Tume_Ami_"KH"

Tume_Ami_"KH" এক জীবনে সব ইচ্ছে কখনো পূরণ হয় না🥺😔
♥KH♥

11/06/2025

নিজে বিপদে পড়লে উপর ওয়ালার পরিক্ষা,আরেকজন বিপদে পড়লে পাপের ফল,
wow what a logic.!

10/06/2025

দুঃখ গোপন বিষয়, গোপন রাখতে হয়, প্রকাশ করলে তা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। ❤️

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সে...
05/06/2025

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সেই শব্দ। সেই আয়াত; ‘আজ এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’

এরপর আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে বলেন, 'হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি!’

এই দিনে আমাদের দ্বীন পূর্ণ হয়। দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমরা উম্মতে মোহাম্মদী পরিপূর্ণ দ্বীন পালন করি। আমরা এই দ্বীনকে নিয়ে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ধারা বয়ে যাবে কিয়ামত পর্যন্ত।
দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আমরাও বলব, হে আল্লাহ তুমি সাক্ষী, দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ।

©

14/05/2025

আমাকে হারাতে দিয়েছো মানে তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেললে। সেখানে ফিরে পাওয়ার বিন্দু পরিমাণ সম্ভবনা নেই। এই হারিয়ে ফেলা মানে বিলীন নয়। কোথাও না কোথাও তো আছি তবে তোমার আঙ্গিনায় আমি আর নেই। চাইলেই আমাকে আর ফিরে পাবেনা তুমি, তোমার জন্য পুরো জীবন আমি জীবিত কঙ্কাল।

Book - শেষ অধ্যায়
Writer & Vocal - Ashraf Ahmed
Video edit by - Chandra Bihu

শুনিয়েই আর কি হবে?শুধু শুধু ব্যথাই তো বাড়বে!Follow : Tume_Ami_"KH"
14/05/2025

শুনিয়েই আর কি হবে?
শুধু শুধু ব্যথাই তো বাড়বে!

Follow : Tume_Ami_"KH"

আমার এমন একটা বাড়ি হোক Follow : Tume_Ami_"KH"
14/05/2025

আমার এমন একটা বাড়ি হোক

Follow : Tume_Ami_"KH"

💔🙂
14/05/2025

💔🙂

12/05/2025

‘দুঃখের পরে সুখ আসবে, এটা আল্লাহর ওয়াদা’

04/05/2025

اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَعَافِنِى وَاهْدِنِى وَارْزُقْنِى

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন; আমাকে রহমত দিন; আমাকে সঠিক পথে পরিচালিত করুন; আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন।’ (আবু দাউদ)

اَللَّهُمَّ اِنِّى اَسْئَلُكَ الْهُدَى وَ التُّقَى وَ الْعَفَافَ وَالْغِنَى

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়েত (পরিশুদ্ধ জীবন) কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ-সামর্থ্য (আর্থিক স্বচ্ছলতা) কামনা করি।

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ : হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন দোযখের আগুন থেকে রক্ষা করুন।

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে আমি শ্বেত রোগ থেকে আশ্রয় চাই। মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। আর দুরারোগ্য ব্যাধি (যেগুলোর নাম জানিনা) থেকে আপনার আশ্রয় চাই।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে মন্দ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَ أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ أَعُوذُ بِكَ مِنَ ضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই, কৃপনতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকেও আপনার আশ্রয় চাই। (বুখারী)

03/05/2025

ভালো থাকার জন্য এত মানিয়ে চলি,এত যু'দ্ধ করি,তাও দুইটা দিন এক টানা ভালো থাকতে পারি না!

30/04/2025

বিশ্বাস এমনভাবে উঠে গেছে যে, এখন কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে গেলেও, মনে হবে দোলনা খেলতাছে।

29/04/2025

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন: সবাই ঠিক ঠাকই আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই...

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন> ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।🌸

Address

Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when Tume_Ami_"KH" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tume_Ami_"KH":

Share