসপন্স মাশাল্লাহ সত্যি আমার জন্য অনেক🥰
তবে, আমার রেসপন্স না করার কিছু যথার্থ কারন ও রয়েছে -
🟤প্রথমত, বর্তমানে মেহেদী পেইজের অভাব নেই দেখা যায় একজন একসাথে অনেক পেইজে মেসেজ দিয়ে রাখেন এবং প্রাইস লিস্ট সম্পর্কে জানতে চান। বিষয়টি খুবই ভালো দেখেশুনে কাজ করা। কিন্তু একজন চাইলে ২৫০/- টাকা দিয়েও ব্রাইডাল মেহেদী পারে আরেকজন চাইলে ২৫০০/- টাকা দিয়েও পড়াতে পারে। একজনের বিজনেস থিওরি, ট্যাকটিকস, ডিজাইন, এক্সপিরিয়েন্স, কস্টিং এক এক রকম হয়ে থাকে। তারজন্য আরেকজন কে প্রশ্ন বিদ্ধ করা, "উনি পারলে আপনি কেন পারবেন না এটা কেমন কথা?????"
আর আমার প্রশ্ন আরেকজন যেহেতু আপনাকে কম দামে সেম ডিজাইন
এফোর্ট করছেই তাহলে ওনার থেকে কাজ করিয়ে নিন আমার তো অসুবিধা নাই,
উল্টো এসে আমাকে প্রশ্ন কেন করছেন?
🟤 দ্বিতীয়ত, নতুন মেহেদী আর্টিস্টদের মধ্যে অনেকে যারা নতুন কাজ করার সময় হাত ব্যাথা, বিশেষ করে ঘাড় বা কোমড় বা পিঠ বা হাটু ব্যাথার ফেস করছেন তারা দ্রুতই কাজ বন্ধ করে দিন কারন দিন দিন এটা শুধু খারাপ অবস্থার দিকেই নিয়ে যাবে। জীবন এখনো অনেক বাকি সামান্য টাকার জন্য শরীরকে নষ্ট করে দিয়েন না।
বর্তমানে আমি সত্যি পিঠের আর হাটুর ব্যাথায় অনেক কষ্ট করেই আমার এই শখের কাজ ছেড়ে দিয়েছি। যদিও আমার এই কাজের পথচলা খুব বেশি দিনের নয় তাও বিষয়টি আমি খুব খারাপ ভাবেই ফেস করেছি।
একসময় দিনে দুটো ব্রাইডালের কাজ করার এক্সপিরিয়েন্স আছে সাথে পার্টনারও ছিলো তা সত্বেও আমার কষ্ট বেড়েছে কমে নি।
তবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
খুব চাপে না থাকলে এমন সমস্যা থাকলে কাজ করবেন না। মানা করার কারন বেশিরভাগ যারাই কাজ করছি আামরা যুবতি মেয়েরা । অনেকের অনেক ধরনের সমস্যাই থাকে নিজেরটা সে নিজেই সব থেকে ভালো বুঝতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।